ETV Bharat / sitara

ফের সুশান্তের ফ্ল্যাটে CBI, দেখুন ভিডিয়ো.. - সুশান্তের ফ্ল্যাটে CBI

ফের সুশান্ত সিং রাজপুতের ফ্ল্যাটে CBI-এর আগমন । এদিকে CBI-এর আর একটি টিম রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই শোভিককে জেরা করছে DRDO অফিসে ।

sushant singh rajput case
sushant singh rajput case
author img

By

Published : Aug 31, 2020, 5:49 PM IST

মুম্বই : সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটে ফের CBI-এর আগমন । এর আগে 22 অগাস্টের সকালে অভিনেতার ফ্ল্যাটে গিয়েছিলেন তদন্তকারী অফিসাররা । আবার 9 দিনের মাথায় সেখানে তাঁরা ।

এটাই সেই ফ্ল্যাট, যেখান থেকে 14 জুন অভিনেতার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় । 22 অগাস্ট সুশান্তের রাঁধুনি নীরজ আর ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানিকে সঙ্গে করে সেখানে যায় CBI । 14 জুন দিনটাকে অফিসারদের সামনে রিক্রিয়েট করা হয় সেদিন ।

আজ অর্থাৎ 31 অগাস্ট সুশান্তের বাড়ি থেকে বেরোনোর সময় ক্যামেরাবন্দি করা গেল CBI অফিসারদের । দেখে নিন ভিডিয়ো...

সৌজন্যে ANI

এদিকে CBI-এর আর একটি টিম DRDO গেস্ট হাউজ়ে মামলার মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই শোভিক চক্রবর্তীকে জেরা করছে । লাগাতারভাবে রিয়াকে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ।

মুম্বই : সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটে ফের CBI-এর আগমন । এর আগে 22 অগাস্টের সকালে অভিনেতার ফ্ল্যাটে গিয়েছিলেন তদন্তকারী অফিসাররা । আবার 9 দিনের মাথায় সেখানে তাঁরা ।

এটাই সেই ফ্ল্যাট, যেখান থেকে 14 জুন অভিনেতার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় । 22 অগাস্ট সুশান্তের রাঁধুনি নীরজ আর ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানিকে সঙ্গে করে সেখানে যায় CBI । 14 জুন দিনটাকে অফিসারদের সামনে রিক্রিয়েট করা হয় সেদিন ।

আজ অর্থাৎ 31 অগাস্ট সুশান্তের বাড়ি থেকে বেরোনোর সময় ক্যামেরাবন্দি করা গেল CBI অফিসারদের । দেখে নিন ভিডিয়ো...

সৌজন্যে ANI

এদিকে CBI-এর আর একটি টিম DRDO গেস্ট হাউজ়ে মামলার মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই শোভিক চক্রবর্তীকে জেরা করছে । লাগাতারভাবে রিয়াকে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.