ETV Bharat / sitara

কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় নোটিশ সইফ-তাবু-সোনালি-নীলমকে - Saif Ali Khan

১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন সলমান খান। তবে মামলায় নাম জড়িয়েছিল সইফ আলি খান, তাবু, সোনালি বেন্দ্রে আর নীলম কোঠারির। তাঁদের আবার নতুন করে নোটিশ পাঠিয়েছে রাজস্থান হাইকোর্ট।

সলমান খান
author img

By

Published : May 21, 2019, 11:13 PM IST

রাজস্থান : জাস্টিস মনোজ গর্গের নেতৃত্বে যোধপুর বেঞ্চ এই নোটিশ পাঠিয়েছে চার তারকাকে। যদিও গতবছর এই চারজনকেই বেকসুর খালাস করে দেয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রিট আদালত। তবে সেই রায় মানতে পারেনি রাজস্থান সরকার। তারা রাজস্থান হাইকোর্টের কাছে আবেদন করে। সেই কারণেই আবার বিপাকে পড়তে হল সইফ-তাবু-সোনালি আর নীলমকে।

দুটি কৃষ্ণসার হরিণ হত্যা করার অপরাধে ৫ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা হয় সলমান খানের। তিনি ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে ছাড়া পেয়ে যান। যোধপুরে 'হাম সাথ সাথ হ্য়ায়' ছবির শুটিংয়ের সময়ে ঘটনাটি ঘটে।

৮ সপ্তাহ পর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

রাজস্থান : জাস্টিস মনোজ গর্গের নেতৃত্বে যোধপুর বেঞ্চ এই নোটিশ পাঠিয়েছে চার তারকাকে। যদিও গতবছর এই চারজনকেই বেকসুর খালাস করে দেয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রিট আদালত। তবে সেই রায় মানতে পারেনি রাজস্থান সরকার। তারা রাজস্থান হাইকোর্টের কাছে আবেদন করে। সেই কারণেই আবার বিপাকে পড়তে হল সইফ-তাবু-সোনালি আর নীলমকে।

দুটি কৃষ্ণসার হরিণ হত্যা করার অপরাধে ৫ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা হয় সলমান খানের। তিনি ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে ছাড়া পেয়ে যান। যোধপুরে 'হাম সাথ সাথ হ্য়ায়' ছবির শুটিংয়ের সময়ে ঘটনাটি ঘটে।

৮ সপ্তাহ পর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

Intro:Body:

কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় নোটিশ সইফ-তাবু-সোনালি-নীলমকে



রাজস্থান : ১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন সলমান খান। তবে মামলায় নাম জড়িয়েছিল সইফ আলি খান, তাবু, সোনালি বেন্দ্রে আর নীলম কোঠারির। তাঁদের আবার নতুন করে নোটিশ পাঠিয়েছে রাজস্থান হাইকোর্ট।



জাস্টিস মনোজ গর্গের নেতৃত্বে যোধপুর বেঞ্চ এই নোটিশ পাঠিয়েছে চার তারকাকে। যদিও গতবছর এই চারজনকেই বেকসুর খালাস করে দেয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রিট আদালত। তবে সেই রায় মানতে পারেনি রাজস্থান সরকার। তারা রাজস্থান হাইকোর্টের কাছে আবেদন করে। সেই কারণেই আবার বিপাকে পড়তে হল সইফ-তাবু-সোনালি আর নীলমকে।



দুটি কৃষ্ণসার হরিণ হত্যা করার অপরাধে ৫ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা হয় সলমান খানের। তিনি ব্যক্তিগত বন্ডে ছাড়া পেয়ে যান। যোধপুরে  'হাম সাথ সাথ হ্য়ায়' ছবির শুটিংয়ের সময়ে ঘটনাটি ঘটে।



 ৮ সপ্তাহ পর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.