ETV Bharat / sitara

"ওয়াজিদ ভাইয়ের হাসিটা ভুলতে পারব না" - ওয়াজিদ খানের মৃত্যুতে বলিউডের প্রতিক্রিয়া

ওয়াজিদ খানের মৃত্যুতে শোকের ছায়া বলিউডে । কেউ মেনে নিতে পারছেন না এই জনপ্রিয় সুরকার-গায়কের অপ্রত্যাশিত মৃত্যু । সোশাল মিডিয়ায় শোকপ্রকাশ সেলেব্রিটিদের ।

Bollywood mourns over Wajid
Bollywood mourns over Wajid
author img

By

Published : Jun 1, 2020, 7:42 AM IST

মুম্বই :2020 সালটা যেন দুঃসহ হয়ে উঠছে সকলের জন্য । একে কোরোনার তাণ্ডব, তার উপরে একের পর এক প্রিয় তারকাদের আকস্মিক মৃত্যু । ইরফান খান, ঋষি কাপুরের পর এবার সুরকার-গায়ক ওয়াজিদ খান । তাঁর মৃত্যুতে সোশাল মিডিয়ায় শোকপ্রকাশ তারকাদের ।

প্রিয়াঙ্কা চোপড়া : "সাংঘাতিক খবর । ওয়াজিদ ভাইয়ের সেই হাসিটা আমি কোনওদিন ভুলতে পারব না । সবসময় হাসতেন । খুব তাড়াতাড়ি চলে গেলেন । ওঁর পরিবারের সঙ্গে আমার সমবেদনা রইল ।"

  • Terrible news. The one thing I will always remember is Wajid bhai's laugh. Always smiling. Gone too soon. My condolences to his family and everyone grieving. Rest in peace my friend. You are in my thoughts and prayers.@wajidkhan7

    — PRIYANKA (@priyankachopra) May 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিশাল দাদলানি : "এই বিশ্বাস করা কঠিন যে, আমরা আর কোনওদিন দেখা করব না, কথা বলব না, হাসব না...সাজিদ, আমার ভাই, তুমি কোনওদিন একা হবে না, আর আমাদের ভাই কোনওদিন বিস্মৃতির অতলে তলিয়ে যাবে না ।"

সোনু নিগম : "আমার ভাই, ওয়াজিদ আমাদের ছেড়ে চলে গেল ।"

সোনা মহাপাত্র : "মন খারাপ হয়ে যাওয়ার মতো খবর । ওয়াজিদ আর নেই । সারেগামাপা শোয়ে অনেকটা সময় কাটিয়েছি । খুব উদার মনের মানুষ ছিলেন । আমি জানতাম উনি অসুস্থ কিছুদিন ধরে । লকডাউনে কেন একবার ফোন করলাম না সেটা ভেবে অনুতাপ হচ্ছে ।"

  • Heartbreaking news. Wajid no more. Spent time on the SRGMP show with him as a co-judge & he was so kind & generous. I know he was ailing for a while, regret not picking up the phone on him in this lockdown. Stunned & sad.

    — Sona Mohapatra (@sonamohapatra) May 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তুলসী কুমার : "এটা সত্যি হতে পারে না । আমার বিশ্বাস হচ্ছে না যে, ওয়াজিদ ভাই আমাদের ছেড়ে চলে গেছেন । আমি একেবারে শকড ।"

  • This cannot be true ! I can’t believe that Wajid bhai has left us .. In state of complete shock ! Worked with u on so many songs and just met u a while ago @wajidkhan7 .. May your soul Rest In Peace 🙏 May god give strength to the family to bear this huge loss

    — Tulsi Kumar #TereNaal (@TulsikumarTK) May 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বাবুল সুপ্রিয় : "ওয়াজিদের এরকম নির্মম অসময়ের মৃত্যু শুনে আমি শকড । একজন খুব ভালো বন্ধু ও প্রতিভাবান ব্যক্তিকে হারালাম আমরা ।"

