ETV Bharat / sitara

'সুরমা ভোপালি'-কে ছাপিয়ে অন্য জগদীপ - জগদীপের অবিচুয়ারি

2020 সাল যেন প্রস্তুত হয়ে এসেছে আমাদের অপ্রীতিকর সারপ্রাইজ়ে ভরিয়ে দেওয়ার জন্য । প্রতিদিনই কোনও না কোনও খারাপ খবরের আবির্ভাব আর সঙ্গে সঙ্গে মনে জাগা প্রশ্ন, "আর কী হওয়া বাকি আছে এই বছরটাতে?" এই প্রশ্নের অবিরাম উত্তরও দিয়ে যাচ্ছে 2020 । আবারও এক সারপ্রাইজ় দিয়ে সে জানান দিচ্ছে, "এটাও হওয়া বাকি ছিল" । বলিউডের 'সুরমা ভোপালি'-র মৃত্যটাও হয়তো এই বছরের তেমনই একটা উত্তর । শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করা এই অভিনেতার প্রয়াণ হল 81 বছর বয়সে এসে ।

jagdeep obituary
jagdeep obituary
author img

By

Published : Jul 9, 2020, 10:02 AM IST

মুম্বই : জগদীপ এমন একটা সময়ের অভিনেতা, যখন 'কমেডিয়ান' বলে আলাদা একটা পরিচয় ছিল বলিউডে । হিরোর সমান গুরুত্ব পেতেন ছবির 'কমেডিয়ান' । কমেডি ছাড়া কোনও ফিল্ম তৈরিই হত না সেই সময় ।

1939 সালের 29 মার্চ মধ্যপ্রদেশের ডাটিয়াতে জন্ম জগদীপের । সিনেমা জগতে তাঁর হাতেখড়ি 1951 সালে । শিশুশিল্পী হিসেবে 'আফসানা' ছবিতে অভিনয়ের মাধ্যমে । 'হাম পঞ্ছি এক ডাল কে', 'আর পার', 'আব দিল্লি দূর নেহি', 'দো বিঘা জমিন'-এর মতো ছবিতেও শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন তিনি ।

jagdeep obituary
'সুরমা ভোপালি'-কে ছাপিয়ে অন্য জগদীপ

ছয় দশকের বেশি সময় ধরে একাধিক সুপারহিট ফিল্মে অভিনয় করেছেন জগদীপ । কমেডিয়ানের ভূমিকায় তাঁর অভিনয় ছবিতে অন্য মাত্রা যোগ করত ছবিতে । তবে রমেশ সিপ্পির 'শোলে' ছবিতে (1975) 'সুরমা ভোপালি'-র চরিত্রটা জগদীপকে এক আলাদা জনপ্রিয়তা দেয় । ইন্ডাস্ট্রিতে ততদিনে কুড়ি বছর কাটানো হয়ে গেছে অভিনেতার । তারপরও বলা যায় যে, 'শোলে' জগদীপের ক্যারিয়ারে একটি টার্নিং পয়েন্ট ।

jagdeep obituary
সুরমা ভোপালি..

1988 সালে 'সুরমা ভোপালি' নামে একটি ছবিও পরিচালনা করেন জগদীপ । আর ছবিতে নাম ভূমিকায় নিজেই অভিনয় করেন ।

'হাম পঞ্ছি এক ডাল কে'-ছবিতে ছোটো জগদীপের অভিনয় দেখে নাকি মুগ্ধ হয়ে গেছিলেন জহরলাল নেহরু । উপহার স্বরূপ নিজের ব্যবহৃত একটি জিনিস তুলে দেন তিনি অভিনেতার হাতে । ছবিটি জাতীয় পুরস্কারের মঞ্চেও সেরা 'বেস্ট চিল্ড্রেন'স ফিল্ম' হিসেবে পুরস্কার পায় ।

কমেডিয়ান হিসেবে পরিচিতি পাওয়ার আগে সফলভাবে হিরোর চরিত্রে অভিনয় করেন জগদীপ । 'ভাভি', 'বরখা', 'বিন্দিয়া'-র মতো ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন তিনি । কমেডিয়ান হিসেবে তাঁকে প্রতিষ্ঠিত করে 1968 সালের 'ব্রহ্মচারী' সিনেমাটি । পরিচালনা করেছিলেন G.P. সিপ্পি ।

jagdeep obituary
'সুরমা ভোপালি'-কে ছাপিয়ে অন্য জগদীপ

1994 সালে সলমান খান ও আমির খানের সঙ্গে 'আন্দাজ আপনা আপনা' ছবিতে তাঁর ছোটো চরিত্রও নজর কেড়েছিল । সলমনের বাবার ভূমিকায় অভিনয় করেন জগদীপ, নাম হয় বাঁকেলাল ভোপালি । এই প্রজন্মের দর্শকের কাছে এটাও তাঁর একটি ল্যান্ডমার্ক চরিত্র ।

jagdeep obituary
'সুরমা ভোপালি'-কে ছাপিয়ে অন্য জগদীপ

তাই জগদীপ ওরফে সৈয়দ ইস্তিয়াক আহমেদ জাফরিকে শুধুমাত্র বলিউডের 'সুরমা ভোপালি' বললে ভুল হবে । ছোটোবেলা থেকে তিনি সিনেমার সঙ্গে জড়িয়ে, ছোটোবেলা থেকে তিনি এই ইন্ডাস্ট্রিতে নিজের অবদান রেখে গেছেন । কখনও অভিনয়ে, কখনও পরিচালনায় ।

