মুম্বই : সুশান্ত সিং রাজপুতের দুই দিদি এবং এক চিকিৎসক সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে FIR দায়ের করেছিলেন রিয়া চক্রবর্তী । সূত্রের খবর, এবার সেই FIR নিয়ে আইনি পরামর্শ চেয়েছে CBI ।
চলতি মাসের শুরুর দিকেই বান্দ্রা থানায় সুশান্তের দুই দিদি প্রিয়াঙ্কা ও নিতু এবং দিল্লির আরএমএল হাসপাতালের চিকিৎসক তরুণ কুমারের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন রিয়া । ভারতীয় দণ্ডবিধি, নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রফিক সাবসট্যান্সেস অ্যাক্ট ও টেলিমেডিসিন প্র্যাকটিস গাইডলাইন্স অনুযায়ী তাঁদের বিরুদ্ধে FIR দায়ের করা হয় ।
রিয়ার অভিযোগ, তরুণ কুমারের দেওয়া একটি প্রেসক্রিপশন সুশান্তকে পাঠিয়েছিলেন প্রিয়াঙ্কা । সুশান্তকে না দেখে, তাঁর সঙ্গে কথা না বলে সমস্যার কথা না জেনে কীভাবে ওই চিকিৎসক ওষুধ লিখে দিয়েছিলেন তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রিয়া । এরপরই সুশান্তের দুই দিদি ও ওই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ জানান তিনি । তার ভিত্তিতে FIR দায়ের করা হয় ।
আরও পড়ুন : সুশান্তের দিদির বিরুদ্ধে মুম্বই পুলিশে অভিযোগ রিয়ার
সূত্রের খবর, খুব শীঘ্রই ওই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে CBI । যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে । যদিও শোনা যাচ্ছে, সেই FIR নিয়ে আইনি পরামর্শ চেয়েছে তারা ।
19 অগাস্ট সুশান্ত মৃত্যু মামলার তদন্ত CBI-এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট । সেই মতো তদন্ত শুরু করেছিল CBI । ইতিমধ্যেই রিয়া সহ তাঁর ভাই সৌভিক, বাবা ইন্দ্রজিৎ, সুশান্তের সহকারী স্যামুয়েল মিরান্ডা, ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানি, প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদি, পরিচারক দীপেশ সাওয়ান্ত, রাঁধুনি নীরজ সিং সহ আরও অনেককেই জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা ।
এদিকে মাদক যোগের অভিযোগে রিয়া, সৌভিক, স্যামুয়েল ও দীপেশকে গ্রেপ্তার করেছে নারকোটিকস কন্ট্রোল বিওরো (NCB)।