ETV Bharat / sitara

মানুষের মস্তিষ্কের চেয়ে বড় রহস্য আছে ? উত্তর খুঁজবে 'চেহরে' - অমিতাভ বচ্চনের খবর

মুক্তি পেল অমিতাভ বচ্চন ও ইমরান হাশমি অভিনীত 'চেহরে'-র টিজ়ার । 45 সেকেন্ডের টিজ়ারেই রহস্যের যথেষ্ট উপাদান মজুত ।

'Chehre' teaser starring amitabh and emraan
'Chehre' teaser starring amitabh and emraan
author img

By

Published : Mar 11, 2021, 3:24 PM IST

মুম্বই : রমকম ছেড়ে এখন থ্রিলারেই মন মজেছে ভারতীয় দর্শকের । তাই বেশিরভাগ সিনেমার বিষয়বস্তুতে জায়গা করে নিয়েছে রহস্য, হত্যা, মানসিক জটিলতা । 'চেহরে'-ও তার ব্যতিক্রম নয় । মুক্তি পেল ছবিটির টিজ়ার ।

অমিতাভ বচ্চন আর ইমরান হাশমির ফার্স্টলুক প্রকাশ্যে আসার পরেই বোঝা গেছিল যে আলো-আঁধারিতে ঘেরা এই ছবির প্লট । টিজ়ারে তার প্রমাণ পাওয়া গেল ।

মুখ না মুখোশ, কোনটা সত্যি ? মানুষের চেহারার আড়ালে লুকিয়ে থাকা মনস্তত্বের গভীরে ঢোকার চেষ্টা করেছে রুমি জ়াফরি পরিচালিত 'চেহরে' । অন্নু কাপুর, অমিতাভ, ইমরানের হিমশীতল কণ্ঠে টিজ়ারটি যেন আরও আকর্ষণীয় হয়ে উঠেছে ।

দেখে নিন...

শোনা গেছিল রিয়া চক্রবর্তী রয়েছেন এই ছবিতে । তাঁর ফার্স্টলুকও মুক্তি পেয়ে গেছিল । তবে আজ তিনি এই ছবি থেকে অনেক দূরে । তাঁর পরিবর্তে কাস্ট করা হয়েছে ক্রিস্টিল ডিসুজ়া । হয়তো সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার জেরেই এই সিদ্ধান্ত নির্মাতাদের ।

আগামী 9 এপ্রিল সিনেমাহলে মুক্তি পাচ্ছে 'চেহরে' ।

মুম্বই : রমকম ছেড়ে এখন থ্রিলারেই মন মজেছে ভারতীয় দর্শকের । তাই বেশিরভাগ সিনেমার বিষয়বস্তুতে জায়গা করে নিয়েছে রহস্য, হত্যা, মানসিক জটিলতা । 'চেহরে'-ও তার ব্যতিক্রম নয় । মুক্তি পেল ছবিটির টিজ়ার ।

অমিতাভ বচ্চন আর ইমরান হাশমির ফার্স্টলুক প্রকাশ্যে আসার পরেই বোঝা গেছিল যে আলো-আঁধারিতে ঘেরা এই ছবির প্লট । টিজ়ারে তার প্রমাণ পাওয়া গেল ।

মুখ না মুখোশ, কোনটা সত্যি ? মানুষের চেহারার আড়ালে লুকিয়ে থাকা মনস্তত্বের গভীরে ঢোকার চেষ্টা করেছে রুমি জ়াফরি পরিচালিত 'চেহরে' । অন্নু কাপুর, অমিতাভ, ইমরানের হিমশীতল কণ্ঠে টিজ়ারটি যেন আরও আকর্ষণীয় হয়ে উঠেছে ।

দেখে নিন...

শোনা গেছিল রিয়া চক্রবর্তী রয়েছেন এই ছবিতে । তাঁর ফার্স্টলুকও মুক্তি পেয়ে গেছিল । তবে আজ তিনি এই ছবি থেকে অনেক দূরে । তাঁর পরিবর্তে কাস্ট করা হয়েছে ক্রিস্টিল ডিসুজ়া । হয়তো সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার জেরেই এই সিদ্ধান্ত নির্মাতাদের ।

আগামী 9 এপ্রিল সিনেমাহলে মুক্তি পাচ্ছে 'চেহরে' ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.