ETV Bharat / sitara

কেক খেয়ে আবেগপ্রবণ কুণাল

author img

By

Published : Jul 2, 2020, 8:42 PM IST

ইনস্টাগ্রামে কেক খাওয়ার ভিডিয়ো পোস্ট করেন কুণাল । তা আদতে ছবির দৃশ্য । সেখানে কেকে কামড় বসানোর সঙ্গে সঙ্গেই কাঁদতে দেখা গিয়েছে তাঁকে ।

ad
ads

মুম্বই : 1998 হোক বা 2008, কেক খেয়ে সব সময়ই আবেগতাড়িত হয়ে পড়েন কুণাল খেমু । কেক খাওয়ার সঙ্গে সঙ্গেই কেঁদে ফেলেন তিনি । অবাক লাগলেও এটাই সত্যি । সম্প্রতি এই সংক্রান্ত একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেতা ।

ইনস্টাগ্রামে দুটি ভিডিয়োকে একসঙ্গে জুড়ে একটি ভিডিয়ো তৈরি করেন কুণাল । সেখানে প্রথম ভিডিয়োতে শিশু শিল্পী হিসেবে দেখা গিয়েছে তাঁকে । আর ভিডিয়োর শেষের দিকে 2008-এ মুক্তি পাওয়া 'সুপারস্টার' ছবির একটা অংশ তুলে ধরেছেন । দুটি ভিডিয়োতেই কেকে কামড় বসানোর সঙ্গে সঙ্গেই কাঁদতে দেখা গিয়েছে তাঁকে । এক হাতে কেক ধরে রয়েছেন, আর এক হাত দিয়ে মুছছেন চোখের জল ।

ভিডিয়োর ক্যাপশনে লেখেন, "কেক সব সময় আমাকে আবেগতাড়িত করে তোলে । সেটা 1998 সাল হোক বা 2008 ।"

শিশুশিল্পী হিসেবে 'স্যার', 'রাজা হিন্দুস্তানি', 'জ়খম', 'ভাই', 'হাম হ্যায় রাহি পেয়ার কে' ও 'দুসমন' ছবিতে কাজ করেছিলেন কুণাল । 2005 সালে 'কলিযুগ' ছবির মাধ্যমে প্রথমবার মুখ্য চরিত্রে অভিনয় করেন তিনি ।

শেষবার 'মলঙ্গ' ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল কুণালকে । সেখানে দিশা পাটানি, অনিল কাপুর ও আদিত্য রয় কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি । তাঁর পরবর্তী ছবি 'লুটকেস'। মুক্তি পাবে ডিজিটাল প্ল্যাটফর্মে । এছাড়া ওয়েব সিরিজ় 'অভয়'-এর দ্বিতীয় সিজ়নেও দেখা যাবে তাঁকে ।

মুম্বই : 1998 হোক বা 2008, কেক খেয়ে সব সময়ই আবেগতাড়িত হয়ে পড়েন কুণাল খেমু । কেক খাওয়ার সঙ্গে সঙ্গেই কেঁদে ফেলেন তিনি । অবাক লাগলেও এটাই সত্যি । সম্প্রতি এই সংক্রান্ত একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেতা ।

ইনস্টাগ্রামে দুটি ভিডিয়োকে একসঙ্গে জুড়ে একটি ভিডিয়ো তৈরি করেন কুণাল । সেখানে প্রথম ভিডিয়োতে শিশু শিল্পী হিসেবে দেখা গিয়েছে তাঁকে । আর ভিডিয়োর শেষের দিকে 2008-এ মুক্তি পাওয়া 'সুপারস্টার' ছবির একটা অংশ তুলে ধরেছেন । দুটি ভিডিয়োতেই কেকে কামড় বসানোর সঙ্গে সঙ্গেই কাঁদতে দেখা গিয়েছে তাঁকে । এক হাতে কেক ধরে রয়েছেন, আর এক হাত দিয়ে মুছছেন চোখের জল ।

ভিডিয়োর ক্যাপশনে লেখেন, "কেক সব সময় আমাকে আবেগতাড়িত করে তোলে । সেটা 1998 সাল হোক বা 2008 ।"

শিশুশিল্পী হিসেবে 'স্যার', 'রাজা হিন্দুস্তানি', 'জ়খম', 'ভাই', 'হাম হ্যায় রাহি পেয়ার কে' ও 'দুসমন' ছবিতে কাজ করেছিলেন কুণাল । 2005 সালে 'কলিযুগ' ছবির মাধ্যমে প্রথমবার মুখ্য চরিত্রে অভিনয় করেন তিনি ।

শেষবার 'মলঙ্গ' ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল কুণালকে । সেখানে দিশা পাটানি, অনিল কাপুর ও আদিত্য রয় কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি । তাঁর পরবর্তী ছবি 'লুটকেস'। মুক্তি পাবে ডিজিটাল প্ল্যাটফর্মে । এছাড়া ওয়েব সিরিজ় 'অভয়'-এর দ্বিতীয় সিজ়নেও দেখা যাবে তাঁকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.