ভোপাল : ক্যারিয়ারের শুরু থেকেই নিজেকে বারবার চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছেন ভূমি পেদনেকর । কখনও কোনও চরিত্রে টাইপকাস্ট হয়ে যাননি তিনি । এবার তাঁকে দেখা যাবে এক হরর মুভিতে । ছবির নাম 'দুর্গাবতী', জানেন অনেকেই । ভূমি শুরু করলেন ছবির শুটিং ।
একটি বুমেরাং ভিডিয়ো শেয়ার করেছেন ভূমি, যেখানে ক্ল্যাপবোর্ডের আড়াল থেকে দেখা যাচ্ছে ভূমির উচ্ছ্বসিত চোখ দু'টো । নিজের লুক রিভিল না করেই ভূমি শুটিং শুরুর অনুভূতি শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রামে ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
এছাড়াও নিজের ইনস্টাস্টোরিতে শুটিংয়ের অনেক মুহূর্ত শেয়ার করেছেন অভিনেত্রী । ভোপালের কনকনে ঠান্ডায় এক পোড়ো বাড়িতে চলছে প্রথম দিনের শুট । ঠান্ডা কাবু করার চেষ্টা করলেও জমিয়ে কাজ করছে টিম 'দুর্গাবতী' ।
এই ছবিতে ভূমির সঙ্গে দেখা যাবে জিশু সেনগুপ্তকে । জিশু দু'দিন আগেই শেয়ার করেছেন শুটিং শুরুর মুহূর্ত । তবে তাঁর চরিত্রটা কী, সেটা জানা যায়নি সঠিক ভাবে ।
জি. অশোকের পরিচালনায় তৈরি হচ্ছে 'দুর্গাবতী' । একটি তেলুগু হরর ফিল্ম 'ভাগামতী'-র হিন্দি রিমেক এই ছবি ।