ETV Bharat / sitara

মুম্বইয়ে ঘটনায় দুঃখপ্রকাশ বলিউডের

সোশাল মিডিয়ার মাধ্যমে আহতদের তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার জন্য ও মৃতদের আত্মার শান্তি কামনা করেছেন বলিউড সেলিব্রিটিরা ।

মুম্বইয়ে ঘটনায় দুঃখপ্রকাশ বলিউডের
author img

By

Published : Jul 17, 2019, 1:42 PM IST

মুম্বই : মুম্বইয়ে বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 14 । ধ্বংসস্তূপের নিচে এখনও 40 জনের আটকে থাকার আশঙ্কা রয়েছে । মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করছেন উদ্ধারকারীরা । এই ঘটনায় দুঃখপ্রকাশ করলেন বলিউড স্টাররাও ।

  • My condolences to the families of those who lost their lives.. I hope the people trapped under the debris are evacuated safely.. #MumbaiBuildingCollapse

    — Arjun Kapoor (@arjunk26) July 16, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সোশাল মিডিয়ার মাধ্যমে তাঁরা আহতদের তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার জন্য ও মৃতদের আত্মার শান্তি কামনা করেছেন । অভিনেতা অর্জুন কাপুর টুইট করেন, "যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা.. আশা করি যারা এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন তাঁদের সাবধানের সঙ্গে বের করে আনা হবে ।"

  • Saddened to hear about #MumbaiBuildingCollapse in Dongri! My heart goes out to the victims and their families. ❤

    — Parineeti Chopra (@ParineetiChopra) July 16, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ঘটনায় দুঃখপ্রকাশ করে পরিণীতি চোপড়া টুইট করেন, "ডোংরিতে হওয়া দুর্ঘটনার খবর পেয়ে আমি দুঃখিত । ঘটনায় আক্রান্তদের ও তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা ।"

এছাড়াও অভিনেত্রী সোনাক্সি সিনহা, অভিনেতা আয়ুষ্মান খুরানা সহ আরও অনেকে দুঃখপ্রকাশ করেছেন ।

মুম্বই : মুম্বইয়ে বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 14 । ধ্বংসস্তূপের নিচে এখনও 40 জনের আটকে থাকার আশঙ্কা রয়েছে । মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করছেন উদ্ধারকারীরা । এই ঘটনায় দুঃখপ্রকাশ করলেন বলিউড স্টাররাও ।

  • My condolences to the families of those who lost their lives.. I hope the people trapped under the debris are evacuated safely.. #MumbaiBuildingCollapse

    — Arjun Kapoor (@arjunk26) July 16, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সোশাল মিডিয়ার মাধ্যমে তাঁরা আহতদের তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার জন্য ও মৃতদের আত্মার শান্তি কামনা করেছেন । অভিনেতা অর্জুন কাপুর টুইট করেন, "যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা.. আশা করি যারা এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন তাঁদের সাবধানের সঙ্গে বের করে আনা হবে ।"

  • Saddened to hear about #MumbaiBuildingCollapse in Dongri! My heart goes out to the victims and their families. ❤

    — Parineeti Chopra (@ParineetiChopra) July 16, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ঘটনায় দুঃখপ্রকাশ করে পরিণীতি চোপড়া টুইট করেন, "ডোংরিতে হওয়া দুর্ঘটনার খবর পেয়ে আমি দুঃখিত । ঘটনায় আক্রান্তদের ও তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা ।"

এছাড়াও অভিনেত্রী সোনাক্সি সিনহা, অভিনেতা আয়ুষ্মান খুরানা সহ আরও অনেকে দুঃখপ্রকাশ করেছেন ।

Intro:Body:

mumbai reaction


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.