ETV Bharat / sitara

AIIMS-এর বিশেষজ্ঞ দলের কার্যপদ্ধতি খতিয়ে দেখা উচিত CBI-এর : বিকাশ সিং - CBI

AIIMS-এর রিপোর্ট 'ত্রুটিপূর্ণ' বলে দাবি করে CBI-কে চিঠি দেন সুশান্তের পারিবারিক আইনজীবী বিকাশ সিং । এর কয়েক ঘণ্টা পর গতকাল সাংবাদিক বৈঠক করে AIIMS-এর রিপোর্ট নিয়ে একাধিক প্রশ্ন তোলেন তিনি ।

sdf
sdf
author img

By

Published : Oct 8, 2020, 7:27 AM IST

Updated : Oct 8, 2020, 10:10 AM IST

দিল্লি : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে খুনের তত্ত্ব খারিজ করে দিয়েছে AIIMS । তাদের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, সুশান্ত আত্মহত্যা করেছেন । তাঁকে খুন করা হয়নি । যদিও AIIMS-এর এই তত্ত্ব মানতে নারাজ তাঁর পরিবারের সদস্যরা । এমনকী, AIIMS-এর রিপোর্ট 'ত্রুটিপূর্ণ' বলে দাবি করেছেন তাঁদের পারিবারিক আইনজীবী বিকাশ সিং । সেই মর্মে CBI-কে গতকাল একটি চিঠিও দেন তিনি ।

CBI-কে চিঠি দেওয়ার কয়েক ঘণ্টা পর সাংবাদিক বৈঠক করেন বিকাশ সিং । সেখানে AIIMS-এর রিপোর্ট নিয়ে একাধিক প্রশ্ন তোলেন তিনি । বলেন, "AIIMS-এর বিশেষজ্ঞদের যে দল সুশান্তের ভিসেরা ও ফরেনসিক পরীক্ষা করেছে তাদের কার্যপদ্ধতি খতিয়ে দেখা উচিত CBI-এর । এই সময় ওই চিকিৎসকরা কাদের সঙ্গে দেখা করেছে, কথা বলেছে । এমনকী, সংবাদমাধ্যমকে তারা যে বিবৃতি দিয়েছে তাও খতিয়ে দেখা উচিত । এটা আত্মহত্যা না খুন, সেই উত্তর চিকিৎসকরা দেয় না । এটা তদন্তের মাধ্যমে সামনে আসবে । সেটা পুলিশ বলবে । যে রিপোর্ট তারা CBI-এর হাতে তুলে দিয়েছে সেখানে আঘাত ও হাড় ভাঙার কোনও উল্লেখ নেই । অথচ তারা আগে এগুলি নিয়ে প্রশ্ন তুলেছিল । তারা বলেছিল ভিসেরা নাকি এতটাই শুকিয়ে গিয়েছিল যে তা নিয়ে পরীক্ষা করতে সমস্যা হচ্ছিল । কিন্তু, এইসব কথা রিপোর্টে উল্লেখ নেই । চিকিৎসকরা সংবাদমাধ্যমে এসে প্রকাশ্যে সেই রিপোর্টের কথা উল্লেখ করল । এটা নিয়মবহির্ভূত কাজ । তাদের কাজ আসলে মতামত দেওয়া । সংবাদমাধ্যমে বিবৃতি দেওয়া নয় । CBI-এর এই দিকগুলি খতিয়ে দেখা দরকার ।"

শুনুন বিকাশ সিংয়ের বক্তব্য

19 অগাস্ট সুশান্তের মৃত্যু মামলার তদন্তভার CBI-এর হাতে তুলে দেয় সুপ্রিম কোর্ট । এরপর 20 অগাস্ট থেকে তদন্ত শুরু করে তারা । সেই সময় প্রয়াত অভিনেতার ভিসেরা ও ফরেনসিক পরীক্ষার জন্য AIIMS-এর ফরেনসিক বিভাগের প্রধান সুধীর গুপ্তর নেতৃত্বে বিশেষজ্ঞদের একটি দল তৈরি করা হয় । সব পরীক্ষার পর 3 অক্টোবর চূড়ান্ত রিপোর্ট CBI-এর হাতে তুলে দিয়েছিল এই দল । এরপর সুধীর গুপ্ত বিবৃতি দিয়ে বলেছিলেন, "আমরা চূড়ান্ত রিপোর্ট তৈরি করেছি । এটা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনা । গলায় ফাঁস ছাড়া সুশান্তের শরীরে আর কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি । তাঁর শরীর ও পোশাকে কোনও ধস্তাধস্তির চিহ্নও ছিল না । এমনকী, তাঁর পেটে বিষও পাওয়া যায়নি ।"

যদিও AIIMS-এর এই তত্ত্ব মানতে নারাজ সুশান্তের পরিবার । এরপরই একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে সম্প্রচারিত হয় সুধীর গুপ্তর কথোপকথনের একটি অডিয়ো । যেখানে তিনি সুশান্তের মৃত্যুকে খুন বলে দাবি করেছিলেন । এ প্রসঙ্গে বিকাশ সিং বলেন, "সুধীর গুপ্তর সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল । সুশান্তের মৃতদেহের ছবি আমি তাঁকে পাঠিয়েছিলাম । তখন তিনি বলেছিল এটা 200 শতাংশ শ্বাসরোধ করে খুন । আত্মহত্যা নয় ।" এরপরই AIIMS-এর রিপোর্ট 'ত্রুটিপূর্ণ' বলে দাবি করে CBI-এর কাছে চিঠি পাঠান তিনি । এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি CBI । তবে পরবর্তী তদন্তের জন্য ফের একবার মুম্বই গিয়েছে তারা ।

