ETV Bharat / sitara

সারার মতো করে সলমানকে নমস্কার দীপিকার - দীপিকা পাডুকোন

'বিগ বস'-এর সেটে সারার মতো করে সলমানকে নমস্কার জানালেন দীপিকা । সম্প্রতি ছবির প্রচারে সেখানে যান তিনি ।

্ু
্ুি
author img

By

Published : Jan 13, 2020, 7:22 PM IST

মুম্বই : 'ছপাক'-এর প্রচারে 'বিগ বস'-এর ঘরে এসেছিলেন দীপিকা পাডুকোন । ঘরে ঢোকার পরই একগাল হেসে সলমান খানকে হাতজোর করে নমস্কার করেন তিনি । তাঁর নমস্কারের ভঙ্গিমা দেখে সলমান বলেন, "অমিতজি (অমিতাভ বচ্চন) কবে হয়ে গেলে ?" এই প্রশ্নের উত্তরে দীপিকা বলেন, অমিতাভ বচ্চন নয় আসলে সারা আলি খানের থেকে এই ভঙ্গিমা শেখেন তিনি ।

শুক্রবার মুক্তি পায় 'ছপাক'। এই ছবির বক্স অফিস কালেকশন এখনও পর্যন্ত বেশ ভালোই । তার মধ্যেই ছবির প্রচারে 'বিগ বস'-এর ঘরে এসেছিলেন দীপিকা । ছিলেন ভিক্রান্ত ম্যাসি ও লক্ষ্মী আগরওয়াল । সেটের মধ্যে তাঁদের স্বাগত জানান সলমান । সেটে ঢুকে এক গাল হেসে হাতজোর করে সলমানকে নমস্কার করেন দীপিকা । তাঁর এই ভঙ্গিমায় একটু অবাক হয়ে যান সলমান । এই ভঙ্গিমা অমিতাভ বচ্চনের থেকে তিনি শিখেছেন বলে প্রশ্ন করেন । তবে তার উত্তরে দীপিকা বলেন, "সারা আলি খানের থেকে শিখছি । ও এটা খুবই করে । সারাকে খুব ভালোবাসি ।"

আসলে সারা আলি খানের প্রশংসায় পঞ্চমুখ অনেকেই । অভিনেতা, পাপারাৎজ়ি, ফ্যান থেকে শুরু করে সবার সঙ্গে তার ব্যবহার খুবই ভালো । এমনকী, তাঁর আচরণও খুব নমনীয় । পাপারাৎজ়িদের ক্যামেরায় পোজ় দেওয়ার পরই হাতজোর করে তাঁদের নমস্কার করেন তিনি । তাঁর এই আচরণ দীপিকার মন ছুঁয়ে যায় । এতটাই ভালো লাগে যে এখন নিজেই সেটা করা শুরু করেন তিনি ।

এরপর প্রতিযোগীদের একটি টাস্ক দেন তাঁরা । সেই টাস্কে যাঁরা জয়ী হন তাঁদের দীপিকার সঙ্গে ঘুরতে যাওয়ার অনুমতি দেওয়া হয় । এই শোয়ের সাম্প্রতিক প্রোমো থেকে প্রকাশ্যে এসেছে বিষয়টি ।

কাজের দিক থেকে আরও দুটি প্রোজেক্ট রয়েছে দীপিকার হাতে । পরিচালক সঞ্জয় লীলা বনশালির মহাভারতে দ্রৌপদীর চরিত্রে অভিনয় করবেন তিনি । দ্রৌপদীর আঙ্গিক থেকেই লেখা হবে গল্পটি । এছাড়া, '83' ছবিতে রণবীর সিংয়ের সঙ্গে অভিনয় করেছেন তিনি । সেখানে কপিল দেবের ভূমিকায় দেখা গেছে রণবীরকে । আর কপিল দেবের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন দীপিকা ।

মুম্বই : 'ছপাক'-এর প্রচারে 'বিগ বস'-এর ঘরে এসেছিলেন দীপিকা পাডুকোন । ঘরে ঢোকার পরই একগাল হেসে সলমান খানকে হাতজোর করে নমস্কার করেন তিনি । তাঁর নমস্কারের ভঙ্গিমা দেখে সলমান বলেন, "অমিতজি (অমিতাভ বচ্চন) কবে হয়ে গেলে ?" এই প্রশ্নের উত্তরে দীপিকা বলেন, অমিতাভ বচ্চন নয় আসলে সারা আলি খানের থেকে এই ভঙ্গিমা শেখেন তিনি ।

শুক্রবার মুক্তি পায় 'ছপাক'। এই ছবির বক্স অফিস কালেকশন এখনও পর্যন্ত বেশ ভালোই । তার মধ্যেই ছবির প্রচারে 'বিগ বস'-এর ঘরে এসেছিলেন দীপিকা । ছিলেন ভিক্রান্ত ম্যাসি ও লক্ষ্মী আগরওয়াল । সেটের মধ্যে তাঁদের স্বাগত জানান সলমান । সেটে ঢুকে এক গাল হেসে হাতজোর করে সলমানকে নমস্কার করেন দীপিকা । তাঁর এই ভঙ্গিমায় একটু অবাক হয়ে যান সলমান । এই ভঙ্গিমা অমিতাভ বচ্চনের থেকে তিনি শিখেছেন বলে প্রশ্ন করেন । তবে তার উত্তরে দীপিকা বলেন, "সারা আলি খানের থেকে শিখছি । ও এটা খুবই করে । সারাকে খুব ভালোবাসি ।"

আসলে সারা আলি খানের প্রশংসায় পঞ্চমুখ অনেকেই । অভিনেতা, পাপারাৎজ়ি, ফ্যান থেকে শুরু করে সবার সঙ্গে তার ব্যবহার খুবই ভালো । এমনকী, তাঁর আচরণও খুব নমনীয় । পাপারাৎজ়িদের ক্যামেরায় পোজ় দেওয়ার পরই হাতজোর করে তাঁদের নমস্কার করেন তিনি । তাঁর এই আচরণ দীপিকার মন ছুঁয়ে যায় । এতটাই ভালো লাগে যে এখন নিজেই সেটা করা শুরু করেন তিনি ।

এরপর প্রতিযোগীদের একটি টাস্ক দেন তাঁরা । সেই টাস্কে যাঁরা জয়ী হন তাঁদের দীপিকার সঙ্গে ঘুরতে যাওয়ার অনুমতি দেওয়া হয় । এই শোয়ের সাম্প্রতিক প্রোমো থেকে প্রকাশ্যে এসেছে বিষয়টি ।

কাজের দিক থেকে আরও দুটি প্রোজেক্ট রয়েছে দীপিকার হাতে । পরিচালক সঞ্জয় লীলা বনশালির মহাভারতে দ্রৌপদীর চরিত্রে অভিনয় করবেন তিনি । দ্রৌপদীর আঙ্গিক থেকেই লেখা হবে গল্পটি । এছাড়া, '83' ছবিতে রণবীর সিংয়ের সঙ্গে অভিনয় করেছেন তিনি । সেখানে কপিল দেবের ভূমিকায় দেখা গেছে রণবীরকে । আর কপিল দেবের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন দীপিকা ।

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.