ETV Bharat / sitara

ইংল্যান্ডের ক্রিকেট বিশ্বকাপ জয়ে কী বললেন বলিউড সেলেবরা ? - Cricket world cup

ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ডের জয়ের পর নিজেদের মতামত সোশাল মিডিয়ায় শেয়ার করলেন বলিউড সেলেবরা ।

বলিউড সেলেবদের প্রতিক্রিয়া
author img

By

Published : Jul 15, 2019, 12:22 PM IST

দিল্লি : ইতিহাস গড়ল টিম ইংল্যান্ড । লর্ডস স্টেডিয়ামে গতকাল ক্রিকেট বিশ্বকাপে প্রথমবার জয়লাভ করলেন তাঁরা । নিউজ়িল্যান্ডকে হারিয়ে এই জয় ইংল্যান্ডের । গোটা বিশ্ব সোশাল মিডিয়ার মাধ্যমে টিম ইংল্যান্ডের সদস্যদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন । বলিউড স্টাররাও বাদ যাননি । ইংল্যান্ডের এই ঐতিহাসিক জয়ের পর তাঁরাও নিজেদের চিন্তাধারা শেয়ার করেছেন ।

অনেক সেলিব্রিটি ইংল্যান্ডের গেমপ্লের জন্য বাহবা দিয়েছেন । আবার কেউ কেউ ইংল্যান্ডের এইভাবে বেশি বাউন্ডারির জন্য বিশ্বকাপ জিতে যাওয়াটাকে ভালোভাবে নিতে পারেননি ।

অভিনেতা বরুণ ধাওয়ান টুইট করেছেন, "কী দারুণ #Worldcupfinal । অবিশ্বাসযোগ্য আমার পুরো পরিবার জেগে রয়েছে । "

  • What a #WorldCupfinal. Unbelievable my entire family is awake. Who u got

    — Varun Dhawan (@Varun_dvn) July 14, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রীতেশ দেশমুখ ইংল্যান্ড ক্রিকেট টিমকে অভিনন্দন জানিয়েছেন । পাশাপাশি নিউজ়িল্যান্ড টিমকে 'আনক্রাউনড্ চ্যাম্পস' বলে সম্বোধন করেছেন । তিনি টুইট করেন, "অভিনন্দন @englandcricket বিশ্ব ক্রিকেটের চ্যাম্পিয়নস । আমার মন জিতে নিয়েছে @BLACKCAPS - তাঁরা খুব খুব ভালো ছিল- আমার জন্য তাঁরা #WorldCup2019-র মুকুটহীন চ্যাম্পস ।"

ছবি নির্মাতা করণ জোহর টুইট করেন, "ইংল্যান্ডের ভালো কুন্ডলি ছিল ! নিউজ়িল্যান্ডের ভালো গেম ছিল !!! #NZLvENG"

  • England had a better kundli! NZ had the better game!!! #NZLvENG

    — Karan Johar (@karanjohar) July 14, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যান্য ক্রিকেট ভক্তদের মতো অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রাও ম্যাচটিকে "ক্রেজ়ি, ম্যাড ও ইমোশনাল" বলেছেন ।

তিনি টুইট করেন, "কী দারুণ ফাইনাল ! উভয় পক্ষের ক্রিকেটই আশ্চর্যজনক, চূড়ান্ত পাগলামো, প্রচন্ড ইমোশনাল ! #ICCCricketWorldCup2019 #EnglandvsNewzealand"

ক্রিকেট নিয়মকে "বোকা" বলে অনুরাগ কাশ্যপ নিউজ়িল্যান্ডকে "সত্য়িকারের জয়ী" বললেন । তিনি টুইট করেন, "কিছু বোকা বোকা নিয়মের জন্য ইংল্যান্ড জয়ী হয়েছে । আসল বিজয়ী দল নিউজ়িল্যান্ডই ।"

  • England is a winner because of stupid fuckin rules.. New Zealand is a true winner

    — Anurag Kashyap (@anuragkashyap72) July 14, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যদিও অভিনেতা অনুপম খের ক্রিকেটকে "আসল বিজয়ী" বলেছেন । তিনি ইংল্যান্ডকে অভিনন্দন জানানোর পাশাপাশি নিউজ়িল্যান্ডকে "হিরোদের দল" বলেছেন । তিনি টুইটে স্টেডিয়ামের একটি ভিডিয়োও শেয়ার করেছেন ।

