মুম্বই : 'ডলি কিটি ঔর ওহ চমকতে সিতারে'-র পর 'দুর্গামতী' নিয়ে আসছেন ভূমি পেদনেকর । দুটো ছবিই OTT-র জন্য তৈরি । OTT-তে এখন কনটেন্ট ভিত্তিক সিনেমা জায়গা করে নিচ্ছে । স্টারডম বা বাজেট নয়, শুধু অভিনয় আর স্ক্রিপ্টের জোরে প্রশংসা পাচ্ছে এই সব সিনেমাগুলো । তাহলে পুরস্কারের মঞ্চে কেন ব্রাত্য এই ছবিগুলো ? প্রশ্ন তুললেন ভূমি ।
"আমার মনে হয় ভারতীয় পুরস্কারের মঞ্চে OTT ফিল্মগুলোকেই ঢোকানো উচিত । তাহলে সবার পরিশ্রম একটা স্বীকৃতি পাবে । এমন সব ম্যাজিকাল প্রজেক্ট তৈরি করতে অনেকটা সময় লাগে, ভাবনা লাগে । এটা খুব প্রয়োজনীয় একটা পদক্ষেপ হতে পারে ।", IANS-কে বললেন ভূমি ।
নেটফ্লিক্সের 'লাস্ট স্টোরিজ়' দিয়ে ডিজিটালে ডেবিউ করেন ভূমি । বড় পরদায় একের পর এক কাজ মুক্তি পাওয়া সত্ত্বেও তিনি এই প্ল্যাটফর্মকে গুরুত্ব দেন সেই সময় এবং এক পরিচারিকার ভূমিকায় অভিনয় করেন । ভূমির ক্যারিয়ারে এটা খুব সাহসী পদক্ষেপ ছিল ।
তিনি বলেন, "OTT-র সাহায্যে সারা বিশ্বের দর্শকের কাছে পৌঁছে যাওয়া যায় । 'ডলি কিটি..'-কে দর্শক ও সমালোচক যতটা ভালোবেসেছেন, আশা করব 'দুর্গামতী'-কেও ততটাই ভালোবাসবেন তারা ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
11 ডিসেম্বর অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পাবে 'দুর্গামতী' । জি.অশোক পরিচালিত এই ছবির অন্যতম প্রযোজক অক্ষয় কুমার ।