ETV Bharat / sitara

লক্ষ্মীর আইনজীবীকে ক্রেডিট না দিলে বন্ধ 'ছপক' স্ক্রিনিং, নির্দেশ দিল্লি হাইকোর্টের - ছপক-এর খবর

'ছপক'-এর ক্রেডিটে লক্ষ্মী আগারওয়ালের আইনজীবী অপর্ণা ভাটের নাম না থাকলে বন্ধ করা হবে 'ছপক'-এর স্ক্রিনিং । নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট ।

Delhi High court orders Chhapaak
Delhi High court orders Chhapaak
author img

By

Published : Jan 11, 2020, 3:54 PM IST

Updated : Jan 11, 2020, 4:38 PM IST

নিউ দিল্লি : লক্ষ্মী আগারওয়ালের জীবন অবলম্বনে 'ছপক' । তিনি যাতে সুবিচার পান তার জন্য দীর্ঘ কয়েক বছর লড়াই করেছিলেন আইনজীবী অপর্ণা ভাট । কিন্তু, ছবির ক্রেডিটে নাম দেওয়া হয়নি অপর্ণার । তাই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন তিনি । হাইকোর্ট নির্দেশ দিল যে, অপর্ণাকে ক্রেডিট না দিলে 15 জানুয়ারি থেকে বন্ধ হবে স্ক্রিনিং ।

জাস্টিস প্রতিভাা এম সিং এই নির্দেশ দিয়েছেন । মাল্টিপ্লেক্স ও লাইভ স্ট্রিমিং অ্যাপগুলোর জন্য নির্দেশটি কার্যকরী হবে 15 জানুয়ারি থেকে এবং অন্যান্য প্ল্যাটফর্মের ক্ষেত্রে 17 জানুয়ারি থেকে কার্যকরী হবে । IANS সূত্রে জানা যাচ্ছে এই খবর ।

আরও পড়ুন : 'ছপাক'-এ লক্ষ্মীর আইনজীবীকে ক্রেডিট দেওয়ার নির্দেশ নির্মাতাদের

তবে শুনানি চলাকালীন এই নির্দেশের বিরোধীতা করেন ছবির নির্মাতারা । তারা বলেন যে, অপর্ণা ভাটের আইনত কোনও অধিকার বা কনট্র্যাক্ট নেই ছবিতে ক্রেডিট দাবী করার । তিনি কনসাল্টেশন, ইনপুট বা ডকুমেন্ট কোনও কিছু দিয়েই সাহায্য করেননি এই ছবিতে ।

হাইকোর্টের এই নির্দেশে খুশি অপর্ণা । ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি তাঁর অনুভূতি প্রকাশ করেছেন । দেখে নিন তাঁর পোস্ট...

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

নিউ দিল্লি : লক্ষ্মী আগারওয়ালের জীবন অবলম্বনে 'ছপক' । তিনি যাতে সুবিচার পান তার জন্য দীর্ঘ কয়েক বছর লড়াই করেছিলেন আইনজীবী অপর্ণা ভাট । কিন্তু, ছবির ক্রেডিটে নাম দেওয়া হয়নি অপর্ণার । তাই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন তিনি । হাইকোর্ট নির্দেশ দিল যে, অপর্ণাকে ক্রেডিট না দিলে 15 জানুয়ারি থেকে বন্ধ হবে স্ক্রিনিং ।

জাস্টিস প্রতিভাা এম সিং এই নির্দেশ দিয়েছেন । মাল্টিপ্লেক্স ও লাইভ স্ট্রিমিং অ্যাপগুলোর জন্য নির্দেশটি কার্যকরী হবে 15 জানুয়ারি থেকে এবং অন্যান্য প্ল্যাটফর্মের ক্ষেত্রে 17 জানুয়ারি থেকে কার্যকরী হবে । IANS সূত্রে জানা যাচ্ছে এই খবর ।

আরও পড়ুন : 'ছপাক'-এ লক্ষ্মীর আইনজীবীকে ক্রেডিট দেওয়ার নির্দেশ নির্মাতাদের

তবে শুনানি চলাকালীন এই নির্দেশের বিরোধীতা করেন ছবির নির্মাতারা । তারা বলেন যে, অপর্ণা ভাটের আইনত কোনও অধিকার বা কনট্র্যাক্ট নেই ছবিতে ক্রেডিট দাবী করার । তিনি কনসাল্টেশন, ইনপুট বা ডকুমেন্ট কোনও কিছু দিয়েই সাহায্য করেননি এই ছবিতে ।

হাইকোর্টের এই নির্দেশে খুশি অপর্ণা । ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি তাঁর অনুভূতি প্রকাশ করেছেন । দেখে নিন তাঁর পোস্ট...

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
Intro:Body:

লক্ষ্মীর আইনজীবীকে ক্রেডিট না দিলে বন্ধ 'ছপক' স্ক্রিনিং, নির্দেশ দিল্লি হাইকোর্টের



'ছপক'-এর ক্রেডিটে লক্ষ্মী আগারওয়ালের আইনজীবী অপর্ণা ভাটের নাম না থাকলে বন্ধ করা হবে 'ছপক'-এর স্ক্রিনিং । নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট ।



নিউ দিল্লি : লক্ষ্মী আগারওয়ালের জীবন অবলম্বনে 'ছপক' । তিনি যাতে সুবিচার পান তার জন্য দীর্ঘ কয়েক বছর লড়াই করেছিলেন আইনজীবী অপর্ণা ভাট । কিন্তু, ছবির ক্রেডিটে নাম দেওয়া হয়নি অপর্ণার । তাই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন তিনি । হাইকোর্ট নির্দেশ দিল যে, অপর্ণাকে ক্রেডিট না দিলে 15 জানুয়ারি থেকে বন্ধ হবে স্ক্রিনিং ।



জাস্টিস প্রতিভাা এম সিং এই নির্দেশ দিয়েছেন । মাল্টিপ্লেক্স ও লাইভ স্ট্রিমিং অ্যাপগুলোর জন্য নির্দেশটি কার্যকরী হবে 15 জানুয়ারি থেকে এবং অন্যান্য প্ল্যাটফর্মের ক্ষেত্রে 17 জানুয়ারি থেকে কার্যকরী হবে ।



তবে শুনানি চলাকালীন এই নির্দেশের বিরোধীতা করেন ছবির নির্মাতারা । তারা বলেন যে, অপর্ণা ভাটের আইনত কোনও অধিকার বা কনট্র্যাক্ট নেই ছবিতে ক্রেডিট দাবী করার । তিনি কনসাল্টেশন, ইনপুট বা ডকুমেন্ট কোনও কিছু দিয়েই সাহায্য করেননি এই ছবিতে ।



হাইকোর্টের এই নির্দেশে খুশি অপর্ণা । ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি তাঁর অনুভূতি প্রকাশ করেছেন ।



   


Conclusion:
Last Updated : Jan 11, 2020, 4:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.