8 জুলাই মুম্বইয়ে নিজের বাড়িতে রাত 8টা 40 মিনিটে শেষনিশ্বাস ত্যাগ করেন জগদীপ । বয়সজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি । তাঁর প্রয়াণে একটা যুগের অবসান হল ।

jagdeep obituary
'সুরমা ভোপালি'-কে ছাপিয়ে অন্য জগদীপ

মুম্বই : জগদীপ এমন একটা সময়ের অভিনেতা, যখন 'কমেডিয়ান' বলে আলাদা একটা পরিচয় ছিল বলিউডে । হিরোর সমান গুরুত্ব পেতেন ছবির 'কমেডিয়ান' । কমেডি ছাড়া কোনও ফিল্ম তৈরিই হত না সেই সময় ।

1939 সালের 29 মার্চ মধ্যপ্রদেশের ডাটিয়াতে জন্ম জগদীপের । সিনেমা জগতে তাঁর হাতেখড়ি 1951 সালে । শিশুশিল্পী হিসেবে 'আফসানা' ছবিতে অভিনয়ের মাধ্যমে । 'হাম পঞ্ছি এক ডাল কে', 'আর পার', 'আব দিল্লি দূর নেহি', 'দো বিঘা জমিন'-এর মতো ছবিতেও শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন তিনি ।

jagdeep obituary
'সুরমা ভোপালি'-কে ছাপিয়ে অন্য জগদীপ

ছয় দশকের বেশি সময় ধরে একাধিক সুপারহিট ফিল্মে অভিনয় করেছেন জগদীপ । কমেডিয়ানের ভূমিকায় তাঁর অভিনয় ছবিতে অন্য মাত্রা যোগ করত ছবিতে । তবে রমেশ সিপ্পির 'শোলে' ছবিতে (1975) 'সুরমা ভোপালি'-র চরিত্রটা জগদীপকে এক আলাদা জনপ্রিয়তা দেয় । ইন্ডাস্ট্রিতে ততদিনে কুড়ি বছর কাটানো হয়ে গেছে অভিনেতার । তারপরও বলা যায় যে, 'শোলে' জগদীপের ক্যারিয়ারে একটি টার্নিং পয়েন্ট ।

jagdeep obituary
সুরমা ভোপালি..

1988 সালে 'সুরমা ভোপালি' নামে একটি ছবিও পরিচালনা করেন জগদীপ । আর ছবিতে নাম ভূমিকায় নিজেই অভিনয় করেন ।

'হাম পঞ্ছি এক ডাল কে'-ছবিতে ছোটো জগদীপের অভিনয় দেখে নাকি মুগ্ধ হয়ে গেছিলেন জহরলাল নেহরু । উপহার স্বরূপ নিজের ব্যবহৃত একটি জিনিস তুলে দেন তিনি অভিনেতার হাতে । ছবিটি জাতীয় পুরস্কারের মঞ্চেও সেরা 'বেস্ট চিল্ড্রেন'স ফিল্ম' হিসেবে পুরস্কার পায় ।

কমেডিয়ান হিসেবে পরিচিতি পাওয়ার আগে সফলভাবে হিরোর চরিত্রে অভিনয় করেন জগদীপ । 'ভাভি', 'বরখা', 'বিন্দিয়া'-র মতো ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন তিনি । কমেডিয়ান হিসেবে তাঁকে প্রতিষ্ঠিত করে 1968 সালের 'ব্রহ্মচারী' সিনেমাটি । পরিচালনা করেছিলেন G.P. সিপ্পি ।

jagdeep obituary
'সুরমা ভোপালি'-কে ছাপিয়ে অন্য জগদীপ

1994 সালে সলমান খান ও আমির খানের সঙ্গে 'আন্দাজ আপনা আপনা' ছবিতে তাঁর ছোটো চরিত্রও নজর কেড়েছিল । সলমনের বাবার ভূমিকায় অভিনয় করেন জগদীপ, নাম হয় বাঁকেলাল ভোপালি । এই প্রজন্মের দর্শকের কাছে এটাও তাঁর একটি ল্যান্ডমার্ক চরিত্র ।

jagdeep obituary
'সুরমা ভোপালি'-কে ছাপিয়ে অন্য জগদীপ

তাই জগদীপ ওরফে সৈয়দ ইস্তিয়াক আহমেদ জাফরিকে শুধুমাত্র বলিউডের 'সুরমা ভোপালি' বললে ভুল হবে । ছোটোবেলা থেকে তিনি সিনেমার সঙ্গে জড়িয়ে, ছোটোবেলা থেকে তিনি এই ইন্ডাস্ট্রিতে নিজের অবদান রেখে গেছেন । কখনও অভিনয়ে, কখনও পরিচালনায় ।

8 জুলাই মুম্বইয়ে নিজের বাড়িতে রাত 8টা 40 মিনিটে শেষনিশ্বাস ত্যাগ করেন জগদীপ । বয়সজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি । তাঁর প্রয়াণে একটা যুগের অবসান হল ।

jagdeep obituary
'সুরমা ভোপালি'-কে ছাপিয়ে অন্য জগদীপ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.