  • Shocked to hear about the cruelly untimely demise of Wajid of the renowned Composer duo of SajidWajid•Incredible loss of a very very dear friend & a very very talented musical mind - a Gr8 sport....
    @BeingSalmanKhan @singer_shaan @RameshTaurani

    — Babul Supriyo (@SuPriyoBabul) May 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুম্বই :2020 সালটা যেন দুঃসহ হয়ে উঠছে সকলের জন্য । একে কোরোনার তাণ্ডব, তার উপরে একের পর এক প্রিয় তারকাদের আকস্মিক মৃত্যু । ইরফান খান, ঋষি কাপুরের পর এবার সুরকার-গায়ক ওয়াজিদ খান । তাঁর মৃত্যুতে সোশাল মিডিয়ায় শোকপ্রকাশ তারকাদের ।

প্রিয়াঙ্কা চোপড়া : "সাংঘাতিক খবর । ওয়াজিদ ভাইয়ের সেই হাসিটা আমি কোনওদিন ভুলতে পারব না । সবসময় হাসতেন । খুব তাড়াতাড়ি চলে গেলেন । ওঁর পরিবারের সঙ্গে আমার সমবেদনা রইল ।"

  • Terrible news. The one thing I will always remember is Wajid bhai's laugh. Always smiling. Gone too soon. My condolences to his family and everyone grieving. Rest in peace my friend. You are in my thoughts and prayers.@wajidkhan7

    — PRIYANKA (@priyankachopra) May 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিশাল দাদলানি : "এই বিশ্বাস করা কঠিন যে, আমরা আর কোনওদিন দেখা করব না, কথা বলব না, হাসব না...সাজিদ, আমার ভাই, তুমি কোনওদিন একা হবে না, আর আমাদের ভাই কোনওদিন বিস্মৃতির অতলে তলিয়ে যাবে না ।"

সোনু নিগম : "আমার ভাই, ওয়াজিদ আমাদের ছেড়ে চলে গেল ।"

সোনা মহাপাত্র : "মন খারাপ হয়ে যাওয়ার মতো খবর । ওয়াজিদ আর নেই । সারেগামাপা শোয়ে অনেকটা সময় কাটিয়েছি । খুব উদার মনের মানুষ ছিলেন । আমি জানতাম উনি অসুস্থ কিছুদিন ধরে । লকডাউনে কেন একবার ফোন করলাম না সেটা ভেবে অনুতাপ হচ্ছে ।"

  • Heartbreaking news. Wajid no more. Spent time on the SRGMP show with him as a co-judge & he was so kind & generous. I know he was ailing for a while, regret not picking up the phone on him in this lockdown. Stunned & sad.

    — Sona Mohapatra (@sonamohapatra) May 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তুলসী কুমার : "এটা সত্যি হতে পারে না । আমার বিশ্বাস হচ্ছে না যে, ওয়াজিদ ভাই আমাদের ছেড়ে চলে গেছেন । আমি একেবারে শকড ।"

  • This cannot be true ! I can’t believe that Wajid bhai has left us .. In state of complete shock ! Worked with u on so many songs and just met u a while ago @wajidkhan7 .. May your soul Rest In Peace 🙏 May god give strength to the family to bear this huge loss

    — Tulsi Kumar #TereNaal (@TulsikumarTK) May 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বাবুল সুপ্রিয় : "ওয়াজিদের এরকম নির্মম অসময়ের মৃত্যু শুনে আমি শকড । একজন খুব ভালো বন্ধু ও প্রতিভাবান ব্যক্তিকে হারালাম আমরা ।"

  • Shocked to hear about the cruelly untimely demise of Wajid of the renowned Composer duo of SajidWajid•Incredible loss of a very very dear friend & a very very talented musical mind - a Gr8 sport....
    @BeingSalmanKhan @singer_shaan @RameshTaurani

    — Babul Supriyo (@SuPriyoBabul) May 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.