মুম্বই : প্রমাণের অভাবে অভিনেতা অলোক নাথের বিরুদ্ধে ধর্ষণের মামলা বন্ধ করে দিতে পারে পুলিশ । দেশে 'মি টু' আন্দোলন চলাকালীন টেলিভিশন স্ক্রিনরাইটার ও প্রোডিউসার বিন্তা নন্দ তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছিলেন । 2018-র অক্টোবরে তিনি তাঁর অভিযোগ সোশাল মিডিয়ায় শেয়ার করেছিলেন ।
সোশাল মিডিয়ায় নিজের হয়রানির অভিজ্ঞতা শেয়ার করার পর বিন্তা অলোক নাথের বিরুদ্ধে ওশিওয়ারা থানায় অভিযোগ দায়ের করেন । তার একমাস পর অলোক নাথের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয় । নতুন রিপোর্ট অনুযায়ী, পর্যাপ্ত প্রমাণ না থাকায় এই মামলা বন্ধ করে দিতে পারে ওশিওয়ারা পুলিশ ।
একটি সংবাদমাধ্যমকে একজন পুলিশ আধিকারিক বলেন, "আমরা ভিকটিমের বিস্তারিত স্টেটমেন্ট রেকর্ড করেছি । দু'জন সাক্ষীকে অনেকবার থানাতে আসতে বলা হয়েছিল । কিন্তু তারা এখনও কোনও স্টেটমেন্ট দেয়নি ।"
মামলা বন্ধের ব্যাপারে বিন্তার উকিল ধ্রুতি কাপাডিয়া বলেন, "পুলিশ নিজেদের পরিকল্পনা অনুযায়ী যা করছে করুক । আমরাও সেই অনুযায়ী এগিয়ে যাব ।"
1990 সালে 'তারা' ধারাবাহিকে মুখ্য চরিত্রে ছিলেন অলোক নাথ । ধারাবাহিকটির শুটিংয়ের সময় এই ঘটনা ঘটে বলে অভিযোগ বিন্তার ।
প্রতিবাদে বিন্তার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন অলোক নাথ । সঙ্গে তাঁর কাছে ক্ষমা চেয়ে একটি চিঠি ও এক টাকার মনিটারি কমপেনসেশনের দাবি করেছেন অভিনেতা ।