মুম্বই : হাসপাতালে থাকলেও ফ্যানেদের সঙ্গে সমানে যোগাযোগ রেখে চলেছেন অমিতাভ । নিজের হেলথ আপডেট দেওয়ার সঙ্গে সঙ্গে ভিন্ন স্বাদের অনুপ্রেরণাদায়ক পোস্টও করে চলেছেন তিনি । এবার অমিতাভের পোস্টে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা ।
টুইটারে অমিতাভ লিখেছেন, "আমাদের এই দুই হাতই আমাদের ধর্ম । হাত জোড়া করে রাখলে সেটা পুজো আর খুলে রাখলে সেটা দুয়া ।"
সঙ্গে অমিতাভ একটা কোলাজ শেয়ার করেছেন । একটি ছবিতে তাঁর হাত জোড় করা আর অন্য ছবিতে তিনি হাত খুলে দুয়া করছেন আল্লাহর কাছে । দ্বিতীয়টি তাঁর অভিনীত কোনও ছবির দৃশ্য ।
দেখে নিন অভিনেতার টুইট..
-
T 3603 - मज़हब तो ये दो हथेलियाँ बताती हैं,
— Amitabh Bachchan (@SrBachchan) July 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
जुड़ें तो "पूजा" खुलें तो “दुआ” कहलाती हैं..! 🙏🏼 pic.twitter.com/5fDJxqDkcV
">T 3603 - मज़हब तो ये दो हथेलियाँ बताती हैं,
— Amitabh Bachchan (@SrBachchan) July 23, 2020
जुड़ें तो "पूजा" खुलें तो “दुआ” कहलाती हैं..! 🙏🏼 pic.twitter.com/5fDJxqDkcVT 3603 - मज़हब तो ये दो हथेलियाँ बताती हैं,
— Amitabh Bachchan (@SrBachchan) July 23, 2020
जुड़ें तो "पूजा" खुलें तो “दुआ” कहलाती हैं..! 🙏🏼 pic.twitter.com/5fDJxqDkcV
কোরোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি অমিতাভ, অভিষেক, ঐশ্বিরায় আর আরাধ্যা । তবে প্রত্যেকের অবস্থাই এখন স্থিতিশীল । রাখা হয়েছে কড়া নজরদারীর মধ্যে ।