ETV Bharat / sitara

তসর ও বালুচরি শাড়িতে মজলেন চিত্রাঙ্গদা - বব বিশ্বাস

'বব বিশ্বাস'-এর শুটিংয়ের জন্য কলকাতায় রয়েছেন চিত্রাঙ্গদা সিং । কাজের ফাঁকে ঘুরে ঘুরে চালিয়ে যাচ্ছেন শপিং । বাংলার হ্যান্ডলুম শাড়ির প্রতি তাঁর যথেষ্ট ভালোবাসা রয়েছে ।

ংমন
ংমন
author img

By

Published : Feb 28, 2020, 10:53 PM IST

কলকাতা : পরবর্তী ছবি 'বব বিশ্বাস'-এর শুটিংয়ের জন্য এখন কলকাতায় রয়েছেন চিত্রাঙ্গদা সিং । শুটিং করতে গিয়ে কলকাতা থেকে শপিং করবেন না এটা কখনও হয় ! তাই কাজের ফাঁকে কলকাতায় ঘুরে নিজের ইচ্ছে মতো শপিং করে চলেছেন অভিনেত্রী ।

পশ্চিমবঙ্গের হ্যান্ডলুম শাড়ির প্রতি একটা আলাদা ভালোবাসা রয়েছে চিত্রাঙ্গদার । গরিয়াহাট, হাতিবাগান চত্বর ঘুরে শপিং চালিয়ে যাচ্ছেন তিনি । শাড়ি সম্পর্কে চিত্রাঙ্গদা বলেন, "পশ্চিমবঙ্গের হ্যান্ডলুম শাড়ি আমার খুব ভালো লাগে । যখন প্রথম শুনি যে শুটিংয়ের জন্য কলকাতায় যেতে হবে তখন খুব ভালো লেগেছিল । মুর্শিদাবাদ সিল্ক, তসর ও বালুচরি শাড়ি কিনেছি ।"

2012 সালে মুক্তি পাওয়া 'কাহানি' ছবিতে বব বিশ্বাস চরিত্রটিকে দেখা গিয়েছিল । চরিত্রটি আসলে এক সুপারি কিলারের । যে ভালো মানুষ সেজে সামনে আসত । তারপর হাসি মুখে খুন করত । ছবিতে এই চরিত্রে অভিনয় করেছিলেন শাশ্বত চট্টোপাধ্যায় । আর এবার এই চরিত্রকে মধ্যমণি করেই তৈরি করা হচ্ছে নতুন ছবি । যেখানে বব বিশ্বাসের দু'রকমের মানসিকতা প্রকাশ পাবে । ছবির নাম 'বব বিশ্বাস' । ছবির নাম ভূমিকায় দেখা যাবে অভিষেক বচ্চনকে ।

ছবিটি পরিচালনা করছেন পরিচালক সুজয় ঘোষের মেয়ে দিয়া অন্নপূর্ণা ঘোষ । এই ছবির মাধ্যমে পরিচালনায় হাতে খড়ি দিচ্ছেন তিনি । যৌথভাবে ছবিটি প্রযোজনা করছেন শাহরুখ খান ও সুজয় ঘোষ ।

কাজের দিক থেকে 'বব বিশ্বাস' ছাড়াও 'সুরমা 2' ছবিতে দেখা যাবে চিত্রাঙ্গদাকে । সেই ছবির জন্যও প্রস্তুতি নিচ্ছেন তিনি ।

কলকাতা : পরবর্তী ছবি 'বব বিশ্বাস'-এর শুটিংয়ের জন্য এখন কলকাতায় রয়েছেন চিত্রাঙ্গদা সিং । শুটিং করতে গিয়ে কলকাতা থেকে শপিং করবেন না এটা কখনও হয় ! তাই কাজের ফাঁকে কলকাতায় ঘুরে নিজের ইচ্ছে মতো শপিং করে চলেছেন অভিনেত্রী ।

পশ্চিমবঙ্গের হ্যান্ডলুম শাড়ির প্রতি একটা আলাদা ভালোবাসা রয়েছে চিত্রাঙ্গদার । গরিয়াহাট, হাতিবাগান চত্বর ঘুরে শপিং চালিয়ে যাচ্ছেন তিনি । শাড়ি সম্পর্কে চিত্রাঙ্গদা বলেন, "পশ্চিমবঙ্গের হ্যান্ডলুম শাড়ি আমার খুব ভালো লাগে । যখন প্রথম শুনি যে শুটিংয়ের জন্য কলকাতায় যেতে হবে তখন খুব ভালো লেগেছিল । মুর্শিদাবাদ সিল্ক, তসর ও বালুচরি শাড়ি কিনেছি ।"

2012 সালে মুক্তি পাওয়া 'কাহানি' ছবিতে বব বিশ্বাস চরিত্রটিকে দেখা গিয়েছিল । চরিত্রটি আসলে এক সুপারি কিলারের । যে ভালো মানুষ সেজে সামনে আসত । তারপর হাসি মুখে খুন করত । ছবিতে এই চরিত্রে অভিনয় করেছিলেন শাশ্বত চট্টোপাধ্যায় । আর এবার এই চরিত্রকে মধ্যমণি করেই তৈরি করা হচ্ছে নতুন ছবি । যেখানে বব বিশ্বাসের দু'রকমের মানসিকতা প্রকাশ পাবে । ছবির নাম 'বব বিশ্বাস' । ছবির নাম ভূমিকায় দেখা যাবে অভিষেক বচ্চনকে ।

ছবিটি পরিচালনা করছেন পরিচালক সুজয় ঘোষের মেয়ে দিয়া অন্নপূর্ণা ঘোষ । এই ছবির মাধ্যমে পরিচালনায় হাতে খড়ি দিচ্ছেন তিনি । যৌথভাবে ছবিটি প্রযোজনা করছেন শাহরুখ খান ও সুজয় ঘোষ ।

কাজের দিক থেকে 'বব বিশ্বাস' ছাড়াও 'সুরমা 2' ছবিতে দেখা যাবে চিত্রাঙ্গদাকে । সেই ছবির জন্যও প্রস্তুতি নিচ্ছেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.