মুম্বই 17 মার্চ : আবার উসকে দিল পুরোনো জল্পনা ৷ এতোদিন ধরে দর্শক জানতে ব্যগ্র হয়ে বসে আছে 'চেহরে' ছবিতে রিহাকে দেখাযাবে কি না ৷ আর সেই কারণেই এবার ওই একই প্রশ্নের সম্মুখীন হতে হল ছবির প্রযোজক আনন্দ পন্ডিতকে ৷
কিন্তু আনন্দ পন্ডিত বিশেষ কিছু বলেননি এই বিষয়ে ৷ তিনি জানান কেবলমাত্র উপযুক্ত সময় এলেই তিনি উত্তর দেবেন এই প্রশ্নের ৷ তবে আগামীকালই প্রকাশ পাচ্ছে ছবির ট্রেলার ৷ এখন দেখার এটাই যে,সেই ট্রেলারে রিহাকে দেখাযায় কিনা ৷
তবে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ও পরে ড্রাগস কান্ড নিয়ে বেশ গম্ভীর অবস্থা বলিউডের ৷ আর তাঁতে রিহা যেভাবে জড়িয়ে পড়েছিলেন,সেই অবস্থা থেকে নতুন ছন্দে ফিরতে চাইছেন তিনি ৷
কিন্তু এই ছবিতে রিহাকে নিয়ে নানা মহলে জল ঘোলা হলেও এবিষয়ে কোনও দ্বিমত নেই যে ছবিতে দেখা যেতে চলেছে অমিতাভ বচ্চন,ইমরান হাসমির মতন প্রথম সারির বলিউড অভিনেতাদের ৷ 9 এপ্রিল মুক্তি পাবে এই ছবি ৷ আর ওইদিনই দর্শক পেয়ে যাবেন তাঁদের উত্তর ৷