কলকাতা, 10 মার্চ : 'ইন্টারন্যাশনাল ফেডরেশন অফ ফিল্ম আর্কাইভ' আাওয়ার্ড পাচ্ছেন ভারতের কিংবদন্তী অভিনেতা সুপারস্টার অমিতাভ বচ্চন । তাঁকে এই আাওয়ার্ডটি দেওয়া হচ্ছে হেরিটেজ ফাউন্ডেশনের পক্ষ থেকে ।
আগামী 19 মার্চ বিশ্ব বিখ্যাত পরিচালক মার্টিন স্করসিসি ও ক্রিস্টোফার নোলানের উপস্থিতিতে একটি ভার্চুয়াল কনসার্ট হবে ৷ আর এই অনুষ্ঠানেই আন্তর্জাতিক পুরস্কারটি তুলে দেওয়া হবে মিস্টার বচ্চনকে । গত পাঁচ দশক ধরে একটানা বড় পর্দা মাতিয়েছেন এই অভিনেতা । বিভিন্ন সময় বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন এই অভিনেতা । ভারতীয় সিনেমা ও অমিতাভ বচ্চন যেন একে অপরের পরিপূরক । তাঁকে এই পুরস্কারটি দেওয়া হচ্ছে ভারতীয় সিনেমায় তার অবদান ও তা সংরক্ষণের জন্য । অমিতাভ বচ্চনই প্রথম ভারতীয়, যিনি এই আন্তর্জাতিক সম্মানে ভূষিত হচ্ছেন ।
তার আগে যে সমস্ত ব্যক্তিত্বরা এই সম্মানে সম্মানিত হয়েছেন তাঁরা হলেন মার্টিন স্করসিসি (2001 সালে), বার্গম্যান (2003 সালে), ক্রিস্টোফার নোলান (2017 সালে) । এমন একটি সম্মান পেয়ে নিজেকে সম্মানীত মনে করছেন এই কিংবদন্তী অভিনেতা । তিনি জানান," 2015 সালে এই দায়িত্ব পাওয়ার পর থেকেই তিনি নিবিড় ভাবে যুক্ত ছিলেন এই সংরক্ষণের কাজের সঙ্গে । তিনি মনে করেন সিনেমায় সংরক্ষণ অত্যন্ত প্রয়োজনীয় ৷ হলিউড বহুদিন আগে থেকেই এই কাজ শুরু করে দিয়েছে ।"
আরও পড়ুন : লোক দেখানো নারীদিবস পালন করে কী হবে ? ভিডিয়োয় বেসুরো মধুমিতা
মার্টিন স্কর্সেস থেকে শুরু করে ক্রিস্টোফার নোলান টারান্টিনো সকলেই ফিরে গেছেন রিলে শুটিংয়ে । সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় সিনেমা এখনও বেশ কিছুটা পিছিয়ে । ফলত ভারতীয় সিনেমার বহু ক্লাসিক ছবির হদিশ পাওয়া প্রায় অসম্ভব । এমন একটি সম্মানে ভূষিত হয়ে অমিতাভ বচ্চন জানান যে তিনি আশাবাদী ভবিষ্যতে সরকার এবং ফিল্ম ইন্ডাস্ট্রি হাতে হাত ধরে সিনেমা সংরক্ষণের কাজটি করবে যাতে ভারতীয় সিনেমার ঐতিহ্য বিশ্বের কাছে তুলে ধরা যায় । আরও এক কিংবদন্তী পরিচালক মার্টিন স্করসিসি জানান, "সিনেমা সংরক্ষণ এখন একটি সর্বজনীন বিষয় । সেই জায়গায় দাঁড়িয়ে অমিতাভ বচ্চনের থেকে আরও ভাল কোনও পছন্দ এই পুরস্কারের জন্য হতে পারে না ।"
আরও পড়ুন : 'এবার কি জিশুর পালা?', ছবি শেয়ার রুদ্রনীলের
পাশাপাশি হেরিটেজ ফাউন্ডেশনে ফাউন্ডার ফ্রেডরিক মারি ও এই আইকনিক লেজেন্ডারি ভারতীয় অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ । অমিতাভ বচ্চনের এই পুরস্কার পাওয়ার কথা ঘোষণা হওয়ার পর থেকেই টলিউডের বিভিন্ন পরিচালক অভিনেতা তাঁকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন । পরিচালক অরিন্দম শীল এইরকম একটি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং তিনি জানান বর্তমানে যতই ডিজিটালি আমরা কাজ করি না কেন র-স্টক সংরক্ষণ অত্যাবশ্যকীয় । পরিচালক অতনু বোসের গলাতেও একই কথা ৷ তিনি বলেন যে রিল সংরক্ষণের প্রয়োজন আছে । পাশাপাশি সকলে শুভেচ্ছাও জানান বলিউডের এই লেজেন্ডারি অভিনেতাকে । অভিনেতা অঙ্কুশ জানান," ভারতীয় সিনেমা মানেই অমিতাভ বচ্চন । তাই তিনিই একমাত্র ভারতীয় সিনেমার মুখ যিনি এই সম্মানের যোগ্য । তবে পরিচালক থেকে অভিনেতা সকলেই একটি বিষয়ে একমত যে সিনেমা সংরক্ষণ বর্তমানে কতটা আবশ্যক হয়ে উঠছে ।"