ETV Bharat / sitara

2 ঘণ্টা ধরে মুম্বইয়ের সমুদ্র সৈকত সাফ করলেন ভূমি - সমুদ্র সৈকত সাফ করলেন ভূমি

মানুষের মধ্যে পরিবেশ সচেতনা বাড়াতে 'ক্লাইমেট ওয়ারিয়র' ক্যাম্পেন শুরু করেছেন ভূমি । সম্প্রতি এই ক্যাম্পেনের অঙ্গ হিসেবে মুম্বইয়ের ভারসোভা সমুদ্র সৈকত পরিষ্কার করেন তিনি ।

dsf
author img

By

Published : Nov 13, 2019, 4:55 PM IST

মুম্বই : পরিবেশ নিয়ে খুবই চিন্তিত ভূমি পেদনেকর । দিন দিন বাড়ছে পরিবেশ দূষণের মাত্রা । সে বিষয়ে মানুষকে সচেতন করতে 'ক্লাইমেট ওয়ারিয়র' ক্যাম্পেন শুরু করেছেন । সম্প্রতি এই ক্যাম্পেনের অঙ্গ হিসেবে মুম্বইয়ের ভারসোভা সমুদ্র সৈকত পরিষ্কার করেন তিনি ।

সোশাল মিডিয়ায় 'ক্লাইমেট ওয়ারিয়র' নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করেছেন ভূমি । এই উদ্যোগে গোটা বিশ্বের অনেকেই সামিল হয়েছেন । মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ ।

ক্লাইমেট অ্যাক্টিভিস্ট আফরোজ় শাহ । পেশায় একজন আইনজীবী । প্রতি সপ্তাহেই মুম্বইয়ের ভারসোভা সমুদ্র সৈকত পরিষ্কার করেন তিনি । এটি বিশ্বের সবথেকে বড় সৈকত । 2015 সালের অক্টোবর মাস । আফরোজ় ও তাঁর প্রতিবেশী হারবংশ মাথুর ভারসোভা সমুদ্র সৈকতের পাশে পড়ে থাকা জঞ্জাল নিয়ে বিরক্ত হয়ে উঠেছিলেন । ঠিক করেন ওই সৈকত পরিষ্কার করবেন । তখন থেকেই ওই সৈকত পরিষ্কার করতে শুরু করেন তাঁরা । সপ্তাহান্তে তাঁরা সেটি পরিষ্কার করেন । তাঁদের সঙ্গে যোগ দেন বহু রাজনীতিবিদ, স্কুল ও কলেজ পড়ুয়ারা । এখনও পর্যন্ত প্রায় চার হাজার টন আবর্জনা পরিষ্কার করেছেন তাঁরা ।

সম্প্রতি আফরোজ় শাহর সঙ্গে ভারসোভা সমুদ্র সৈকত পরিষ্কার করেন ভূমি । সমুদ্র সৈকতে পৌঁছনোর পর আফরোজ়ের সঙ্গে কথা বলেন তিনি । এরপর লেগে পড়েন কাজে । হাতে গ্লাভস পরে শুরু করেন সাফাই কাজ । টানা দু'ঘণ্টা ধরে ওই সমুদ্র সৈকত পরিষ্কার করেন তাঁরা ।

মুম্বই : পরিবেশ নিয়ে খুবই চিন্তিত ভূমি পেদনেকর । দিন দিন বাড়ছে পরিবেশ দূষণের মাত্রা । সে বিষয়ে মানুষকে সচেতন করতে 'ক্লাইমেট ওয়ারিয়র' ক্যাম্পেন শুরু করেছেন । সম্প্রতি এই ক্যাম্পেনের অঙ্গ হিসেবে মুম্বইয়ের ভারসোভা সমুদ্র সৈকত পরিষ্কার করেন তিনি ।

সোশাল মিডিয়ায় 'ক্লাইমেট ওয়ারিয়র' নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করেছেন ভূমি । এই উদ্যোগে গোটা বিশ্বের অনেকেই সামিল হয়েছেন । মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ ।

ক্লাইমেট অ্যাক্টিভিস্ট আফরোজ় শাহ । পেশায় একজন আইনজীবী । প্রতি সপ্তাহেই মুম্বইয়ের ভারসোভা সমুদ্র সৈকত পরিষ্কার করেন তিনি । এটি বিশ্বের সবথেকে বড় সৈকত । 2015 সালের অক্টোবর মাস । আফরোজ় ও তাঁর প্রতিবেশী হারবংশ মাথুর ভারসোভা সমুদ্র সৈকতের পাশে পড়ে থাকা জঞ্জাল নিয়ে বিরক্ত হয়ে উঠেছিলেন । ঠিক করেন ওই সৈকত পরিষ্কার করবেন । তখন থেকেই ওই সৈকত পরিষ্কার করতে শুরু করেন তাঁরা । সপ্তাহান্তে তাঁরা সেটি পরিষ্কার করেন । তাঁদের সঙ্গে যোগ দেন বহু রাজনীতিবিদ, স্কুল ও কলেজ পড়ুয়ারা । এখনও পর্যন্ত প্রায় চার হাজার টন আবর্জনা পরিষ্কার করেছেন তাঁরা ।

সম্প্রতি আফরোজ় শাহর সঙ্গে ভারসোভা সমুদ্র সৈকত পরিষ্কার করেন ভূমি । সমুদ্র সৈকতে পৌঁছনোর পর আফরোজ়ের সঙ্গে কথা বলেন তিনি । এরপর লেগে পড়েন কাজে । হাতে গ্লাভস পরে শুরু করেন সাফাই কাজ । টানা দু'ঘণ্টা ধরে ওই সমুদ্র সৈকত পরিষ্কার করেন তাঁরা ।

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.