ETV Bharat / sitara

আজ ফের CBI-এর দরবারে হাজির ইন্দ্রজিৎ - CBI

আজ সকাল সাড়ে 10টা নাগাদ DRDO-র অতিথিশালায় হাজিরা দেন রিয়ার বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী ।

asd
asd
author img

By

Published : Sep 2, 2020, 10:50 AM IST

Updated : Sep 2, 2020, 2:33 PM IST

মুম্বই : আজ ফের DRDO-র অতিথিশালায় হাজিরা দিলেন রিয়া চক্রবর্তীর বাবা ইন্দ্রজিৎ । এনিয়ে দ্বিতীয়বারের জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা ।

কয়েকদিন ধরে রিয়া ও তাঁর ভাই সৌভিককে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা । গত 4 দিনে প্রায় 35 ঘণ্টা রিয়াকে একাধিক বিষয় নিয়ে প্রশ্ন করেছিলেন তদন্তকারীরা । পাঁচদিন ধরে সৌভিকের থেকেও একাধিক প্রশ্নের উত্তর জানতে চান তাঁরা । তবে রিয়ার বাবা ইন্দ্রজিৎ ও মা সন্ধ্যাকে গতকালই প্রথমবার জিজ্ঞাসাবাদ করে CBI ।

গতকাল সকাল 11টা নাগাদ DRDO-র অতিথিশালায় যেখানে CBI আধিকারিকরা রয়েছেন সেখানে পৌঁছান রিয়ার বাবা ও মা । এরপর সন্ধে 7 টা 45 মিনিটে অতিথিশালা থেকে বের হন তাঁরা ।

এরপর আজ সকাল সাড়ে 10টা নাগাদ ফের DRDO-র অতিথিশালায় হাজিরা দেন রিয়ার বাবা ।

পটনায় সুশান্তের বাবা কে কে সিং যে FIR দায়ের করেছিলেন, সেখানে নাম ছিল রিয়ার বাবা-মায়ের । তাঁর ছেলেকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া ও টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলেছিলেন তিনি । তার ভিত্তিতেই গতকাল জিজ্ঞাসাবাদ করা হয় ইন্দ্রজিৎ ও সন্ধ্যাকে ।

দেখুন ভিডিয়ো

অন্যদিকে আজ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) অফিসে হাজিরা দেন সুশান্তের বন্ধু ও বিজ়নেস পার্টনার বরুণ মাথুর । এর আগে গত দু'দিন গোয়ার হোটেল ব্যবসায়ী গৌরব আর্যকে জিজ্ঞাসাবাদ করে ED । রিয়া এবং তাঁর ভাইয়ের সঙ্গে গৌরবের কোনও আর্থিক লেনদেন হয়েছিল কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা ।

মুম্বই : আজ ফের DRDO-র অতিথিশালায় হাজিরা দিলেন রিয়া চক্রবর্তীর বাবা ইন্দ্রজিৎ । এনিয়ে দ্বিতীয়বারের জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা ।

কয়েকদিন ধরে রিয়া ও তাঁর ভাই সৌভিককে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা । গত 4 দিনে প্রায় 35 ঘণ্টা রিয়াকে একাধিক বিষয় নিয়ে প্রশ্ন করেছিলেন তদন্তকারীরা । পাঁচদিন ধরে সৌভিকের থেকেও একাধিক প্রশ্নের উত্তর জানতে চান তাঁরা । তবে রিয়ার বাবা ইন্দ্রজিৎ ও মা সন্ধ্যাকে গতকালই প্রথমবার জিজ্ঞাসাবাদ করে CBI ।

গতকাল সকাল 11টা নাগাদ DRDO-র অতিথিশালায় যেখানে CBI আধিকারিকরা রয়েছেন সেখানে পৌঁছান রিয়ার বাবা ও মা । এরপর সন্ধে 7 টা 45 মিনিটে অতিথিশালা থেকে বের হন তাঁরা ।

এরপর আজ সকাল সাড়ে 10টা নাগাদ ফের DRDO-র অতিথিশালায় হাজিরা দেন রিয়ার বাবা ।

পটনায় সুশান্তের বাবা কে কে সিং যে FIR দায়ের করেছিলেন, সেখানে নাম ছিল রিয়ার বাবা-মায়ের । তাঁর ছেলেকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া ও টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলেছিলেন তিনি । তার ভিত্তিতেই গতকাল জিজ্ঞাসাবাদ করা হয় ইন্দ্রজিৎ ও সন্ধ্যাকে ।

দেখুন ভিডিয়ো

অন্যদিকে আজ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) অফিসে হাজিরা দেন সুশান্তের বন্ধু ও বিজ়নেস পার্টনার বরুণ মাথুর । এর আগে গত দু'দিন গোয়ার হোটেল ব্যবসায়ী গৌরব আর্যকে জিজ্ঞাসাবাদ করে ED । রিয়া এবং তাঁর ভাইয়ের সঙ্গে গৌরবের কোনও আর্থিক লেনদেন হয়েছিল কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা ।

Last Updated : Sep 2, 2020, 2:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.