ETV Bharat / sitara

Tweet টুডে : আজ কোন বলিউড সেলেব্রিটি কী টুইট করলেন? - Bollywood Celebrity tweet today

প্রতিদিনের মতো আজও দেখে নেওয়া যাক কোন বলিউড সেলেব্রিটি কী শেয়ার করলেন তাঁদের সোশাল মিডিয়ার পাতায়...

Bollywood Celebrity tweet today
author img

By

Published : Nov 18, 2019, 11:18 PM IST

অমিতাভ বচ্চন : বছর শেষ হতে আর মাত্র 43 দিন বাকি। 'টু থাউজ়েন্ড নাইন্টিন' ছেড়ে 2020-তে পড়ছে বছর। যেন অনেকটা 'টিন' এজার ছেড়ে সাবলম্বী হওয়ার মতো। অমিতাভের কলমে উঠে এল সেই অনুভূতি...

  • T 3553 - Just 43 days left for the Year 'two thousand nineteen' to end .. AND not till we are alive will we be saying 'teen' again to announce a Year .. for a very long time .. !! pic.twitter.com/PpcrzsDVDt

    — Amitabh Bachchan (@SrBachchan) November 18, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অক্ষয় কুমার : গুড নিউজ় দিলেন অক্ষয় কুমার। মুক্তি পেল তাঁর পরবর্তী ছবি 'গুড নিউজ়'-এর ট্রেলার। শেয়ার করলেন অক্ষয়।

শিল্পা শেট্টি কুন্দ্রা : ইউটিউব চ্যানেলে এক মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার হল শিল্পার। তাই ইউটিউবের তরফ থেকে গোল্ডেন বাটন উপহার দেওয়া হল তাঁকে। সবাইকে ধন্যবাদ জানালেন শিল্পা।

অজয় দেবগন : 'তনহাজি' ছবিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন কাজল। সেই মারাঠী চরিত্র সাবিত্রীবাইয়ের ফার্স্ট লুক শেয়ার করলেন অজয়।

সিদ্ধার্থ মালহোত্র : তাঁর ছবি 'মরযাওয়াঁ'-কে এত ভালোবাসা ও সমর্থন দেওয়ার জন্য দর্শককে ধন্যবাদ জানালেন সিদ্ধার্থ।

অমিতাভ বচ্চন : বছর শেষ হতে আর মাত্র 43 দিন বাকি। 'টু থাউজ়েন্ড নাইন্টিন' ছেড়ে 2020-তে পড়ছে বছর। যেন অনেকটা 'টিন' এজার ছেড়ে সাবলম্বী হওয়ার মতো। অমিতাভের কলমে উঠে এল সেই অনুভূতি...

  • T 3553 - Just 43 days left for the Year 'two thousand nineteen' to end .. AND not till we are alive will we be saying 'teen' again to announce a Year .. for a very long time .. !! pic.twitter.com/PpcrzsDVDt

    — Amitabh Bachchan (@SrBachchan) November 18, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অক্ষয় কুমার : গুড নিউজ় দিলেন অক্ষয় কুমার। মুক্তি পেল তাঁর পরবর্তী ছবি 'গুড নিউজ়'-এর ট্রেলার। শেয়ার করলেন অক্ষয়।

শিল্পা শেট্টি কুন্দ্রা : ইউটিউব চ্যানেলে এক মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার হল শিল্পার। তাই ইউটিউবের তরফ থেকে গোল্ডেন বাটন উপহার দেওয়া হল তাঁকে। সবাইকে ধন্যবাদ জানালেন শিল্পা।

অজয় দেবগন : 'তনহাজি' ছবিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন কাজল। সেই মারাঠী চরিত্র সাবিত্রীবাইয়ের ফার্স্ট লুক শেয়ার করলেন অজয়।

সিদ্ধার্থ মালহোত্র : তাঁর ছবি 'মরযাওয়াঁ'-কে এত ভালোবাসা ও সমর্থন দেওয়ার জন্য দর্শককে ধন্যবাদ জানালেন সিদ্ধার্থ।

Intro:Body:

Tweet টুডে : আজ কোন বলিউড সেলেব্রিটি কী টুইট করলেন?



প্রতিদিনের মতো আজও দেখে নেওয়া যাক কোন বলিউড সেলেব্রিটি কী শেয়ার করলেন তাঁদের সোশাল মিডিয়ার পাতায়...



অমিতাভ বচ্চন : বছর শেষ হতে আর মাত্র 43 দিন বাকি। 'টু থাউজ়েন্ড নাইন্টিন' ছেড়ে 2020-তে পড়ছে বছর। যেন অনেকটা 'টিন' এজার ছেড়ে সাবলম্বী হওয়ার মতো। অমিতাভের কলমে উঠে এল সেই অনুভূতি...



অক্ষয় কুমার : গুড নিউজ় দিলেন অক্ষয় কুমার। মুক্তি পেল তাঁর পরবর্তী ছবি 'গুড নিউজ়'-এর ট্রেলার। শেয়ার করলেন অক্ষয়।



শিল্পা শেট্টি কুন্দ্রা : ইউটিউব চ্যানেলে এক মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার হল শিল্পার। তাই ইউটিউবের তরফ থেকে গোল্ডেন বাটন উপহার দেওয়া হল তাঁকে। সবাইকে ধন্যবাদ জানালেন শিল্পা।



অজয় দেবগন : 'তনহাজি' ছবিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন কাজল। সেই মারাঠী চরিত্র সাবিত্রীবাইয়ের ফার্স্ট লুক শেয়ার করলেন অজয়।



সিদ্ধার্থ মালহোত্র : তাঁর ছবি 'মরযাওয়াঁ'-কে এত ভালোবাসা ও সমর্থন দেওয়ার জন্য দর্শককে ধন্যবাদ জানালেন সিদ্ধার্থ।




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.