ETV Bharat / sitara

পুরো ফিল্মের দায়িত্ব একা আমার কাঁধে : 'দুর্গাবতী' প্রসঙ্গে ভূমি - দুর্গাবতীর খবর

হরর ফিল্ম 'দুর্গাবতী'-তে মুখ্য় ভূমিকায় অভিনয় করছেন ভূমি পেদনেকর । এই প্রথম একটা সম্পূর্ণ ছবির দায়িত্ব তাঁর একার উপর । এই অ্যাচিভমেন্টে উচ্ছ্বসিত ভূমি ।

Bhumi in Durgavati
Bhumi in Durgavati
author img

By

Published : Feb 18, 2020, 6:00 PM IST

মুম্বই : সম্প্রতি ডাব্বু রত্নানির ক্যালেন্ডার লঞ্চ অনুষ্ঠানে এসেছিলেন ভূমি পেদনেকর । এই প্রথম বার তিনি এই গ্ল্যামারস ক্যালেন্ডারের অংশ হতে পেরেছেন । সেই নিয়ে উচ্ছ্বাস তো রয়েছেই, সঙ্গে রয়েছে 'দুর্গাবতী' নিয়ে তুমুল এক্সাইটমেন্ট । এই প্রসঙ্গে কথা বললেন ভূমি পেদনেকর ।

তিনি বললেন, "ভোপালে 'দুর্গাবতী'-র শুটিং করছি আমি । গল্পটা আমার কাছে একেবারে নতুন । আর এই প্রথম পুরো ফিল্মের দায়িত্ব একা আমার কাঁধে । আর ছবিটার সঙ্গে দারুণ দারুণ সব মানুষ জড়িয়ে রয়েছেন । সব মিলিয়ে দারুণ সময় চলছে আমার ।"

পুরো ছবির দায়িত্ব তাঁর একার উপর । কোনও চাপ কাজ করছে ? এই প্রশ্নে ভূমি বলেন, "চাপ সব সময়েই থাকে । কারণ প্রতিবারই মনে হয়, আগের বার যা করেছি এবার তার থেকে ভালো করতে হবে ।"

শুনে নিন ভূমির বক্তব্য..

G. অশোকের পরিচালনায় তৈরি আসছে 'দুর্গাবতী' । প্রযোজনায় অক্ষয় কুমার, ভূষণ কুমার, বিক্রম মালহোত্র । ভূমির আসন্ন ছবিও একটি হরর ফিল্ম । 'ভূত পার্ট ওয়ান : দ্য় হন্টেড শিপ'-এ মুখ্য ভূমিকায় অভিনয় করছেন ভিকি কৌশল ও ভূমি পেদনেকর । ছবিটি মুক্তি পাবে 21 ফেব্রুয়ারি ।

মুম্বই : সম্প্রতি ডাব্বু রত্নানির ক্যালেন্ডার লঞ্চ অনুষ্ঠানে এসেছিলেন ভূমি পেদনেকর । এই প্রথম বার তিনি এই গ্ল্যামারস ক্যালেন্ডারের অংশ হতে পেরেছেন । সেই নিয়ে উচ্ছ্বাস তো রয়েছেই, সঙ্গে রয়েছে 'দুর্গাবতী' নিয়ে তুমুল এক্সাইটমেন্ট । এই প্রসঙ্গে কথা বললেন ভূমি পেদনেকর ।

তিনি বললেন, "ভোপালে 'দুর্গাবতী'-র শুটিং করছি আমি । গল্পটা আমার কাছে একেবারে নতুন । আর এই প্রথম পুরো ফিল্মের দায়িত্ব একা আমার কাঁধে । আর ছবিটার সঙ্গে দারুণ দারুণ সব মানুষ জড়িয়ে রয়েছেন । সব মিলিয়ে দারুণ সময় চলছে আমার ।"

পুরো ছবির দায়িত্ব তাঁর একার উপর । কোনও চাপ কাজ করছে ? এই প্রশ্নে ভূমি বলেন, "চাপ সব সময়েই থাকে । কারণ প্রতিবারই মনে হয়, আগের বার যা করেছি এবার তার থেকে ভালো করতে হবে ।"

শুনে নিন ভূমির বক্তব্য..

G. অশোকের পরিচালনায় তৈরি আসছে 'দুর্গাবতী' । প্রযোজনায় অক্ষয় কুমার, ভূষণ কুমার, বিক্রম মালহোত্র । ভূমির আসন্ন ছবিও একটি হরর ফিল্ম । 'ভূত পার্ট ওয়ান : দ্য় হন্টেড শিপ'-এ মুখ্য ভূমিকায় অভিনয় করছেন ভিকি কৌশল ও ভূমি পেদনেকর । ছবিটি মুক্তি পাবে 21 ফেব্রুয়ারি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.