মুম্বই : আমফানের তাণ্ডবে সাঁতরাগাছির অবস্থা খুব খারাপ । দূরে আটকে চিন্তিত মেয়ে বিদিতা । IANS-কে অভিনেত্রী জানালেন উদ্বেগের কথা ।
বিদিতা বললেন, "সাঁতরাগাছিতে অবস্থা খুবই খারাপ । প্রচুর গাছ পড়ে গেছে । আমাদের গ্রাউন্ড ফ্লোরে প্রায় এক ফুট জল । বাড়ির সামনে একটা টিনের চাল ছিল, উড়ে গেছে । আমি একটা কাঁঠাল গাছ পুঁতেছিলাম ছোটোবেলায় । সেটাও পড়ে গেছে । আম গাছটা প্রায় আধমরা । বিশাল ক্ষতি হয়েছে আমাদের ।"
ক্ষতির এখানেই শেষ নয় । বিদিতা বললেন, "গ্রাউন্ড ফ্লোরে বাবার প্রায় 40 হাজার বইয়ের লাইব্রেরি ছিল । অসংখ্য বই ক্ষতিগ্রস্ত ।" আমফানের ফলে বিদিতার বাড়ির সঙ্গে কলেজ স্ট্রিটেরও খুব খারাপ অবস্থা । সেখানেও জলের মধ্য়ে ভাসছে হাজার হাজার বই ।
বাবা-মায়ের সঙ্গে প্রায় দু'দিন কথা হয়নি বিদিতার । চিন্তার পারদ চড়ছিল তাঁর । তবে বাবা মেসেজ করে জানিয়েছেন যে, তাঁরা ভালো আছেন, জানালেন বিদিতা । তবে ইলেকট্রিসিটি, জল আর ইন্টারনেট কানেকশন এখনও অধরা ।