দিল্লি : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে খুনের তত্ত্ব খারিজ করে দিয়েছে AIIMS । তাদের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, সুশান্ত আত্মহত্যা করেছেন । তাঁকে খুন করা হয়নি । যদিও AIIMS-এর এই তত্ত্ব মানতে নারাজ তাঁর পরিবারের সদস্যরা । এমনকী, AIIMS-এর রিপোর্ট 'ত্রুটিপূর্ণ' বলে দাবি করেছেন তাঁদের পারিবারিক আইনজীবী বিকাশ সিং । সেই মর্মে CBI-কে গতকাল একটি চিঠিও দেন তিনি ।

CBI-কে চিঠি দেওয়ার কয়েক ঘণ্টা পর সাংবাদিক বৈঠক করেন বিকাশ সিং । সেখানে AIIMS-এর রিপোর্ট নিয়ে একাধিক প্রশ্ন তোলেন তিনি । বলেন, "AIIMS-এর বিশেষজ্ঞদের যে দল সুশান্তের ভিসেরা ও ফরেনসিক পরীক্ষা করেছে তাদের কার্যপদ্ধতি খতিয়ে দেখা উচিত CBI-এর । এই সময় ওই চিকিৎসকরা কাদের সঙ্গে দেখা করেছে, কথা বলেছে । এমনকী, সংবাদমাধ্যমকে তারা যে বিবৃতি দিয়েছে তাও খতিয়ে দেখা উচিত । এটা আত্মহত্যা না খুন, সেই উত্তর চিকিৎসকরা দেয় না । এটা তদন্তের মাধ্যমে সামনে আসবে । সেটা পুলিশ বলবে । যে রিপোর্ট তারা CBI-এর হাতে তুলে দিয়েছে সেখানে আঘাত ও হাড় ভাঙার কোনও উল্লেখ নেই । অথচ তারা আগে এগুলি নিয়ে প্রশ্ন তুলেছিল । তারা বলেছিল ভিসেরা নাকি এতটাই শুকিয়ে গিয়েছিল যে তা নিয়ে পরীক্ষা করতে সমস্যা হচ্ছিল । কিন্তু, এইসব কথা রিপোর্টে উল্লেখ নেই । চিকিৎসকরা সংবাদমাধ্যমে এসে প্রকাশ্যে সেই রিপোর্টের কথা উল্লেখ করল । এটা নিয়মবহির্ভূত কাজ । তাদের কাজ আসলে মতামত দেওয়া । সংবাদমাধ্যমে বিবৃতি দেওয়া নয় । CBI-এর এই দিকগুলি খতিয়ে দেখা দরকার ।"

শুনুন বিকাশ সিংয়ের বক্তব্য

19 অগাস্ট সুশান্তের মৃত্যু মামলার তদন্তভার CBI-এর হাতে তুলে দেয় সুপ্রিম কোর্ট । এরপর 20 অগাস্ট থেকে তদন্ত শুরু করে তারা । সেই সময় প্রয়াত অভিনেতার ভিসেরা ও ফরেনসিক পরীক্ষার জন্য AIIMS-এর ফরেনসিক বিভাগের প্রধান সুধীর গুপ্তর নেতৃত্বে বিশেষজ্ঞদের একটি দল তৈরি করা হয় । সব পরীক্ষার পর 3 অক্টোবর চূড়ান্ত রিপোর্ট CBI-এর হাতে তুলে দিয়েছিল এই দল । এরপর সুধীর গুপ্ত বিবৃতি দিয়ে বলেছিলেন, "আমরা চূড়ান্ত রিপোর্ট তৈরি করেছি । এটা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনা । গলায় ফাঁস ছাড়া সুশান্তের শরীরে আর কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি । তাঁর শরীর ও পোশাকে কোনও ধস্তাধস্তির চিহ্নও ছিল না । এমনকী, তাঁর পেটে বিষও পাওয়া যায়নি ।"

যদিও AIIMS-এর এই তত্ত্ব মানতে নারাজ সুশান্তের পরিবার । এরপরই একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে সম্প্রচারিত হয় সুধীর গুপ্তর কথোপকথনের একটি অডিয়ো । যেখানে তিনি সুশান্তের মৃত্যুকে খুন বলে দাবি করেছিলেন । এ প্রসঙ্গে বিকাশ সিং বলেন, "সুধীর গুপ্তর সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল । সুশান্তের মৃতদেহের ছবি আমি তাঁকে পাঠিয়েছিলাম । তখন তিনি বলেছিল এটা 200 শতাংশ শ্বাসরোধ করে খুন । আত্মহত্যা নয় ।" এরপরই AIIMS-এর রিপোর্ট 'ত্রুটিপূর্ণ' বলে দাবি করে CBI-এর কাছে চিঠি পাঠান তিনি । এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি CBI । তবে পরবর্তী তদন্তের জন্য ফের একবার মুম্বই গিয়েছে তারা ।

Last Updated : Oct 8, 2020, 10:10 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.