ETV Bharat / sitara

'শিকারা' বানাতে সময় লেগেছিল 11 বছর : বিধু বিনোদ চোপড়া

7 ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে 'শিকারা'। এরপর ছবির প্রচারে কলকাতায় এসে ছবি সম্পর্কে একাধিক বিষয় তুলে ধরেন পরিচালক বিধু বিনোদ চোপড়া ।

dfg
df
author img

By

Published : Feb 9, 2020, 4:59 PM IST

কলকাতা : 'শিকারা : দা আনটোল্ড স্টোরি অফ কাশ্মীরি পণ্ডিত' মুক্তি পেয়েছে শুক্রবার । এই ছবি বানাতে সময় লেগেছে টানা 11 বছর । এমনকী, এটিকে নিজের অন্যতম সেরা ছবি বলে মনে করেন পরিচালক বিধু বিনোদ চোপড়া । সম্প্রতি ছবির প্রচারে কলকাতায় এসে একথা জানান তিনি । পরিচালক ছাড়াও ছিলেন আদিল খান ও সাদিয়া ।

ছবি প্রসঙ্গে বিধু বিনোদ চোপড়া বলেন, "কাশ্মীরি পণ্ডিতদের উপত্যকা ছাড়ার কাহিনি তুলে ধরা হয়েছে এই ছবিতে । তাও প্রায় 30 বছর আগের কথা । আর ছবিটি তৈরি করতে আমার সময় লেগেছিল টানা 11 বছর । ছবিটি করতে গিয়ে বিভিন্ন বিষয় আমাকে পরিবর্তন করতে হয়েছে । কারণ আমি যেই কাশ্মীরে বড় হয়েছি এটা সেই একই কাশ্মীর নয় । আমি মনে করি যে এটা আমার অন্যতম সেরা ছবি ।"

দেখুন ভিডিয়ো

তবে যে কোনও ছবি করার আগে অভিনেতা-অভিনেত্রীদের তৈরি করে নেন বিধু বিনোদ চোপড়া । 'পরিণীতা' ছবির আগে বিদ্যা বালনকে 6 মাস কলকাতায় থাকতে বলেছিলেন তিনি । যাতে বাঙালি সংস্কৃতি সম্পর্কে একাধিক বিষয় জানতে পারেন বিদ্যা । তারপরই ছবির শুটিং শুরু করেন পরিচালক । একইভাবে আদিল ও সাদিয়াকে 6 মাস কাশ্মীরে রেখেছিলেন তিনি । যাতে কাশ্মীরিদের আদবকায়দা রপ্ত করতে পারেন তাঁরা ।

একসময় কাশ্মীরে থাকতেন বিধু বিনোদ চোপড়া । সেখান থেকে চলে আসার ফলে নিজের বাড়ি হারান তিনি । যদিও তাঁদের কখনও শরণার্থী শিবিরে থাকতে হয়নি । তবে ছবিতে ওই শিবিরের মধ্যে যে টমেটো বিলি করার বিষয়টি তুলে ধরা হয়েছিল তা একেবারেই সঠিক বলে জানিয়েছেন পরিচালক । এমনকী, টমেটো শেষ হয়ে গেলে সেখানে পরিবার পিছু আধ খানা টমেটো দেওয়া হত বলেও জানান তিনি ।

দেখুন ভিডিয়ো

প্রথমে ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল নভেম্বরে । কিন্তু, তখন কাশ্মীরের উপর থেকে 370 ধারা প্রত্যাহার করা হয় । এরপর অনেকেই পরিচালককে বলেছিলেন তিনি পরিস্থিতির সুযোগ নিয়ে এই সময় ছবি মুক্তি করতে চাইছেন । তখন ছবির মুক্তি পিছিয়ে দেন তিনি । এ প্রসঙ্গে বিধু বিনোদ চোপড়া বলেন, "ভালোই হয়েছে ওই সময় ছবিটি মুক্তি পায়নি । যদিও আপনারা দেখেছেন ছবিটি ভাঙার নয়, গড়ার কথা বলে ।"

কলকাতা : 'শিকারা : দা আনটোল্ড স্টোরি অফ কাশ্মীরি পণ্ডিত' মুক্তি পেয়েছে শুক্রবার । এই ছবি বানাতে সময় লেগেছে টানা 11 বছর । এমনকী, এটিকে নিজের অন্যতম সেরা ছবি বলে মনে করেন পরিচালক বিধু বিনোদ চোপড়া । সম্প্রতি ছবির প্রচারে কলকাতায় এসে একথা জানান তিনি । পরিচালক ছাড়াও ছিলেন আদিল খান ও সাদিয়া ।

ছবি প্রসঙ্গে বিধু বিনোদ চোপড়া বলেন, "কাশ্মীরি পণ্ডিতদের উপত্যকা ছাড়ার কাহিনি তুলে ধরা হয়েছে এই ছবিতে । তাও প্রায় 30 বছর আগের কথা । আর ছবিটি তৈরি করতে আমার সময় লেগেছিল টানা 11 বছর । ছবিটি করতে গিয়ে বিভিন্ন বিষয় আমাকে পরিবর্তন করতে হয়েছে । কারণ আমি যেই কাশ্মীরে বড় হয়েছি এটা সেই একই কাশ্মীর নয় । আমি মনে করি যে এটা আমার অন্যতম সেরা ছবি ।"

