ETV Bharat / sitara

#SaveAareyForest : মুম্বই মেট্রোর জন্য 2700 গাছ কাটার প্রতিবাদ বলিউড তারকাদের - ravina tandon

মুম্বই মেট্রোর কারশেডের জন্য অ্যারে ফরেস্টের 2700 টি গাছ কাটার অনুমতি দিয়েছিল BMC । তার প্রতিবাদে হিউম্যান চেইন তৈরি করল মানুষ । প্রতিবাদ জানালেন বলিউড তারকারাও ।

প্রতিবাদ বলিউড তারকাদের
author img

By

Published : Sep 2, 2019, 11:28 PM IST

মুম্বই : বৃহনমুম্বই পৌর কর্পোরেশন (BMC)-র কর্তৃপক্ষ মেট্রোর কারশেডের জন্য 2700 টি গাছ কাটার অনুমোদন দিয়েছে । এই অ্যারে কলোনিকে মুম্বইয়ের ফুসফুস বলা হয় ।

এই ঘটনার প্রতিবাদে গতকাল সকালে অ্যারে ফরেস্টে সকলে জমায়েত হন ও মানব চেইন তৈরি করেন ।

অভিনেত্রী শ্রদ্ধা কাপুর জানান, এই "মর্মান্তিক" অনুমতি দেওয়া হয়েছে বলে অভিযোগটি নথিভুক্ত করতে তিনি এই প্রতিবাদে যোগ দিয়েছেন এবং আশা করছেন যে, এটার উলটো হবে ।

ইনস্টাগ্রাম থেকে লাইভ করতে গিয়ে তিনি বলেন, "আমরা সকলে এখানে প্রকৃতির সমর্থনে এসেছি । আমাদের দূষণের সমস্যা রয়েছে, তাহলে কী করে গাছ কাটার অনুমতি দেওয়া হল ?"

তিনি আরও বলেন, "মুম্বইয়ের ফুসফুস কাটার অনুমতি আপনারা দিলেন কী করে ? 2700 টারও বেশি গাছ কাটার কথা বলা হয়েছে, যা হাস্যকর । এই অনুমতিকে গ্রাহ্য করাও হাস্য়কর । এটা হতে পারে না ।"

এই বিষয়ে শুধু শ্রদ্ধা নন, আরও অনেক বলিউড তারকারাই চিন্তা প্রকাশ করেছেন ।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশকে ট্যাগ করে অভিনেত্রী দিয়া মির্জা টুইট করেন, "মেট্রোর বিরুদ্ধে নেই । দয়া করে তৈরি করুন । কিন্তু ইকোলজিকাল সিস্টেমকে নষ্ট করে নয় । কারশেডের জন্য বিকল্প নিশ্চয় আছে । হয়তো এটা আরও সময় নেবে । কিন্তু ভালোটাকে বেছে নিন । অ্যারে ফরেস্টকে হত্যা বন্ধ হোক ।"

  • Not against the #Metro. Please build it. But not at the cost of disrupting an ecological system that provides invaluable human services.ALTERNATIVES for the car shed EXIST. It may take more time. But choose better! STOP MASSACRE OF #AAREYFOREST 🙏🏻 @CMOMaharashtra @Dev_Fadnavis

    — Dia Mirza (@deespeak) September 1, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রবিনা ট্যান্ডনও এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন । তিনি টুইট করেন, "মর্মান্তিক যে এটা আমরা হতে দিচ্ছি । কেন নাগরিকদের আওয়াজ শোনা যাচ্ছে না ?"

অ্যারের গাছ কাটাকে "খুব খারাপ খবর" বললেন অভিনেতা রণদীপ হুডা । তিনি প্রধানমন্ত্রী ও মহারাষ্ট্রর মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে টুইট করেন, "আমরা অসহায় নাগরিকরা কী করতে পারি ? অ্যামাজ়নে আগুন লাগায় আমরা কাঁদি এবং নিজেদের বাড়ির উঠোনে ধ্বংস হয়ে যাওয়াটাকে চুপচাপ দেখি ? আমাদের কী করা উচিত ?"

অভিনেত্রী ইশা গুপ্তা এই সিদ্ধান্তকে "হাস্যকর" বলেছেন । তিনি টুইট করেন, "আমাদের পরিবেশ রাজনীতির বিষয় হওয়া উচিত নয় । আমাদের বাচ্চাদের জন্য কিছু রেখে যাওয়া দরকার । শুধু কেবল গাড়ি বা মেট্রো নয় । আমাদের কাছে খুব শিগগিরিই একটি গাছ ব্যয়বহুল জিনিস হয়ে উঠবে ।"

  • This is getting ridiculous, our environment shouldn’t be about politics, we need to leave something behind for the kids, not just flying cars n metros,where a plant will soon be the most expensive thing to own.. #SaveAareyForest #SaveAareySaveMumbai #SaveAarey 🌍

    — Esha Gupta (@eshagupta2811) August 30, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কমেডিয়ান কপিল শর্মা বলেন, সরকার "যথেষ্ট বুদ্ধিমান এবং আমি আশা করব তাঁরা সঠিক সিদ্ধান্ত নেবেন । মেট্রো তৈরি করা অপরিহার্য । সুতরাং কীভাবে গাছ বাঁচিয়ে এই প্রকল্পটি করা সম্ভব তা সরকারকেই ভাবতে হবে ।"

প্লেব্যাক সিংগার শানও এই প্রতিবাদে উপস্থিত ছিলেন । তিনি বলেন, "আমরা কোনও সমাধান পাচ্ছি না । নিশ্চয় আমরা চাই না গাছগুলি কাটা হোক । এটা হওয়া উচিত নয় । আমাদের এটাকে এড়িয়ে চলা উচিত ।"

