ETV Bharat / sitara

জিজ্ঞাসাবাদ রাঁধুনিকে ; সুশান্ত মামলায় তৎপর CBI - সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত

CBI-র টিমে রয়েছে ফরেনসিক বিশেষজ্ঞরাও । তাঁরা আজ প্রয়াত অভিনেতার বাড়িতে যাবেন বলে জানা গেছে ।

Sushant Singh Rajput case
সুশান্ত
author img

By

Published : Aug 21, 2020, 1:30 PM IST

মুম্বই, 21 অগাস্ট : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে গতকালই মুম্বই পৌঁছেছে CBI-র বিশেষ তদন্তকারী দল । আজ সকালে তিনটি দলে ভাগ হয়ে মামলার তদন্ত শুরু করেছে তারা । CBI-র SP নূপুর প্রসাদের নেতৃত্বে একটি টিম আজ সকালে বান্দ্রা-র DCP অভিষেক ত্রিমুখের সঙ্গে বৈঠক করে । পরে সুশান্তের এক ব্যক্তিগত কর্মীকেও জিজ্ঞাসাবাদ করে ।

সূত্রের খবর, আজ শুরুতেই প্রায় 30 মিনিট অভিষেক ত্রিমুখের সঙ্গে কথা হয় CBI-র একটি টিমের । সেখান থেকে বেশ কিছু ফাইল এবং ল্যাপটপ নিয়ে বার হতে দেখা যায় তাঁদের । DCP-র অফিস থেকে পায়ে হেঁটে বান্দ্রা পুলিশ স্টেশন পৌঁছায় দলটি । সেখানে এই মামলার IO-র সঙ্গে কথা বলছেন তাঁরা ।

অন্যদিকে, সুশান্তের রাঁধুনিকেও আজ জিজ্ঞাসাবাদ করে CBI-র অন্য একটি দল । সুশান্তের মৃত্যুর অন্যতম প্রত্যক্ষদর্শী তিনি ৷ তাঁকে এই মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী মনে করা হচ্ছে ৷

তিনটি দলের মধ্যে বাকি আর একটি দল সুশান্তের ওই ব্যক্তিগত কর্মচারীকে সান্তাক্রুজ়ে DRDO-র অফিসে জিজ্ঞাসাবাদ করে ।

আরও পড়ুন : সুশান্তের বাড়ি ছাড়ার পর মহেশ ভাটকে কী মেসেজ করেছিলেন রিয়া ?

CBI-র টিমে রয়েছে ফরেন্সিক বিশেষজ্ঞরাও । তাঁরা আজ প্রয়াত অভিনেতার বাড়িতে যাবেন বলে জানা গেছে ।

আরও পড়ুন : 'কেদারনাথ'-এর প্রোমোশনে সারার প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন সুশান্ত ?

বুধবারই সুশান্ত মামলার তদন্ত CBI-র হাতে স্থানান্তরিত করার নির্দেশ দেয় শীর্ষ আদালত । সেই মতো তদন্তভার গ্রহণ করে CBI ।

মুম্বই, 21 অগাস্ট : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে গতকালই মুম্বই পৌঁছেছে CBI-র বিশেষ তদন্তকারী দল । আজ সকালে তিনটি দলে ভাগ হয়ে মামলার তদন্ত শুরু করেছে তারা । CBI-র SP নূপুর প্রসাদের নেতৃত্বে একটি টিম আজ সকালে বান্দ্রা-র DCP অভিষেক ত্রিমুখের সঙ্গে বৈঠক করে । পরে সুশান্তের এক ব্যক্তিগত কর্মীকেও জিজ্ঞাসাবাদ করে ।

সূত্রের খবর, আজ শুরুতেই প্রায় 30 মিনিট অভিষেক ত্রিমুখের সঙ্গে কথা হয় CBI-র একটি টিমের । সেখান থেকে বেশ কিছু ফাইল এবং ল্যাপটপ নিয়ে বার হতে দেখা যায় তাঁদের । DCP-র অফিস থেকে পায়ে হেঁটে বান্দ্রা পুলিশ স্টেশন পৌঁছায় দলটি । সেখানে এই মামলার IO-র সঙ্গে কথা বলছেন তাঁরা ।

অন্যদিকে, সুশান্তের রাঁধুনিকেও আজ জিজ্ঞাসাবাদ করে CBI-র অন্য একটি দল । সুশান্তের মৃত্যুর অন্যতম প্রত্যক্ষদর্শী তিনি ৷ তাঁকে এই মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী মনে করা হচ্ছে ৷

তিনটি দলের মধ্যে বাকি আর একটি দল সুশান্তের ওই ব্যক্তিগত কর্মচারীকে সান্তাক্রুজ়ে DRDO-র অফিসে জিজ্ঞাসাবাদ করে ।

আরও পড়ুন : সুশান্তের বাড়ি ছাড়ার পর মহেশ ভাটকে কী মেসেজ করেছিলেন রিয়া ?

CBI-র টিমে রয়েছে ফরেন্সিক বিশেষজ্ঞরাও । তাঁরা আজ প্রয়াত অভিনেতার বাড়িতে যাবেন বলে জানা গেছে ।

আরও পড়ুন : 'কেদারনাথ'-এর প্রোমোশনে সারার প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন সুশান্ত ?

বুধবারই সুশান্ত মামলার তদন্ত CBI-র হাতে স্থানান্তরিত করার নির্দেশ দেয় শীর্ষ আদালত । সেই মতো তদন্তভার গ্রহণ করে CBI ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.