মুম্বই : দেশকে সিঙ্গল-ইউজ় প্লাস্টিক থেকে মুক্ত করার জন্য টিম 'কুলি নম্বর ওয়ান'-এর অবদান দেখে খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তা জানিয়ে সোশাল মিডিয়ায় পোস্টও করেছিলেন মোদি। আর মোদির একটুকরো প্রশংসা পেয়ে উচ্ছ্বসিত ছবির টিম।
'কুলি নম্বর ওয়ান'-এর প্রযোজক জ্যাকি ভগনানি এক অনুভূতিপ্রবণ মেসেজ শেয়ার করলেন টুইটারে। সেখানে তিনি লিখেছেন, "ধন্যবাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্যারকে। পরিবেশকে দূষণ মুক্ত করতে আপনার শুরু করা উদ্যোগে আমরা যে একটা ছোটো অংশ হতে পেরেছি, তার জন্য আমরা খুশি।"
-
Thank you PM @narendramodi sir. We are glad to have played a small part to the initiative started by you in saving the environment and bringing in change.#CoolieNo1 #SingleUsePlasticFree https://t.co/YNiapdbO5h
— Jackky Bhagnani (@jackkybhagnani) September 12, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Thank you PM @narendramodi sir. We are glad to have played a small part to the initiative started by you in saving the environment and bringing in change.#CoolieNo1 #SingleUsePlasticFree https://t.co/YNiapdbO5h
— Jackky Bhagnani (@jackkybhagnani) September 12, 2019Thank you PM @narendramodi sir. We are glad to have played a small part to the initiative started by you in saving the environment and bringing in change.#CoolieNo1 #SingleUsePlasticFree https://t.co/YNiapdbO5h
— Jackky Bhagnani (@jackkybhagnani) September 12, 2019
বরুণ ধাওয়ানও মোদির করা পোস্টের একটি স্ক্রিনশট তুলে ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। লিখেছেন, "ধন্যবাদ প্রধানমন্ত্রী। একজনের বাড়ি থেকেই এই শিক্ষাগুলো শুরু হয়। আমার মনে হয়, আপনি যে স্বচ্ছ ভারত অভিযান শুরু করেছেন, সেখানে প্রতি ভারতীয়র কন্ট্রিবিউট করা উচিত।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
ডেভিড ধাওয়ানের পরিচালনায় এই প্রথম অভিনয় করছেন বরুণ ধাওয়ান। 'কুলি নম্বর ওয়ান' মুক্তি পাবে 2020 সালের 1 মে।