ETV Bharat / sitara

আইনি জটিলতায় 'ছপক' - ছপক-এর খবর

আইনি জটিলতার মধ্যে 'ছপক' । লেখায় ক্রেডিটের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হলেন রাকেশ ভারতি ।

Deepika Padukone latest story
Deepika Padukone latest story
author img

By

Published : Dec 24, 2019, 1:36 PM IST

মুম্বই : মুক্তির আর কয়েকদিন বাকি । আর এর মধ্যেই আইনি জটিলতায় জড়ালো 'ছপক' । লেখার ক্রেডিটে নিজের নামের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হলেন রাকেশ ভারতি ।

লক্ষ্মী আগারওয়ালের জীবন অবলম্বনে তৈরি এই ছবির গল্প নিজের বলে দাবি জানালেন রাকেশ, ছবির ক্রেডিটে সেই স্বীকৃতির দাবি জানালেন তিনি ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রাকেশ এই ছবির গল্প বা স্ক্রিপ্টটি লিখেছিলেন 'ব্ল্যাক ডে' নাম দিয়ে । তিনি সেই গল্প 2015 সালে ইন্ডিয়ান মোশন পিকচার্স প্রডিউসার্স অ্যাসোসিয়েশন বা ইম্পা-তে রেজিস্টারও করেন ।

পিটিশনে রাকেশ এটাও জানিয়েছেন যে, এই বিষয়ের উপর তিনি বহুদিন ধরে কাজ করছেন এবং অনেকদিন ধরেই অভিনেতা ও প্রযোজকদের দরজায় দরজায় ঘুরছেন । ফক্স স্টার স্টুডিয়োর মতো প্রযোজনা সংস্থার কাছেও তিনি অ্যাপ্রোচ করেন । ফক্স স্টারই প্রযোজনা করছেন 'ছপক'-এর ।

তবে এখনও ছবির কোনও কলাকুশলী এই বিষয়ে মন্তব্য করেননি ।

মুম্বই : মুক্তির আর কয়েকদিন বাকি । আর এর মধ্যেই আইনি জটিলতায় জড়ালো 'ছপক' । লেখার ক্রেডিটে নিজের নামের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হলেন রাকেশ ভারতি ।

লক্ষ্মী আগারওয়ালের জীবন অবলম্বনে তৈরি এই ছবির গল্প নিজের বলে দাবি জানালেন রাকেশ, ছবির ক্রেডিটে সেই স্বীকৃতির দাবি জানালেন তিনি ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রাকেশ এই ছবির গল্প বা স্ক্রিপ্টটি লিখেছিলেন 'ব্ল্যাক ডে' নাম দিয়ে । তিনি সেই গল্প 2015 সালে ইন্ডিয়ান মোশন পিকচার্স প্রডিউসার্স অ্যাসোসিয়েশন বা ইম্পা-তে রেজিস্টারও করেন ।

পিটিশনে রাকেশ এটাও জানিয়েছেন যে, এই বিষয়ের উপর তিনি বহুদিন ধরে কাজ করছেন এবং অনেকদিন ধরেই অভিনেতা ও প্রযোজকদের দরজায় দরজায় ঘুরছেন । ফক্স স্টার স্টুডিয়োর মতো প্রযোজনা সংস্থার কাছেও তিনি অ্যাপ্রোচ করেন । ফক্স স্টারই প্রযোজনা করছেন 'ছপক'-এর ।

তবে এখনও ছবির কোনও কলাকুশলী এই বিষয়ে মন্তব্য করেননি ।

Intro:Body:

আইনি জটিলতায় 'ছপক'



আইনি জটিলতার মধ্যে 'ছপক' । লেখায় ক্রেডিটের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হলেন রাকেশ ভারতি ।



মুম্বই : মুক্তির আর কয়েকদিন বাকি । আর এর মধ্যেই আইনি জটিলতায় জড়ালো 'ছপক' । লেখার ক্রেডিটে নিজের নামের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হলেন রাকেশ ভারতি ।



লক্ষ্মী আগারওয়ালের জীবন অবলম্বনে তৈরি এই ছবির গল্প নিজের বলে দাবি জানালেন রাকেশ, ছবির ক্রেডিটে সেই স্বীকৃতির দাবি জানালেন তিনি ।



এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রাকেশ এই ছবির গল্প বা স্ক্রিপ্টটি লিখেছিলেন 'ব্ল্যাক ডে' নাম দিয়ে । তিনি সেই গল্প 2015 সালে ইন্ডিয়ান মোশন পিকচার্স প্রডিউসার্স অ্যাসোসিয়েশন বা ইম্পা-তে রেজিস্টারও করেন ।



পিটিশনে রাকেশ এটাও জানিয়েছেন যে, এই বিষয়ের উপর তিনি বহুদিন ধরে কাজ করছেন এবং বহুদিন ধরেই অভিনেতা ও প্রযোজকদের দরজায় দরজায় ঘুরছেন । ফক্স স্টার স্টুডিয়োর মতো প্রযোজনা সংস্থার কাছেও তিনি অ্যাপ্রোচ করেন । ফক্স স্টারই প্রযোজনা করছেন 'ছপক'-এর ।



তবে এখনও ছবির কোনও কলাকুশলী এই বিষয়ে মন্তব্য করেননি ।



    




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.