ETV Bharat / sitara

ISRO-র বিজ্ঞানীদের সাধুবাদ বলিউড সেলেব্রিটিদের

author img

By

Published : Sep 7, 2019, 1:41 PM IST

মাটি ছোঁয়ার 2 কিলোমিটার 100 মিটার আগে ISRO-র সঙ্গে যোগাযোগ বন্ধ হয়েছে চন্দ্রযান 2-এর। তবে শত বাধা সত্ত্বেও ভারতীয় বিজ্ঞানীদের এই সাফল্যে সাধুবাদ জানাল বলিউড সেলেব্রিটিরা।

ISRO-কে বলিউড সেলেব্রিটি

মুম্বই : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতোই বলিউড সেলেব্রিটিরাও বলছেন যে, শেষ মুহূর্তের এই ব্য়র্থতা তাঁদের চাঁদে পা দেওয়ার ক্ষিদেকে আরও বাড়িয়ে দেবে। তাই আশাহত হওয়ার বদলে আরও পরিশ্রম করার তাগিদ সবার মধ্যে। এক ঝলকে দেখে নেওয়া যাক, কোন তারকা কী পোস্ট করলেন সোশাল মিডিয়ায়।

অমিতাভ বচ্চন : গর্ব কখনও হার মানে না। আমাদের গর্ব, আমাদের জয়। ISRO কে নিয়ে আমরা গর্বিত।

  • T 3281 -
    Pride never did face defeat .. our pride , our victory ..
    Proud of you ISRO
    तू ना थके गा कभी ,
    तू ना मुड़े गा कभी , तू ना थमे गा कभी
    कर शपथ कर शपथ कर शपथ
    अग्निपथ अग्निपथ अग्निपथ pic.twitter.com/oEs0C70LAP

    — Amitabh Bachchan (@SrBachchan) September 7, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অক্ষয় কুমার : এক্সপেরিমেন্ট ছাড়া বিজ্ঞানের অস্তিত্ব নেই। কখনও আমরা সফল হই, কখনও আমরা শিখি। ISRO-র ব্রিলিয়ান্ট মস্তিষ্কদের স্যালুট। আমরা আত্মবিশ্বাসী যে, চন্দ্রযান 2 খুব তাড়াতাড়ি চন্দ্রযান 3-এর পথ খুলে দেবে।

  • There’s no science without experiment...sometimes we succeed, sometimes we learn. Salute to the brilliant minds of @isro, we are proud and confident #Chandrayaan2 will make way for #Chandrayaan3 soon. We will rise again.

    — Akshay Kumar (@akshaykumar) September 7, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অনিল কাপুর : নরেন্দ্র মোদি ঠিকই বলেছেন, ISRO-র কাছে সাফল্যের এনসাইক্লোপিডিয়া আছে। আর আমাদের স্পেস প্রোগ্রামের ব্যাপারে বলতে গেলে বলতে হয়, সেরাটা আসা এখনও বাকি আছে।

সুভাষ ঘাই : ব্রাভো ISRO ব্রাভো টিম, নরেন্দ্র মোদি আমরা আপনাকে নিয়ে গর্বিত।

  • Bravo @isro bravo team
    We are proud of you @PMOIndia @narendramodi

    “हज़ारों साल की मोहाब्वत हैं तुझसे
    चाँद मेरे ...
    दो मील की ही तो बस दूरी थी
    तेरी ऐसी भी क्या मजबूरी थी
    चाँद मेरे। चाँद मेरे !!”

