ETV Bharat / sitara

জামিন পেলেন রিয়া

রিয়া চক্রবর্তীকে জামিন দিল বম্বে হাইকোর্ট । যদিও তাঁর ভাই সৌভিকের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত ।

asd
sad
author img

By

Published : Oct 7, 2020, 11:20 AM IST

Updated : Oct 7, 2020, 12:02 PM IST

মুম্বই : অবশেষে জামিন পেলেন রিয়া চক্রবর্তী । প্রায় এক মাস বাইকুল্লা জেলে ছিলেন তিনি । আজ 1 লাখ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করে বম্বে হাইকোর্ট । তবে পাসপোর্ট জমা রাখতে হবে রিয়াকে । এমনকী, মহারাষ্ট্র পুলিশের অনুমতি ছাড়া মুম্বই ছাড়তে পারবেন না তিনি । 10 দিন মুম্বই পুলিশের কাছে হাজিরাও দিতে হবে তাঁকে । যদিও তাঁর ভাই সৌভিকের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত ।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার তদন্তের সময় মাদক যোগের ইঙ্গিত পান তদন্তকারীরা । তখন রিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করে নারকোটিকস কন্ট্রোল বিওরো (NCB)। এরপর মাদক যোগের অভিযোগে 4 সেপ্টেম্বর সৌভিক ও সুশান্তের সহকারী স্যামুয়েল মিরান্ডাকে গ্রেপ্তার করে তারা । 5 সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয় সুশান্তের পরিচারক দীপেশ সাওয়ান্তকে । এর মধ্যে NCB-র জালে ধরা পড়ে একাধিক মাদক পাচারকারীও । টানা তিনদিন জিজ্ঞাসাবাদের পর 8 সেপ্টেম্বর মাদক যোগের অভিযোগে গ্রেপ্তার করা হয় রিয়াকে ।

যদিও মাদক যোগের কথা অস্বীকার করেন রিয়া । বরং জিজ্ঞাসাবাদের সময় জোর করে তাঁকে মাদক যোগের কথা স্বীকার করতে বলা হয়েছিল বলে দাবি করেন তিনি । আর সেই দাবি জানিয়ে জামিনের জন্য সেশন কোর্টে আবেদন করেন তাঁর আইনজীবী সতীশ মানশিন্দে । যদিও সেই জামিনের আবেদন খারিজ করে রিয়াকে 14দিন বিচারবিভাগীয় হেপাজতে থাকার নির্দেশ দেয় আদালত । এরপর 9 সেপ্টেম্বর বিশেষ আদালতে ফের জামিনের জন্য আবেদন জানান অভিনেত্রী, তাঁর ভাই ও বাকি অভিযুক্তরা । বিশেষ আদালতও তাঁদের জামিনের আবেদন খারিজ করে দেয় । এরই মধ্যে বম্বে হাইকোর্টে আবেদন করেন রিয়া, তাঁর ভাই সহ বাকি অভিযুক্তরা ।

এদিকে বিচারবিভাগীয় হেপাজতের মেয়াদ শেষ হওয়ায় গতকাল বিশেষ আদালতে পেশ করা হয়েছিল রিয়া সহ বাকিদের । 20 অক্টোবর পর্যন্ত তাঁদের ফের জেলে থাকার নির্দেশ দেয় আদালত । তারই মাঝে আজ সর্তসাপেক্ষে রিয়ার জামিনের আবেদন মঞ্জুর করে হাইকোর্ট । পাশাপাশি স্যামুয়েল ও দীপেশকেও জামিন দেওয়া হয়েছে ।

মুম্বই : অবশেষে জামিন পেলেন রিয়া চক্রবর্তী । প্রায় এক মাস বাইকুল্লা জেলে ছিলেন তিনি । আজ 1 লাখ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করে বম্বে হাইকোর্ট । তবে পাসপোর্ট জমা রাখতে হবে রিয়াকে । এমনকী, মহারাষ্ট্র পুলিশের অনুমতি ছাড়া মুম্বই ছাড়তে পারবেন না তিনি । 10 দিন মুম্বই পুলিশের কাছে হাজিরাও দিতে হবে তাঁকে । যদিও তাঁর ভাই সৌভিকের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত ।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার তদন্তের সময় মাদক যোগের ইঙ্গিত পান তদন্তকারীরা । তখন রিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করে নারকোটিকস কন্ট্রোল বিওরো (NCB)। এরপর মাদক যোগের অভিযোগে 4 সেপ্টেম্বর সৌভিক ও সুশান্তের সহকারী স্যামুয়েল মিরান্ডাকে গ্রেপ্তার করে তারা । 5 সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয় সুশান্তের পরিচারক দীপেশ সাওয়ান্তকে । এর মধ্যে NCB-র জালে ধরা পড়ে একাধিক মাদক পাচারকারীও । টানা তিনদিন জিজ্ঞাসাবাদের পর 8 সেপ্টেম্বর মাদক যোগের অভিযোগে গ্রেপ্তার করা হয় রিয়াকে ।

যদিও মাদক যোগের কথা অস্বীকার করেন রিয়া । বরং জিজ্ঞাসাবাদের সময় জোর করে তাঁকে মাদক যোগের কথা স্বীকার করতে বলা হয়েছিল বলে দাবি করেন তিনি । আর সেই দাবি জানিয়ে জামিনের জন্য সেশন কোর্টে আবেদন করেন তাঁর আইনজীবী সতীশ মানশিন্দে । যদিও সেই জামিনের আবেদন খারিজ করে রিয়াকে 14দিন বিচারবিভাগীয় হেপাজতে থাকার নির্দেশ দেয় আদালত । এরপর 9 সেপ্টেম্বর বিশেষ আদালতে ফের জামিনের জন্য আবেদন জানান অভিনেত্রী, তাঁর ভাই ও বাকি অভিযুক্তরা । বিশেষ আদালতও তাঁদের জামিনের আবেদন খারিজ করে দেয় । এরই মধ্যে বম্বে হাইকোর্টে আবেদন করেন রিয়া, তাঁর ভাই সহ বাকি অভিযুক্তরা ।

এদিকে বিচারবিভাগীয় হেপাজতের মেয়াদ শেষ হওয়ায় গতকাল বিশেষ আদালতে পেশ করা হয়েছিল রিয়া সহ বাকিদের । 20 অক্টোবর পর্যন্ত তাঁদের ফের জেলে থাকার নির্দেশ দেয় আদালত । তারই মাঝে আজ সর্তসাপেক্ষে রিয়ার জামিনের আবেদন মঞ্জুর করে হাইকোর্ট । পাশাপাশি স্যামুয়েল ও দীপেশকেও জামিন দেওয়া হয়েছে ।

Last Updated : Oct 7, 2020, 12:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.