মুম্বই : লকডাউনে অনেকেই সোশাল মিডিয়া ডিটক্সের চেষ্টা করছেন । টেকনোলজির থেকে অনেক দূরে নির্ভেজাল অবসর কাটাতে চাইছেন তাঁরা । তবে ভূমি সেই পথে হাঁটতে পারছেন না । লকডাউনে তিনি আরও বেশি করে সোশাল মিডিয়ার উপর নির্ভরশীল হয়ে পড়ছেন ।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে ভূমি বললেন, "এই সময়ে ডিজিটাল ডিটক্স করা খুব কঠিন । কারণ এখন সোশাল মিডিয়াই একমাত্র জানলা যার মাধ্য়মে সকলের সঙ্গে যোগাযোগ রাখা যাচ্ছে ।"
সম্প্রতি ভূমি মনোনিবেশ করেছেন মাটি ছাড়া বাগান তৈরি করায় । বাড়িতেই মায়ের সাহায্যে তিনি যাবতীয় সবজি ফলাচ্ছেন । মাঝেমধ্যে সেই ছবি সোশাল মিডিয়াতেও পোস্ট করছেন তিনি । তবে ভূমি নজর রেখেছেন যেন তাঁর ছবি শেয়ার করার মাত্রাটা বাড়াবাড়ি পর্যায় না পৌঁছয় ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
তবে যতই চেষ্টা করুন, ইনস্টাগ্রাম আর টুইটারে আটকে রয়েছেন ভূমি । ফলোয়ারদের সঙ্গে শেয়ার করছেন নিজের জীবনের ইন্টারেস্টিং তথ্য । তাতে ভূমির কতটা ক্ষতি হয়েছে জানা নেই, তবে বেশ আনন্দ পাচ্ছেন অনুরাগীরা ।