  • Why Aarey ??! Why were options not considered ??? There has to be better option than to destroy our Lungs to help us Run faster..
    Extremely disappointed 😞 https://t.co/OhuxiGO5S5

    — Shaan (@singer_shaan) September 1, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুম্বই : বৃহনমুম্বই পৌর কর্পোরেশন (BMC)-র কর্তৃপক্ষ মেট্রোর কারশেডের জন্য 2700 টি গাছ কাটার অনুমোদন দিয়েছে । এই অ্যারে কলোনিকে মুম্বইয়ের ফুসফুস বলা হয় ।

এই ঘটনার প্রতিবাদে গতকাল সকালে অ্যারে ফরেস্টে সকলে জমায়েত হন ও মানব চেইন তৈরি করেন ।

অভিনেত্রী শ্রদ্ধা কাপুর জানান, এই "মর্মান্তিক" অনুমতি দেওয়া হয়েছে বলে অভিযোগটি নথিভুক্ত করতে তিনি এই প্রতিবাদে যোগ দিয়েছেন এবং আশা করছেন যে, এটার উলটো হবে ।

ইনস্টাগ্রাম থেকে লাইভ করতে গিয়ে তিনি বলেন, "আমরা সকলে এখানে প্রকৃতির সমর্থনে এসেছি । আমাদের দূষণের সমস্যা রয়েছে, তাহলে কী করে গাছ কাটার অনুমতি দেওয়া হল ?"

তিনি আরও বলেন, "মুম্বইয়ের ফুসফুস কাটার অনুমতি আপনারা দিলেন কী করে ? 2700 টারও বেশি গাছ কাটার কথা বলা হয়েছে, যা হাস্যকর । এই অনুমতিকে গ্রাহ্য করাও হাস্য়কর । এটা হতে পারে না ।"

এই বিষয়ে শুধু শ্রদ্ধা নন, আরও অনেক বলিউড তারকারাই চিন্তা প্রকাশ করেছেন ।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশকে ট্যাগ করে অভিনেত্রী দিয়া মির্জা টুইট করেন, "মেট্রোর বিরুদ্ধে নেই । দয়া করে তৈরি করুন । কিন্তু ইকোলজিকাল সিস্টেমকে নষ্ট করে নয় । কারশেডের জন্য বিকল্প নিশ্চয় আছে । হয়তো এটা আরও সময় নেবে । কিন্তু ভালোটাকে বেছে নিন । অ্যারে ফরেস্টকে হত্যা বন্ধ হোক ।"

  • Not against the #Metro. Please build it. But not at the cost of disrupting an ecological system that provides invaluable human services.ALTERNATIVES for the car shed EXIST. It may take more time. But choose better! STOP MASSACRE OF #AAREYFOREST 🙏🏻 @CMOMaharashtra @Dev_Fadnavis

    — Dia Mirza (@deespeak) September 1, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রবিনা ট্যান্ডনও এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন । তিনি টুইট করেন, "মর্মান্তিক যে এটা আমরা হতে দিচ্ছি । কেন নাগরিকদের আওয়াজ শোনা যাচ্ছে না ?"

অ্যারের গাছ কাটাকে "খুব খারাপ খবর" বললেন অভিনেতা রণদীপ হুডা । তিনি প্রধানমন্ত্রী ও মহারাষ্ট্রর মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে টুইট করেন, "আমরা অসহায় নাগরিকরা কী করতে পারি ? অ্যামাজ়নে আগুন লাগায় আমরা কাঁদি এবং নিজেদের বাড়ির উঠোনে ধ্বংস হয়ে যাওয়াটাকে চুপচাপ দেখি ? আমাদের কী করা উচিত ?"

অভিনেত্রী ইশা গুপ্তা এই সিদ্ধান্তকে "হাস্যকর" বলেছেন । তিনি টুইট করেন, "আমাদের পরিবেশ রাজনীতির বিষয় হওয়া উচিত নয় । আমাদের বাচ্চাদের জন্য কিছু রেখে যাওয়া দরকার । শুধু কেবল গাড়ি বা মেট্রো নয় । আমাদের কাছে খুব শিগগিরিই একটি গাছ ব্যয়বহুল জিনিস হয়ে উঠবে ।"

  • This is getting ridiculous, our environment shouldn’t be about politics, we need to leave something behind for the kids, not just flying cars n metros,where a plant will soon be the most expensive thing to own.. #SaveAareyForest #SaveAareySaveMumbai #SaveAarey 🌍

    — Esha Gupta (@eshagupta2811) August 30, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কমেডিয়ান কপিল শর্মা বলেন, সরকার "যথেষ্ট বুদ্ধিমান এবং আমি আশা করব তাঁরা সঠিক সিদ্ধান্ত নেবেন । মেট্রো তৈরি করা অপরিহার্য । সুতরাং কীভাবে গাছ বাঁচিয়ে এই প্রকল্পটি করা সম্ভব তা সরকারকেই ভাবতে হবে ।"

প্লেব্যাক সিংগার শানও এই প্রতিবাদে উপস্থিত ছিলেন । তিনি বলেন, "আমরা কোনও সমাধান পাচ্ছি না । নিশ্চয় আমরা চাই না গাছগুলি কাটা হোক । এটা হওয়া উচিত নয় । আমাদের এটাকে এড়িয়ে চলা উচিত ।"

  • Why Aarey ??! Why were options not considered ??? There has to be better option than to destroy our Lungs to help us Run faster..
    Extremely disappointed 😞 https://t.co/OhuxiGO5S5

    — Shaan (@singer_shaan) September 1, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Intro:Body:

save arrey forest


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.