ETV Bharat / sitara

বলিউডের বিগ বি শেয়ার করলেন আর. মাধবনের রকেট্রি- দ্য নাম্বি এফেক্টের ট্রেলার

বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন ফেসবুকে শেয়ার করলেন আর. মাধবনের নতুন ছবির ট্রেলার ৷ ছবির নাম রকেট্রি- দ্য নাম্বি এফেক্ট ৷ ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন আর.মাধবন ৷ একই সঙ্গে ছবির প্রধান চরিত্রেও দেখাযাবে তাঁকে ৷

ROCKETRY- THE NAMBI EFFECT
অমিতাভ বচ্চন ও আর. মধুবন, ছবি সৌজন্য ইনস্টাগ্রাম
author img

By

Published : Apr 1, 2021, 9:50 PM IST

মুম্বই ,1 এপ্রিল : মুক্তি পেল আর.মাধবন পরিচালিত ও তাঁরই অভিনীত ছবি রকেট্রি- দ্য নাম্বি এফেক্টের ট্রেলার ৷ আর সেই ট্রেলার ফেসবুকে শেয়ার করলেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন ৷ সেই সঙ্গে ছবির জন্য শুভকামনাও করেছেন তিনি ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

মঙ্গলবারই অভিনেতা আর.মাধবন ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছিলেন তাঁর আসন্ন ছবির ট্রেলার মুক্তির তারিখ ৷ কথা রাখলেন অভিনেতা ৷ মুক্তি পেল ছবির ট্রেলার ৷ সেই সঙ্গে তাঁর অনুরাগীরাও প্রশংসা করলেন এই ট্রেলারের ৷

এর আগে অবশ্য 2018 সালে ছবির টিজ়ার সামনে এসেছিল ৷ এবার সামনে এলো ট্রেলার ৷ ছবিটি ইসরো গবেষণাকেন্দ্রের মহাকাশযানে কর্মরত প্রাক্তন কারিগরিবিদ ও বৈজ্ঞানিক নাম্বি নারায়ণের বায়োপিক হতে চলেছে ৷ এই ছবির প্রধান চরিত্রের থাকবেন আর মধুবন স্বয়ং ৷

ছবিটি মোট ছয়টি ভাষাতে মুক্তি পাবে ৷ সেগুলি হল ইংরাজি, হিন্দি, তামিল, তেলুগু, মালয়লম ও কান্নাড়া ভাষায় ৷

মুম্বই ,1 এপ্রিল : মুক্তি পেল আর.মাধবন পরিচালিত ও তাঁরই অভিনীত ছবি রকেট্রি- দ্য নাম্বি এফেক্টের ট্রেলার ৷ আর সেই ট্রেলার ফেসবুকে শেয়ার করলেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন ৷ সেই সঙ্গে ছবির জন্য শুভকামনাও করেছেন তিনি ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

মঙ্গলবারই অভিনেতা আর.মাধবন ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছিলেন তাঁর আসন্ন ছবির ট্রেলার মুক্তির তারিখ ৷ কথা রাখলেন অভিনেতা ৷ মুক্তি পেল ছবির ট্রেলার ৷ সেই সঙ্গে তাঁর অনুরাগীরাও প্রশংসা করলেন এই ট্রেলারের ৷

এর আগে অবশ্য 2018 সালে ছবির টিজ়ার সামনে এসেছিল ৷ এবার সামনে এলো ট্রেলার ৷ ছবিটি ইসরো গবেষণাকেন্দ্রের মহাকাশযানে কর্মরত প্রাক্তন কারিগরিবিদ ও বৈজ্ঞানিক নাম্বি নারায়ণের বায়োপিক হতে চলেছে ৷ এই ছবির প্রধান চরিত্রের থাকবেন আর মধুবন স্বয়ং ৷

ছবিটি মোট ছয়টি ভাষাতে মুক্তি পাবে ৷ সেগুলি হল ইংরাজি, হিন্দি, তামিল, তেলুগু, মালয়লম ও কান্নাড়া ভাষায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.