ETV Bharat / sitara

বদলে গেল ভূমির পরবর্তী ছবি 'দুর্গাবতী'-র নাম, প্রকাশ্যে নতুন পোস্টার - Akshay Kumar

বদলে দেওয়া হল ভূমি পেদনেকরের পরবর্তী ছবি 'দুর্গাবতী' ছবির নাম । ছবির নতুন নাম দেওয়া হয়েছে 'দুর্গামতী'।

asd
sd
author img

By

Published : Nov 23, 2020, 1:09 PM IST

মুম্বই : পরিবর্তন করা হল ভূমি পেদনেকরের পরবর্তী ছবি 'দুর্গাবতী' ছবির নাম । নতুন নাম হয়েছে 'দুর্গামতী'।

এই ছবিটি প্রযোজনা করেছেন অক্ষয় কুমার । আর আজ সকালে এই খবর নিশ্চিত করেন তিনি । সোশাল মিডিয়ায় ছবির নতুন পোস্টার শেয়ার করেন । আর তার ক্যাপশনে লেখেন, "আপনারা তৈরি তো ? 11 ডিসেম্বর আসছে দুর্গামতী ।" অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পাবে ছবিটি ।

অক্ষয় ছাড়াও এই ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন বিক্রম মলহোত্রা, ভূষণ কুমার ও কৃষণ কুমার ।

আর আজ এই ছবির নতুন পোস্টার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেন ভূমি । ছবির ক্যাপশনে লেখেন, "সে আসছে...#দুর্গামতী #11 ডিসেম্বর"।

তেলুগু হরর ফিল্ম 'ভাগামতী'-র হিন্দি রিমেক হতে চলেছে এই ছবি । পরিচালনায় জি অশোক । চলতি বছরের জানুয়ারিতে শুরু হয়েছিল ছবির শুটিং । সে সময় সেট থেকে সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করে অনুরাগীদের জানিয়েছিলেন ভূমি । মধ্য প্রদেশের একটি পুরোনো দুর্গতে ছবির শুটিং করা হয়েছে ।

এই ছবিতে ভূমির বিপরীতে কাউকে দেখা যাবে না । ছবি প্রসঙ্গে তিনি বলেছিলেন, "ছবির দায়িত্ব ভাগ করে নিতে আমার সঙ্গে সবসময় একজন সহ অভিনেতা থেকেছে । তবে এবার আমি একা । ভয়ও লাগছে, আবার ভালো লাগছে । তবে দর্শক এই ছবি দেখে কী বলেন এখন সেটাই দেখার । আর এখানে আমার লুকটাও একেবারে আলাদা ।"

ভূমি ছাড়াও এই ছবিতে নাকি দেখা যাবে জিশু সেনগুপ্তকে । যদিও তাঁর চরিত্র সম্পর্কে বিশেষ কিছুই জানা যায়নি ।

মুম্বই : পরিবর্তন করা হল ভূমি পেদনেকরের পরবর্তী ছবি 'দুর্গাবতী' ছবির নাম । নতুন নাম হয়েছে 'দুর্গামতী'।

এই ছবিটি প্রযোজনা করেছেন অক্ষয় কুমার । আর আজ সকালে এই খবর নিশ্চিত করেন তিনি । সোশাল মিডিয়ায় ছবির নতুন পোস্টার শেয়ার করেন । আর তার ক্যাপশনে লেখেন, "আপনারা তৈরি তো ? 11 ডিসেম্বর আসছে দুর্গামতী ।" অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পাবে ছবিটি ।

অক্ষয় ছাড়াও এই ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন বিক্রম মলহোত্রা, ভূষণ কুমার ও কৃষণ কুমার ।

আর আজ এই ছবির নতুন পোস্টার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেন ভূমি । ছবির ক্যাপশনে লেখেন, "সে আসছে...#দুর্গামতী #11 ডিসেম্বর"।

তেলুগু হরর ফিল্ম 'ভাগামতী'-র হিন্দি রিমেক হতে চলেছে এই ছবি । পরিচালনায় জি অশোক । চলতি বছরের জানুয়ারিতে শুরু হয়েছিল ছবির শুটিং । সে সময় সেট থেকে সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করে অনুরাগীদের জানিয়েছিলেন ভূমি । মধ্য প্রদেশের একটি পুরোনো দুর্গতে ছবির শুটিং করা হয়েছে ।

এই ছবিতে ভূমির বিপরীতে কাউকে দেখা যাবে না । ছবি প্রসঙ্গে তিনি বলেছিলেন, "ছবির দায়িত্ব ভাগ করে নিতে আমার সঙ্গে সবসময় একজন সহ অভিনেতা থেকেছে । তবে এবার আমি একা । ভয়ও লাগছে, আবার ভালো লাগছে । তবে দর্শক এই ছবি দেখে কী বলেন এখন সেটাই দেখার । আর এখানে আমার লুকটাও একেবারে আলাদা ।"

ভূমি ছাড়াও এই ছবিতে নাকি দেখা যাবে জিশু সেনগুপ্তকে । যদিও তাঁর চরিত্র সম্পর্কে বিশেষ কিছুই জানা যায়নি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.