ETV Bharat / sitara

'দুর্গাবতী'-র ডাবিং শেষ করলেন ভূমি - ভূমি পেদনেকরের খবর

হরর ফিল্ম 'দুর্গাবতী'-র ডাবিং শেষ করলেন ভূমি পেদনেকর । সোশাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেত্রী ।

bhumi pednekar completes dubbing
bhumi pednekar completes dubbing
author img

By

Published : Oct 12, 2020, 8:01 PM IST

মুম্বই : ক্যারিয়ারের শুরু থেকেই নিজেকে বারবার চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছেন ভূমি পেদনেকর । কখনও কোনও চরিত্রে টাইপকাস্ট হয়ে যাননি তিনি । এবার তাঁকে দেখা যাবে এক হরর মুভিতে । ছবির নাম 'দুর্গাবতী', জানেন অনেকেই । ছবির ডাবিংও শেষ হয়ে গেল । এবার শুধু মুক্তির অপেক্ষা ।

সরাসরি ডাবিং স্টুডিয়ো থেকে ছবি শেয়ার করেছেন ভূমি । ক্যাপশনে লিখেছেন, "ডাবিং শেষ । আমার জীবনটা এখনও অনেকটা 'রসোরে মে কৌন থা'-এর মতো । তবে এখানে রসোরে-র জায়গায় দরজার পিছনে কে ?"

এতদিন ধরে নিজের চরিত্রটার সঙ্গে একাত্ম হয়ে ছিলেন ভূমি । সেই দুর্গাবতীকে বিদায় জানিয়েছেন পোস্টে । দেখে নিন...

জি. অশোকের পরিচালনায় তৈরি হচ্ছে 'দুর্গাবতী' । একটি তেলুগু হরর ফিল্ম 'ভাগামতী'-র হিন্দি রিমেক এই ছবি । গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে জিশু সেনগুপ্তকেও ।

অ্যামাজ়ন প্রাইমে 11 ডিসেম্বর মুক্তি পাবে 'দুর্গাবতী' । একজন সাধারণ ও নির্দোষ সরকারী অফিসারের গল্প তুলে ধরা হয়েছে ছবিতে । এক ভয়ানক ষড়যন্ত্রের শিকার হয় সে । কীভাবে সেই পরিস্থিতি সে কাটিয়ে ওঠে তাই ফুটে উঠবে ছবিতে ।

মুম্বই : ক্যারিয়ারের শুরু থেকেই নিজেকে বারবার চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছেন ভূমি পেদনেকর । কখনও কোনও চরিত্রে টাইপকাস্ট হয়ে যাননি তিনি । এবার তাঁকে দেখা যাবে এক হরর মুভিতে । ছবির নাম 'দুর্গাবতী', জানেন অনেকেই । ছবির ডাবিংও শেষ হয়ে গেল । এবার শুধু মুক্তির অপেক্ষা ।

সরাসরি ডাবিং স্টুডিয়ো থেকে ছবি শেয়ার করেছেন ভূমি । ক্যাপশনে লিখেছেন, "ডাবিং শেষ । আমার জীবনটা এখনও অনেকটা 'রসোরে মে কৌন থা'-এর মতো । তবে এখানে রসোরে-র জায়গায় দরজার পিছনে কে ?"

এতদিন ধরে নিজের চরিত্রটার সঙ্গে একাত্ম হয়ে ছিলেন ভূমি । সেই দুর্গাবতীকে বিদায় জানিয়েছেন পোস্টে । দেখে নিন...

জি. অশোকের পরিচালনায় তৈরি হচ্ছে 'দুর্গাবতী' । একটি তেলুগু হরর ফিল্ম 'ভাগামতী'-র হিন্দি রিমেক এই ছবি । গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে জিশু সেনগুপ্তকেও ।

অ্যামাজ়ন প্রাইমে 11 ডিসেম্বর মুক্তি পাবে 'দুর্গাবতী' । একজন সাধারণ ও নির্দোষ সরকারী অফিসারের গল্প তুলে ধরা হয়েছে ছবিতে । এক ভয়ানক ষড়যন্ত্রের শিকার হয় সে । কীভাবে সেই পরিস্থিতি সে কাটিয়ে ওঠে তাই ফুটে উঠবে ছবিতে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.