    जल्दी मिलेंगे 🇮🇳
    SG😊

    — Subhash Ghai (@SubhashGhai1) September 7, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তাপসী পান্নু : জীবনের সবথেকে বড় ঝাঁপ দেওয়ার আগে কয়েক পা পিছিয়ে আসা ভালো। ISRO তুমি আমাদের হিরো।

  • Lump in the throat, tear in the eye not coz of anything else but witnessing how beautifully you got the entire nation together in hope and spirit... it’s ok to take a few steps back when u know you are about to make your longest jump. You are our hero @isro ❤️

    — taapsee pannu (@taapsee) September 7, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সানি দেওল : যোগাযোগ হারিয়েছে, তবে আশা হারায়নি। তোমায় নিয়ে আমরা গর্বিত ISRO।

সেলিনা জেটলি : সারা পৃথিবীর কয়েকটামাত্র এলিট দেশের মধ্যে ভারত অন্যতম, যারা স্পেস প্রোগ্রাম করার ক্ষেত্রে সফল হয়েছে। ব্যর্থতা একটা ডিলে মাত্র, তবে হেরে যাওয়া নয়।

  • India stands in the league of elite few nations of the world with the most successful space programs.We are so fortunate because most nations will NEVER experience this pride or anything near it.Failure is delay, not defeat. It is a temporary detour, not a dead end. #ProudOfISRO https://t.co/V8NYAOl3CI

    — Celina Jaitly (@CelinaJaitly) September 7, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুম্বই : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতোই বলিউড সেলেব্রিটিরাও বলছেন যে, শেষ মুহূর্তের এই ব্য়র্থতা তাঁদের চাঁদে পা দেওয়ার ক্ষিদেকে আরও বাড়িয়ে দেবে। তাই আশাহত হওয়ার বদলে আরও পরিশ্রম করার তাগিদ সবার মধ্যে। এক ঝলকে দেখে নেওয়া যাক, কোন তারকা কী পোস্ট করলেন সোশাল মিডিয়ায়।

অমিতাভ বচ্চন : গর্ব কখনও হার মানে না। আমাদের গর্ব, আমাদের জয়। ISRO কে নিয়ে আমরা গর্বিত।

  • T 3281 -
    Pride never did face defeat .. our pride , our victory ..
    Proud of you ISRO
    तू ना थके गा कभी ,
    तू ना मुड़े गा कभी , तू ना थमे गा कभी
    कर शपथ कर शपथ कर शपथ
    अग्निपथ अग्निपथ अग्निपथ pic.twitter.com/oEs0C70LAP

    — Amitabh Bachchan (@SrBachchan) September 7, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অক্ষয় কুমার : এক্সপেরিমেন্ট ছাড়া বিজ্ঞানের অস্তিত্ব নেই। কখনও আমরা সফল হই, কখনও আমরা শিখি। ISRO-র ব্রিলিয়ান্ট মস্তিষ্কদের স্যালুট। আমরা আত্মবিশ্বাসী যে, চন্দ্রযান 2 খুব তাড়াতাড়ি চন্দ্রযান 3-এর পথ খুলে দেবে।

  • There’s no science without experiment...sometimes we succeed, sometimes we learn. Salute to the brilliant minds of @isro, we are proud and confident #Chandrayaan2 will make way for #Chandrayaan3 soon. We will rise again.

    — Akshay Kumar (@akshaykumar) September 7, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অনিল কাপুর : নরেন্দ্র মোদি ঠিকই বলেছেন, ISRO-র কাছে সাফল্যের এনসাইক্লোপিডিয়া আছে। আর আমাদের স্পেস প্রোগ্রামের ব্যাপারে বলতে গেলে বলতে হয়, সেরাটা আসা এখনও বাকি আছে।

সুভাষ ঘাই : ব্রাভো ISRO ব্রাভো টিম, নরেন্দ্র মোদি আমরা আপনাকে নিয়ে গর্বিত।

  • Bravo @isro bravo team
    We are proud of you @PMOIndia @narendramodi

    “हज़ारों साल की मोहाब्वत हैं तुझसे
    चाँद मेरे ...
    दो मील की ही तो बस दूरी थी
    तेरी ऐसी भी क्या मजबूरी थी
    चाँद मेरे। चाँद मेरे !!”

