মুম্বই : উত্তরপ্রদেশে দেশের বৃহত্তম ফিল্ম সিটি তৈরি করার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । এবার বিষয়টা নিয়ে বিশেষ উদ্যোগ নিতে চলেছেন তিনি । শোনা যাচ্ছে মুম্বইয়ে এক সাক্ষাৎ কর্মসূচীর আয়োজন করা হয়েছে । সেখানেই এলাহি নৈশভোজে অক্ষয় কুমারের সঙ্গে দেখা করবেন আদিত্যনাথ ।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, আজ অর্থাৎ 1 ডিসেম্বর সন্ধে সাড়ে সাতটা নাগাদ মুম্বইয়ে পৌঁছবেন আদিত্যনাথ । বিমানবন্দর থেকে তিনি সোজা ওবেরয় হোটেলে যাবেন এবং সেখানেই অক্ষয়ের সঙ্গে দেখা করবেন । তবে একা অক্ষয় নয়, থাকবেন বেশ কয়েকজন বিনিয়োগকারীও ।
সেপ্টেম্বর মাসে উত্তরপ্রদেশে দেশের বৃহত্তম ফিল্ম সিটি তৈরির কথা ঘোষণা করেছিলেন আদিত্যনাথ । নয়ডা, গ্রেটার নয়ডা অথবা যমুনা এক্সপ্রেসওয়ের আশপাশের এলাকায় ফিল্ম সিটির জন্য জমি খোঁজার নির্দেশও দিয়েছেন তিনি । শোনা গেছে হস্তিনাপুরকে সেরা লোকেশন হিসেবে বেছে নেওয়া হয়েছে ইতিমধ্যেই ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
এত বড় একটি ফিল্ম সিটি তৈরি করতে কী কী পরিকাঠামো দরকার, কোন কোন আধুনিক পরিষেবা থাকার প্রয়োজন আছে, কীরকম খরচ হতে পারে, এইসব নিয়ে অক্ষয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ মিটিং করবেন আদিত্যনাথ । আর এই বিষয়ে অক্ষয়ের থেকে বড় পরামর্শদাতা আর কে হতে পারেন ?
অক্ষয় আপাতত ব্যস্ত তাঁর পরবর্তী ছবি 'বচ্চন পান্ডে'-র শুটিংয়ে ।