ETV Bharat / sitara

কোরোনা-আতঙ্ক : ঘরেই ত্বকের পরিচর্যা দীপিকার - সেফ হ্যান্ডস চ্যালেঞ্জ

কোরোনা আতঙ্কের জেরে বাড়িতেই রয়েছেন দীপিকা । যেতে পারছেন না পার্লারেও । আর এই পরিস্থিতির মধ্যে ত্বকের পরিচর্যার ঘরেই করে নেন তিনি । সেই ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেত্রী ।

c
zxc
author img

By

Published : Mar 18, 2020, 7:42 PM IST

মুম্বই : কোরোনা ভাইরাসের থাবা এখন প্রায় সর্বত্রই । এই আতঙ্ক এখন গ্রাস করেছে বিশ্বের প্রায় প্রতিটি মানুষকেই । বাদ যাননি তারকারাও । ইতিমধ্যেই বন্ধ হয়েছে বলিউডের একাধিক ছবির শুটিং । পিছিয়ে গিয়েছে ছবি মুক্তির তারিখও । কার্যত বাড়ি মধ্যেই দিন কাটাচ্ছেন তারকারা । এমনকী, জিম ও পার্লার কোথাও যেতে পারছেন না তাঁরা । এই অবস্থায় শরীরের পাশাপাশি নিজের ত্বকের খেয়ালও রাখতে হবে । সেই কথা মাথায় রেখে বাড়ির মধ্যেই নিজের ত্বকের চর্চা শুরু করলেন দীপিকা পাডুকোন ।

সম্প্রতি একটি ছবি শেয়ার করেন দীপিকা । সেখানে রোলারের সাহায্যে মুখে মাসাজ করতে দেখা গিয়েছে তাঁকে । আসলে কোরোনা আতঙ্কের জেরে বাড়ি থেকে বের না হলেও, নিজের খেয়াল রাখতে পিছপা হচ্ছেন না তিনি । যতটা সম্ভব বাড়িতেই নিজের শরীর ও ত্বকের পরিচর্যা করছেন ।

তবে শুধু ত্বকের পরিচর্যাই নয় । কোরোনা যাতে তাঁকে কোনওভাবেই স্পর্শ করতে না পারে । তার জন্য নিজের ওয়ারড্রোবে থাকা সব জামা ধুয়ে ফেলেন তিনি । এমনকী, সেই ছবিও কিছুদিন আগে সোশাল মিডিয়ায় শেয়ার করেন ।

এরপর 'সেফ হ্যান্ডস চ্যালেঞ্জ' নিয়েছিলেন অভিনেত্রী । সেখানে খুব যত্ন করে সাবান দিতে হাত ধুতে দেখা গেছে তাঁকে । বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনেরালের দেওয়া চ্যালেঞ্জ গ্রহণ করেন তিনি । সুন্দরভাবে, যত্ন করে হাত ধুয়ে চ্যালেঞ্জও জেতেন ।

কাজের দিক থেকে শেষবার মেঘনা গুলজ়ারের 'ছপাক' ছবিতে দেখা গিয়েছিল দীপিকাকে । সেখানে একজন অ্যাসিড আক্রান্তের চরিত্রে অভিনয় করেন তিনি । এছাড়া '83' ছবিতে রণবীর সিংয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন । যদিও সেখানে ক্যামিও চরিত্রে দেখা যাবে তাঁকে । এর পাশাপাশি একাধিক ছবি রয়েছে তাঁর ঝুলিতে । তার মধ্যে পরিচালক সঞ্জয় লীলা বনশালির 'মহাভারত'-এ দ্রৌপদীর চরিত্রে অভিনয় করবেন । তাছাড়া শকুন বত্রার পরবর্তী ছবিতেও তাঁকে দেখা যাবে । সব ঠিক থালে 2021 সালের 12 ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি ।

মুম্বই : কোরোনা ভাইরাসের থাবা এখন প্রায় সর্বত্রই । এই আতঙ্ক এখন গ্রাস করেছে বিশ্বের প্রায় প্রতিটি মানুষকেই । বাদ যাননি তারকারাও । ইতিমধ্যেই বন্ধ হয়েছে বলিউডের একাধিক ছবির শুটিং । পিছিয়ে গিয়েছে ছবি মুক্তির তারিখও । কার্যত বাড়ি মধ্যেই দিন কাটাচ্ছেন তারকারা । এমনকী, জিম ও পার্লার কোথাও যেতে পারছেন না তাঁরা । এই অবস্থায় শরীরের পাশাপাশি নিজের ত্বকের খেয়ালও রাখতে হবে । সেই কথা মাথায় রেখে বাড়ির মধ্যেই নিজের ত্বকের চর্চা শুরু করলেন দীপিকা পাডুকোন ।

সম্প্রতি একটি ছবি শেয়ার করেন দীপিকা । সেখানে রোলারের সাহায্যে মুখে মাসাজ করতে দেখা গিয়েছে তাঁকে । আসলে কোরোনা আতঙ্কের জেরে বাড়ি থেকে বের না হলেও, নিজের খেয়াল রাখতে পিছপা হচ্ছেন না তিনি । যতটা সম্ভব বাড়িতেই নিজের শরীর ও ত্বকের পরিচর্যা করছেন ।

তবে শুধু ত্বকের পরিচর্যাই নয় । কোরোনা যাতে তাঁকে কোনওভাবেই স্পর্শ করতে না পারে । তার জন্য নিজের ওয়ারড্রোবে থাকা সব জামা ধুয়ে ফেলেন তিনি । এমনকী, সেই ছবিও কিছুদিন আগে সোশাল মিডিয়ায় শেয়ার করেন ।

এরপর 'সেফ হ্যান্ডস চ্যালেঞ্জ' নিয়েছিলেন অভিনেত্রী । সেখানে খুব যত্ন করে সাবান দিতে হাত ধুতে দেখা গেছে তাঁকে । বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনেরালের দেওয়া চ্যালেঞ্জ গ্রহণ করেন তিনি । সুন্দরভাবে, যত্ন করে হাত ধুয়ে চ্যালেঞ্জও জেতেন ।

কাজের দিক থেকে শেষবার মেঘনা গুলজ়ারের 'ছপাক' ছবিতে দেখা গিয়েছিল দীপিকাকে । সেখানে একজন অ্যাসিড আক্রান্তের চরিত্রে অভিনয় করেন তিনি । এছাড়া '83' ছবিতে রণবীর সিংয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন । যদিও সেখানে ক্যামিও চরিত্রে দেখা যাবে তাঁকে । এর পাশাপাশি একাধিক ছবি রয়েছে তাঁর ঝুলিতে । তার মধ্যে পরিচালক সঞ্জয় লীলা বনশালির 'মহাভারত'-এ দ্রৌপদীর চরিত্রে অভিনয় করবেন । তাছাড়া শকুন বত্রার পরবর্তী ছবিতেও তাঁকে দেখা যাবে । সব ঠিক থালে 2021 সালের 12 ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.