    जल्दी मिलेंगे 🇮🇳
    SG😊

    — Subhash Ghai (@SubhashGhai1) September 7, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তাপসী পান্নু : জীবনের সবথেকে বড় ঝাঁপ দেওয়ার আগে কয়েক পা পিছিয়ে আসা ভালো। ISRO তুমি আমাদের হিরো।

  • Lump in the throat, tear in the eye not coz of anything else but witnessing how beautifully you got the entire nation together in hope and spirit... it’s ok to take a few steps back when u know you are about to make your longest jump. You are our hero @isro ❤️

    — taapsee pannu (@taapsee) September 7, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সানি দেওল : যোগাযোগ হারিয়েছে, তবে আশা হারায়নি। তোমায় নিয়ে আমরা গর্বিত ISRO।

সেলিনা জেটলি : সারা পৃথিবীর কয়েকটামাত্র এলিট দেশের মধ্যে ভারত অন্যতম, যারা স্পেস প্রোগ্রাম করার ক্ষেত্রে সফল হয়েছে। ব্যর্থতা একটা ডিলে মাত্র, তবে হেরে যাওয়া নয়।

  • India stands in the league of elite few nations of the world with the most successful space programs.We are so fortunate because most nations will NEVER experience this pride or anything near it.Failure is delay, not defeat. It is a temporary detour, not a dead end. #ProudOfISRO https://t.co/V8NYAOl3CI

    — Celina Jaitly (@CelinaJaitly) September 7, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Intro:Body:

ISRO-র বিজ্ঞানীদের সাধুবাদ বলিউড সেলেব্রিটিদের



মাটি ছোঁয়ার 2 কিলোমিটার 100 মিটার আগে ISRO-র সঙ্গে যোগাযোগ বন্ধ হয়েছে চন্দ্রযান 2-এর। তবে শত বাধা সত্ত্বেও ভারতীয় বিজ্ঞানীদের এই সাফল্যে সাধুবাদ জানাল বলিউড সেলেব্রিটিরা।



মুম্বই : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতোই বলিউড সেলেব্রিটিরাও বলছেন যে, শেষ মুহূর্তের এই ব্য়র্থতা তাঁদের চাঁদে পা দেওয়ার ক্ষিদেকে আরও বাড়িয়ে দেবে। তাই আশাহত হওয়ার বদলে আরও পরিশ্রম করার তাগিদ সবার মধ্যে। এক ঝলকে দেখে নেওয়া যাক, কোন তারকা কী পোস্ট করলেন সোশাল মিডিয়ায়।



অমিতাভ বচ্চন : গর্ব কখনও হার মানে না। আমাদের গর্ব, আমাদের জয়। ISRO কে নিয়ে আমরা গর্বিত।



অক্ষয় কুমার : এক্সপেরিমেন্ট ছাড়া বিজ্ঞানের অস্তিত্ব নেই। কখনও আমরা সফল হই, কখনও আমরা শিখি। ISRO-র ব্রিলিয়ান্ট মস্তিষ্কদের স্যালুট। আমরা আত্মবিশ্বাসী যে, চন্দ্রযান 2 খুব তাড়াতাড়ি চন্দ্রযান 3-এর পথ খুলে দেবে।



অনিল কাপুর : নরেন্দ্র মোদি ঠিকই বলেছেন, ISRO-র কাছে সাফল্যের এনসাইক্লোপিডিয়া আছে। আর আমাদের স্পেস প্রোগ্রামের ব্যাপারে বলতে গেলে বলতে হয়, সেরাটা আসা এখনও বাকি আছে।



সুভাষ ঘাই : ব্রাভো ISRO ব্রাভো টিম, নরেন্দ্র মোদি আমরা আপনাকে নিয়ে গর্বিত।



তাপসী পান্নু : জীবনের সবথেকে বড় ঝাঁপ দেওয়ার আগে কয়েক পা পিছিয়ে আসা ভালো। ISRO তুমি আমাদের হিরো।



সানি দেওল : যোগাযোগ হারিয়েছে, তবে আশা হারায়নি। তোমায় নিয়ে আমরা গর্বিত ISRO।




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.