মুম্বই : সইফ আলি খানের পরবর্তী ওয়েব সিরিজ় 'তাণ্ডব'। কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে সিরিজ়ের টিজ়ার । আর এবার প্রকাশ্যে এল সিরিজ়ের পোস্টার । তবে একটি পোস্টার নয় । আসলে সিরিজ়ের মুখ্য চরিত্রে অভিনয় করা তারকাদের লুকই তুলে ধরা হয়েছে ভিন্ন ভিন্ন পোস্টারে ।
ভারতের রাজনীতির উপরই তৈরি এই সিরিজ় । যেখানে প্রধানমন্ত্রীকে দেশের রাজা হিসেবে দেখানো হয়েছে । আর এই দেশে রাজনীতি কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই ছবি ফুটে উঠবে 9টি এপিসোডের এই সিরিজ়ে ।
যেখানে প্রতিটা মুহূর্তে থাকবে টুইস্ট । পরতে পরতে মিশে থাকবে রাজনীতির খেলা । অবশ্য শেষ হাসি কে হাসবে তা জানা যাবে সিরিজ় দেখার পর । 15 জানুয়ারি অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পাবে সিরিজ়টি ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
পোস্টারে সইফকে এক নেতার চরিত্রে দেখা গিয়েছে । জনগণের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন তিনি । আর পোস্টারের নিচে লেখা, "রাজনীতিতে একটাই সম্পর্ক হয়, গদির সঙ্গে ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
পরবর্তী পোস্টারে দেখা গিয়েছে ডিম্পল কাপাডিয়াকে । সেখানে লেখা, "রাজনীতিতে সবাইকে একবার করেই সুযোগ দেওয়া হয় ।" এরপর তৃতীয় পোস্টারে তুলে ধরা হয়েছে জিশান আয়ুব ও কৃতিকা কামরাকে । আর শেষ পোস্টারে দেখা গিয়েছে সুনীল গ্রোভারকে । সেখালে লেখা, "সঠিক আর ভুলের মাঝে রয়েছে রাজনীতি"। আসলে রাজনীতি সম্পর্কে যে সবার আলাদা আলাদা ধারণা রয়েছে সেটাই তুলে ধরা হয়েছে পোস্টারে ।