ETV Bharat / sitara

এই ডিসেম্বরেই সাত পাকে বাঁধা পড়বেন গওহর-জ়ইদ - গওহর খানের খবর

এই ডিসেম্বরেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন গওহর খান ও জ়ইদ দরবার । একেবারে ক্রিসমাসের দিনই শুভকাজ সারবেন তাঁরা । সোশাল মিডিয়ায় নিজেই খবরটি জানালেন গওহর ।

Gauahar Khan ties knot Zaid Darbar
Gauahar Khan ties knot Zaid Darbar
author img

By

Published : Dec 1, 2020, 4:52 PM IST

মুম্বই : 2020 সালটা খুব কঠিন ছিল আমাদের জন্য । তবুও তার মধ্যে কিছু কিছু খবর মন ভালো করে দেয় । এই বছরে মৃত্যুর খবর শুনে শুনে আমাদের মন বিস্বাদ হয়েছে ঠিকই, তবে অনেকে আবার নতুন জীবন শুরু করতে এই বছরকেই বেছে নিয়েছেন । গওহর খান ও জ়ইদ দরবারও তাঁদের বৈবাহিক জীবনের সূচনা করবেন এই ডিসেম্বরেই ।

আগামী 25 ডিসেম্বর পরিবার ও বন্ধুদের সঙ্গে ছিমছাম আয়োজনে বিয়ে সারবেন গওহর ও জ়ইদ । একসঙ্গে কয়েকটি ছবি শেয়ার করেছেন গওহর । ট্র্যাডিশনাল জমকালো পোশাকে পরে দু'জনেই যেন বিয়ের পিঁড়িতে ওঠার জন্য প্রস্তুত ।

ক্যাপশনে গওহর লিখেছেন, "2020 সালটা কোনওদিক থেকেই সাধারণ নয় । আর আমাদের লাভ স্টোরিটা আবার এমন কিছু অসাধারণ নয় । আমরা একসঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছি আর সারাজীবন একই পথে চলার অঙ্গীকার নিচ্ছি । খবরটি আপনাদের সঙ্গে শেয়ার করে খুব ভালো লাগছে ।"

তবে কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে খুব বড় করে কিছু করছেন না গওহর-জ়ইদ । ঘনিষ্ঠ মানুষদের সঙ্গে ঘরোয়া আয়োজনে বিয়ে সারবেন তাঁরা । কিন্তু সকলের থেকে আশীর্বাদ নিয়েই নতুন জীবনের সূচনা করবেন অভিনেত্রী । তাই জনসমক্ষে এই সোশাল মিডিয়া পোস্ট ।

দেখে নিন...

মুম্বই : 2020 সালটা খুব কঠিন ছিল আমাদের জন্য । তবুও তার মধ্যে কিছু কিছু খবর মন ভালো করে দেয় । এই বছরে মৃত্যুর খবর শুনে শুনে আমাদের মন বিস্বাদ হয়েছে ঠিকই, তবে অনেকে আবার নতুন জীবন শুরু করতে এই বছরকেই বেছে নিয়েছেন । গওহর খান ও জ়ইদ দরবারও তাঁদের বৈবাহিক জীবনের সূচনা করবেন এই ডিসেম্বরেই ।

আগামী 25 ডিসেম্বর পরিবার ও বন্ধুদের সঙ্গে ছিমছাম আয়োজনে বিয়ে সারবেন গওহর ও জ়ইদ । একসঙ্গে কয়েকটি ছবি শেয়ার করেছেন গওহর । ট্র্যাডিশনাল জমকালো পোশাকে পরে দু'জনেই যেন বিয়ের পিঁড়িতে ওঠার জন্য প্রস্তুত ।

ক্যাপশনে গওহর লিখেছেন, "2020 সালটা কোনওদিক থেকেই সাধারণ নয় । আর আমাদের লাভ স্টোরিটা আবার এমন কিছু অসাধারণ নয় । আমরা একসঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছি আর সারাজীবন একই পথে চলার অঙ্গীকার নিচ্ছি । খবরটি আপনাদের সঙ্গে শেয়ার করে খুব ভালো লাগছে ।"

তবে কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে খুব বড় করে কিছু করছেন না গওহর-জ়ইদ । ঘনিষ্ঠ মানুষদের সঙ্গে ঘরোয়া আয়োজনে বিয়ে সারবেন তাঁরা । কিন্তু সকলের থেকে আশীর্বাদ নিয়েই নতুন জীবনের সূচনা করবেন অভিনেত্রী । তাই জনসমক্ষে এই সোশাল মিডিয়া পোস্ট ।

দেখে নিন...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.