এছাড়াও ফারহান আখতার, রবীনা ট্যান্ডন, মীরা কাপুর, হ্যাজ়েল কীচ, সরবীন চাওলা, পরেশ রাওয়াল, বিবেক ওবেরয় সহ আরও অনেক বলিউড স্টার টুইটারে টিম ইংল্যান্ডকে অভিনন্দন জানিয়েছেন ।

দিল্লি : ইতিহাস গড়ল টিম ইংল্যান্ড । লর্ডস স্টেডিয়ামে গতকাল ক্রিকেট বিশ্বকাপে প্রথমবার জয়লাভ করলেন তাঁরা । নিউজ়িল্যান্ডকে হারিয়ে এই জয় ইংল্যান্ডের । গোটা বিশ্ব সোশাল মিডিয়ার মাধ্যমে টিম ইংল্যান্ডের সদস্যদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন । বলিউড স্টাররাও বাদ যাননি । ইংল্যান্ডের এই ঐতিহাসিক জয়ের পর তাঁরাও নিজেদের চিন্তাধারা শেয়ার করেছেন ।

অনেক সেলিব্রিটি ইংল্যান্ডের গেমপ্লের জন্য বাহবা দিয়েছেন । আবার কেউ কেউ ইংল্যান্ডের এইভাবে বেশি বাউন্ডারির জন্য বিশ্বকাপ জিতে যাওয়াটাকে ভালোভাবে নিতে পারেননি ।

অভিনেতা বরুণ ধাওয়ান টুইট করেছেন, "কী দারুণ #Worldcupfinal । অবিশ্বাসযোগ্য আমার পুরো পরিবার জেগে রয়েছে । "

  • What a #WorldCupfinal. Unbelievable my entire family is awake. Who u got

    — Varun Dhawan (@Varun_dvn) July 14, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রীতেশ দেশমুখ ইংল্যান্ড ক্রিকেট টিমকে অভিনন্দন জানিয়েছেন । পাশাপাশি নিউজ়িল্যান্ড টিমকে 'আনক্রাউনড্ চ্যাম্পস' বলে সম্বোধন করেছেন । তিনি টুইট করেন, "অভিনন্দন @englandcricket বিশ্ব ক্রিকেটের চ্যাম্পিয়নস । আমার মন জিতে নিয়েছে @BLACKCAPS - তাঁরা খুব খুব ভালো ছিল- আমার জন্য তাঁরা #WorldCup2019-র মুকুটহীন চ্যাম্পস ।"

ছবি নির্মাতা করণ জোহর টুইট করেন, "ইংল্যান্ডের ভালো কুন্ডলি ছিল ! নিউজ়িল্যান্ডের ভালো গেম ছিল !!! #NZLvENG"

  • England had a better kundli! NZ had the better game!!! #NZLvENG

    — Karan Johar (@karanjohar) July 14, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যান্য ক্রিকেট ভক্তদের মতো অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রাও ম্যাচটিকে "ক্রেজ়ি, ম্যাড ও ইমোশনাল" বলেছেন ।

তিনি টুইট করেন, "কী দারুণ ফাইনাল ! উভয় পক্ষের ক্রিকেটই আশ্চর্যজনক, চূড়ান্ত পাগলামো, প্রচন্ড ইমোশনাল ! #ICCCricketWorldCup2019 #EnglandvsNewzealand"

ক্রিকেট নিয়মকে "বোকা" বলে অনুরাগ কাশ্যপ নিউজ়িল্যান্ডকে "সত্য়িকারের জয়ী" বললেন । তিনি টুইট করেন, "কিছু বোকা বোকা নিয়মের জন্য ইংল্যান্ড জয়ী হয়েছে । আসল বিজয়ী দল নিউজ়িল্যান্ডই ।"

  • England is a winner because of stupid fuckin rules.. New Zealand is a true winner

    — Anurag Kashyap (@anuragkashyap72) July 14, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যদিও অভিনেতা অনুপম খের ক্রিকেটকে "আসল বিজয়ী" বলেছেন । তিনি ইংল্যান্ডকে অভিনন্দন জানানোর পাশাপাশি নিউজ়িল্যান্ডকে "হিরোদের দল" বলেছেন । তিনি টুইটে স্টেডিয়ামের একটি ভিডিয়োও শেয়ার করেছেন ।

এছাড়াও ফারহান আখতার, রবীনা ট্যান্ডন, মীরা কাপুর, হ্যাজ়েল কীচ, সরবীন চাওলা, পরেশ রাওয়াল, বিবেক ওবেরয় সহ আরও অনেক বলিউড স্টার টুইটারে টিম ইংল্যান্ডকে অভিনন্দন জানিয়েছেন ।

Intro:Body:

bollywood reaction


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.