দেখুন ভিডিয়ো

তবে যে কোনও ছবি করার আগে অভিনেতা-অভিনেত্রীদের তৈরি করে নেন বিধু বিনোদ চোপড়া । 'পরিণীতা' ছবির আগে বিদ্যা বালনকে 6 মাস কলকাতায় থাকতে বলেছিলেন তিনি । যাতে বাঙালি সংস্কৃতি সম্পর্কে একাধিক বিষয় জানতে পারেন বিদ্যা । তারপরই ছবির শুটিং শুরু করেন পরিচালক । একইভাবে আদিল ও সাদিয়াকে 6 মাস কাশ্মীরে রেখেছিলেন তিনি । যাতে কাশ্মীরিদের আদবকায়দা রপ্ত করতে পারেন তাঁরা ।

একসময় কাশ্মীরে থাকতেন বিধু বিনোদ চোপড়া । সেখান থেকে চলে আসার ফলে নিজের বাড়ি হারান তিনি । যদিও তাঁদের কখনও শরণার্থী শিবিরে থাকতে হয়নি । তবে ছবিতে ওই শিবিরের মধ্যে যে টমেটো বিলি করার বিষয়টি তুলে ধরা হয়েছিল তা একেবারেই সঠিক বলে জানিয়েছেন পরিচালক । এমনকী, টমেটো শেষ হয়ে গেলে সেখানে পরিবার পিছু আধ খানা টমেটো দেওয়া হত বলেও জানান তিনি ।

দেখুন ভিডিয়ো

প্রথমে ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল নভেম্বরে । কিন্তু, তখন কাশ্মীরের উপর থেকে 370 ধারা প্রত্যাহার করা হয় । এরপর অনেকেই পরিচালককে বলেছিলেন তিনি পরিস্থিতির সুযোগ নিয়ে এই সময় ছবি মুক্তি করতে চাইছেন । তখন ছবির মুক্তি পিছিয়ে দেন তিনি । এ প্রসঙ্গে বিধু বিনোদ চোপড়া বলেন, "ভালোই হয়েছে ওই সময় ছবিটি মুক্তি পায়নি । যদিও আপনারা দেখেছেন ছবিটি ভাঙার নয়, গড়ার কথা বলে ।"

Intro:ভালো স্ক্রিপ্ট পেলে বাংলাতে ছবি করার জন্য আমি প্রস্তুত: বিধু বিনোদ চোপড়া অমিত চক্রবর্তী,কলকাতা: সম্প্রতি মুক্তি পেয়েছে বিধু বিনোদ চোপড়া পরিচালিত নতুন হিন্দি ছবি শিকারা। ছবির প্রেক্ষাপট কাশ্মীরি পণ্ডিতদের উপত্যকা ছাড়ার গল্পকে কেন্দ্র করে। ভারতের অঙ্গরাজ্য হলেও কোথাও গিয়ে কাশ্মীর যেমন বঞ্চিত হয়ে রয়েছে,তেমনি সেখানকার মানুষজনকে উপত্যকা ছাড়তে হয়েছে বিভিন্ন কারণে। পরিচালক বিধু বিনোদ চোপড়ার জন্মটা কাশ্মীরি হওয়ার দরুন তিনি খুব কাছ থেকে কাশ্মীরি পণ্ডিতদের দেখার সুযোগ পেয়েছিলেন, যারা কাশ্মীর ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছিলেন। আর তাদের সেই করুণ কাহিনী উঠে আসলো সিনেমার পর্দায়। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন নবাগত আদিল খান এবং সাদিয়া। আর যাদের অভিনয় ইতিমধ্যে দর্শকদের নজর কেড়েছে।আর এই উপলক্ষে গতকাল কলকাতায় উপস্থিত হয়েছিলেন ছবির পরিচালক এবং তার প্রধান দুই অভিনেতা অভিনেত্রী এবং ছবি স্ক্রিপ্ট রাইটার অভিজাত জোশি। এদিন কলকাতায় নিজের ছবির প্রচারে এসে বিধু বিনোদ চোপড়া জানালেন, খুব ভালো কোন বাংলা ছবির স্ক্রিপ্ট পেলে,আমি বাংলাতে কাজ করতে প্রস্তুত। আর ইতিমধ্যেই আমি আমার ছবির একটা নাম ভেবে ও রেখেছি "চিত্ত যেথা ভয় শূণ্য উচ্চ যেথা শির"। অভিনেতা আদিল খান জানালেন," কলকাতা আসতে পেরে খুব ভালো লাগছে শেয়ার করে নামার প কলকাতা আসতে পেরে খুব ভালো লাগছে। আর বাংলা ছবি সুযোগ পেলে নিশ্চয়ই করব"।


Body:ভিডিও কপি


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.