ETV Bharat / sitara

বাড়ি ফিরলেন রিয়া, সোশাল মিডিয়া ভাসছে শুভেচ্ছাবার্তায় - বলিউডের খবর

জামিন পেয়ে বাড়ি ফিরেছেন রিয়া চক্রবর্তী । প্রায় এক মাস ধরে বাইকুল্লা জেলে থাকার পর অবশেষে মুক্তি । এই খবরে খুশি বলিউডের একাংশ । তাপসী পান্নু, অনুভব সিনহা, ফারহান আখতারের মতো একাধিক ব্যক্তিত্ব রয়েছেন সেই তালিকায় । এক ঝলকে দেখে নেওয়া যাক...

Bollywood celebrated Rhea's bail
Bollywood celebrated Rhea's bail
author img

By

Published : Oct 7, 2020, 7:31 PM IST

তাপসী পান্নু : সুশান্তের জন্য বিচার চাওয়ার নামে যারা নিজেদের ব্যক্তিগত ও পেশাগত স্বার্থ চরিতার্থ করলেন, তাদের প্রয়োজন মিটল । আশা করব ও যেন জীবনবিমুখ না হয় । অনেকটা জীবন পড়ে রয়েছে ওঁর জন্য ।

  • Hope her time in jail has sufficed the egos of a lot of people out there who in the name of justice for Sushant fulfilled their personal/professional agendas.Praying she doesn’t become bitter towards the life she has ahead of her.
    Life is Unfair but Atleast it’s not over as yet. https://t.co/TGnbRZSL83

    — taapsee pannu (@taapsee) October 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ফারহান আখতার : যে সমস্ত সঞ্চালকদের জন্য রিয়া চক্রবর্তীকে নরক দর্শন করতে হল, তারা কি ক্ষমা চেয়েছেন ? মনে হয় না ।

  • Any shrill anchors apologising for the hell they put #RheaChakraborty and her family through? Didn’t think so. But watch them shift the goalpost now .. they’re notorious for that. https://t.co/4VGkKNn1GR

    — Farhan Akhtar (@FarOutAkhtar) October 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অনুভব সিনহা : ফাইনালি রিয়া চক্রবর্তী জামিন পেল ।

হুমা কুরেশি : আমাদের সবার রিয়া চক্রবর্তীর কাছে ক্ষমা চাওয়া উচিত । আর যারা এই হত্যা ষড়যন্ত্রের কথা বলা শুরু করেছিলেন, তাদের উপর একটা এনকোয়ারি বসানো উচিত ।

  • Everyone owes #RheaChakraborty an apology .. And there must be an investigation into people who started these murder conspiracy theories .. Shame on you for destroying a girl and her family’s life for your agendas @Tweet2Rhea

    — Huma S Qureshi (@humasqureshi) October 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

হনসল মেহতা : যাও, একটু বিশ্রাম কর ।

আলি ফজল : ঈশ্বরকে ধন্যবাদ ।

  • Thank god!

    — Ali Fazal M / میر علی فضل / अली (@alifazal9) October 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সোনি রাজদান : মুম্বই হাইকোর্টকে ধন্যবাদ ।

তাপসী পান্নু : সুশান্তের জন্য বিচার চাওয়ার নামে যারা নিজেদের ব্যক্তিগত ও পেশাগত স্বার্থ চরিতার্থ করলেন, তাদের প্রয়োজন মিটল । আশা করব ও যেন জীবনবিমুখ না হয় । অনেকটা জীবন পড়ে রয়েছে ওঁর জন্য ।

  • Hope her time in jail has sufficed the egos of a lot of people out there who in the name of justice for Sushant fulfilled their personal/professional agendas.Praying she doesn’t become bitter towards the life she has ahead of her.
    Life is Unfair but Atleast it’s not over as yet. https://t.co/TGnbRZSL83

    — taapsee pannu (@taapsee) October 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ফারহান আখতার : যে সমস্ত সঞ্চালকদের জন্য রিয়া চক্রবর্তীকে নরক দর্শন করতে হল, তারা কি ক্ষমা চেয়েছেন ? মনে হয় না ।

  • Any shrill anchors apologising for the hell they put #RheaChakraborty and her family through? Didn’t think so. But watch them shift the goalpost now .. they’re notorious for that. https://t.co/4VGkKNn1GR

    — Farhan Akhtar (@FarOutAkhtar) October 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অনুভব সিনহা : ফাইনালি রিয়া চক্রবর্তী জামিন পেল ।

হুমা কুরেশি : আমাদের সবার রিয়া চক্রবর্তীর কাছে ক্ষমা চাওয়া উচিত । আর যারা এই হত্যা ষড়যন্ত্রের কথা বলা শুরু করেছিলেন, তাদের উপর একটা এনকোয়ারি বসানো উচিত ।

  • Everyone owes #RheaChakraborty an apology .. And there must be an investigation into people who started these murder conspiracy theories .. Shame on you for destroying a girl and her family’s life for your agendas @Tweet2Rhea

    — Huma S Qureshi (@humasqureshi) October 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

হনসল মেহতা : যাও, একটু বিশ্রাম কর ।

আলি ফজল : ঈশ্বরকে ধন্যবাদ ।

  • Thank god!

    — Ali Fazal M / میر علی فضل / अली (@alifazal9) October 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সোনি রাজদান : মুম্বই হাইকোর্টকে ধন্যবাদ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.