ETV Bharat / sitara

এই অনুরাগীর সংগ্রহে অমিতাভের 7 হাজার ছবি - Big B superfan from Surat

অমিতাভ বচ্চনের অনুরাগীদের মধ্যে অন্যতম দীভেশ কুমার । সুরাতের এই বাসিন্দা অমিতাভের বড় ভক্ত । দু'দশক ধরে বিগ বির বিভিন্ন ধরনের ছবি সংগ্রহ করছেন । পাসপোর্ট সাইজ় থেকে শুরু করে পোট্রেট এখনও পর্যন্ত অমিতাভের 7 হাজার ছবি সংগ্রহ করেছেন তিনি ।

asd
wsa
author img

By

Published : Oct 11, 2020, 2:05 PM IST

সুরাত : 1969 সালে 'সাত হিন্দুস্তানি' ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল অমিতাভ বচ্চনের । তারপর আর কখনও পিছনে ফিরে তাকাননি তিনি । একের পর এক ছবি উপহার দিয়েছেন দর্শকদের । অভিনয়ের মাধ্যমে মন জিতে নিয়েছেন সবার । তাঁর অনুরাগীর সংখ্যাটা অনেক । আজ জন্মদিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন একাধিক অনুরাগী ।

আর সেই অনুরাগীদের মধ্যে অন্যতম দীভেশ কুমার । সুরাতের এই বাসিন্দা অমিতাভের বড় ভক্ত । দু'দশক ধরে বিগ বির বিভিন্ন ধরনের ছবি সংগ্রহ করছেন । পাসপোর্ট সাইজ় থেকে শুরু করে পোট্রেট এখনও পর্যন্ত অমিতাভের 7 হাজার ছবি সংগ্রহ করেছেন তিনি ।

এ প্রসঙ্গে দীভেশ বলেন, "1999 সাল থেকে অমিতাভের ছবি সংগ্রহ করতে শুরু করি । যেখান থেকে যেমন ছবি পেয়েছি সব সংগ্রহ করেছি । পাসপোর্ট থেকে শুরু করে ছবির পোস্টার, পোট্রেট সবই রয়েছে । যেখানেই তাঁর নতুন ছবি দেখি সেগুলি কেটে রেখে দিই । এরপর সেগুলি যত্ন করে অ্যালবামে রাখি । এখনও পর্যন্ত 7 হাজার ছবি সংগ্রহ করেছি ।"

জন্মদিনে অমিতাভকে শুভেচ্ছাও জানিয়েছেন দীভেশ । বলেন, "তাঁর ছবি '102 নট আউট'-এর মতো আমি চাই তিনি 102 বছর বেঁচে থাকুন ।"

অমিতাভের 7 হাজার ছবি সংগ্রহ করেছেন দীভেশ

10 বার অমিতাভের সঙ্গে দেখা করার সুযোগ হয়েছে দীভেশের । এ প্রসঙ্গে তিনি বলেন, "যখন প্রথমবার দেখা করেছিলাম তখন তাঁকে একটি ছবি উপহার দিয়েছিলাম । তখনও পর্যন্ত তিনি যতগুলি সিনেমা করেছিলেন সেখানে ওই সব সিনেমার নাম লেখা ছিল । আরাধ্যার জন্য খেলনাও পাঠিয়েছিলাম ।" তবে শুধু ছবি সংগ্রহই নয়, প্রতি বছর 11 অক্টোবর 11টা করে গাছও পোঁতেন তিনি ।

সুরাত : 1969 সালে 'সাত হিন্দুস্তানি' ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল অমিতাভ বচ্চনের । তারপর আর কখনও পিছনে ফিরে তাকাননি তিনি । একের পর এক ছবি উপহার দিয়েছেন দর্শকদের । অভিনয়ের মাধ্যমে মন জিতে নিয়েছেন সবার । তাঁর অনুরাগীর সংখ্যাটা অনেক । আজ জন্মদিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন একাধিক অনুরাগী ।

আর সেই অনুরাগীদের মধ্যে অন্যতম দীভেশ কুমার । সুরাতের এই বাসিন্দা অমিতাভের বড় ভক্ত । দু'দশক ধরে বিগ বির বিভিন্ন ধরনের ছবি সংগ্রহ করছেন । পাসপোর্ট সাইজ় থেকে শুরু করে পোট্রেট এখনও পর্যন্ত অমিতাভের 7 হাজার ছবি সংগ্রহ করেছেন তিনি ।

এ প্রসঙ্গে দীভেশ বলেন, "1999 সাল থেকে অমিতাভের ছবি সংগ্রহ করতে শুরু করি । যেখান থেকে যেমন ছবি পেয়েছি সব সংগ্রহ করেছি । পাসপোর্ট থেকে শুরু করে ছবির পোস্টার, পোট্রেট সবই রয়েছে । যেখানেই তাঁর নতুন ছবি দেখি সেগুলি কেটে রেখে দিই । এরপর সেগুলি যত্ন করে অ্যালবামে রাখি । এখনও পর্যন্ত 7 হাজার ছবি সংগ্রহ করেছি ।"

জন্মদিনে অমিতাভকে শুভেচ্ছাও জানিয়েছেন দীভেশ । বলেন, "তাঁর ছবি '102 নট আউট'-এর মতো আমি চাই তিনি 102 বছর বেঁচে থাকুন ।"

অমিতাভের 7 হাজার ছবি সংগ্রহ করেছেন দীভেশ

10 বার অমিতাভের সঙ্গে দেখা করার সুযোগ হয়েছে দীভেশের । এ প্রসঙ্গে তিনি বলেন, "যখন প্রথমবার দেখা করেছিলাম তখন তাঁকে একটি ছবি উপহার দিয়েছিলাম । তখনও পর্যন্ত তিনি যতগুলি সিনেমা করেছিলেন সেখানে ওই সব সিনেমার নাম লেখা ছিল । আরাধ্যার জন্য খেলনাও পাঠিয়েছিলাম ।" তবে শুধু ছবি সংগ্রহই নয়, প্রতি বছর 11 অক্টোবর 11টা করে গাছও পোঁতেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.