মুম্বই : অভিনয়ে নিজের দক্ষতা প্রমাণ করেছেন ভূমি পেদনেকর । বিভিন্ন ধরনের চরিত্রে দেখা গেছে তাঁকে । তবে তাঁর সঙ্গে প্রত্যেকবারই সঙ্গত করেছেন কোনও হিরো বা অন্য হিরোইন । এই প্রথমবার একার দমে একটি ছবি চালাবেন ভূমি । ছবির নাম 'দুর্গাবতী' ।
IANS-কে অভিনেত্রী বললেন, "ছবির দায়িত্ব ভাগ করে নিতে আমার সঙ্গে সবসময় একজন কো-স্টার থেকেছে । তবে এবার আমি একা । আমার ভয়ও লাগছে, ভালও লাগছে ।"
তিনি আরও বলেন, "দর্শক এই ছবি দেখে কীভাবে রিঅ্যাক্ট করেন সেটা দেখতে চাই । আর এখানে আমার লুকটাও একেবারে আলাদা ।"
সবসময় মিনিংফুল সিনেমায় দেখা গেছে ভূমিকে । তাঁর করা ছবিগুলোর একটা বার্তা আছে, একটা উদ্দেশ্য আছে । আর সেখানে ভূমির অভিনয় করার সুযোগও হয়েছে, পুরুষকেন্দ্রিক ছবিতে ফুলদানির মতো ব্যবহার করা হয়নি তাঁকে । এমন সুযোগ পেয়ে নিজেকে খুব ভাগ্যবতী মনে করেন অভিনেত্রী ।
অ্যামাজ়ন প্রাইমে 11 ডিসেম্বর মুক্তি পাবে হরর ফিল্ম 'দুর্গাবতী' । ভূমি ছাড়াও এখানে জিশু সেনগুপ্তকে দেখা যাবে । তবে তাঁর চরিত্র সম্পর্কে বেশিকিছু জানা য়ায়নি ।