মুম্বই : স্ক্রিনে যে কোনও চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য এখন অনেক কসরত করেন অভিনেতারা । বায়োপিক থেকে শুরু করে যে কোনও চরিত্রকেই চ্যালেঞ্জ হিসেবে নেন অনেকেই । সেই চরিত্রর মধ্যে ঢুকে পড়েন তাঁরা । শুটিং শেষ না হওয়া পর্যন্ত চরিত্র থেকে বের হতে পারেন না । তারকাদের মুখে একথা অনেকবারই শোনা গেছে । আর এবার এ বিষয়ে কথা বললেন বিদিতা বাগ । আপকামিং ছবির প্রস্তুতির জন্য খালি পায়ে হাঁটছেন বলে জানিয়েছেন অভিনেত্রী ।
আপকামিং ছবিতে সমাজকর্মী দয়া বাইয়ের চরিত্রে দেখা যাবে বিদিতাকে । ছবিটি একটি বায়োপিক । বিভিন্ন আদিবাসীদের জন্য কাজ করেছেন দয়া বাই । স্ক্রিনে তাঁর চরিত্র ফুটিয়ে তুলবেন বিদিতা । আর সেই চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করতে খালি পায়ে হাঁটতেন বলে জানিয়েছেন তিনি ।
ছবির প্রস্তুতি সম্পর্কে বিদিতা বলেন, "এই চরিত্রটি আমার জন্য খুবই কঠিন ছিল । কিন্তু, একজন অভিনেত্রী হিসেবে আমাকে এটা প্রমাণ করতেই হত । ছবির প্রস্তুতি ছিল আমার কাছে খুবই কষ্টদায়ক । বিষয়টা খুব একটা সহজ ছিল না । কারণ আমি একেবারেই দয়া বাইয়ের মতো নই । আর তাঁর চরিত্রে অভিনয়ের জন্য আমাকে নিজের মধ্যে অনেক পরিবর্তন আনতে হয়েছে । এমনকী ছবির প্রস্তুতির জন্য খালি পায়ে হাঁটতাম আমি ।"
দয়া বাই কেরালার একজন সমাজকর্মী । মধ্য ভারতের আদিবাসী সম্প্রদায়ের মানুষের জন্য অনেক কাজ করেছেনে তিনি । সম্প্রতি দোন্দ সম্প্রদায়ের জন্য কাজ করছেন । এর আগে নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গেও যুক্ত ছিলেন ।
ছবিতে দয়া বাইয়ের জীবনে বিভিন্ন কাহিনি তুলে ধরা হবে । শুটিং চলছে । সম্ভবত চলতি বছরের এপ্রিলেই মুক্তি পাবে ছবিটি । বিদিতা ছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন নিকিতা মেনে, প্রেরানা গান্ধি, রাজ সিং, ফরিদ খান ও পঙ্কজ কুমার ।