মুম্বই,10 মার্চ : আদর্শ গৌরবের আদর্শ অভিনয়ে এবার তাঁকে উপহার দিল সেরা অভিনেতাদের চূড়ান্ত মনোনয়ন তালিকাতে স্থান ৷ 2021র ব্রিটিশ আকাডেমি অফ ফিল্ম এন্ড আর্টস (বাফটা)র তালিকায় এবার আদর্শ ৷ রামিন বহমনি পরিচালিত 'দ্য হোয়াইট টাইগার' ছবিতে অভিনয়ে করতে দেখাযায় আদর্শ সহ প্রিয়াঙ্কা চোপড়া ও রাজকুমার রাওকে ৷
ইতিমধ্যেই আগের মাসে প্রিয়াঙ্কা চোপড়া নিজের নাম নিশ্চিত করে নিয়েছেন বেস্ট সাপোর্টিং অ্যাকট্রেসদের মনোনয়ন তালিকায় ৷ এবার সেরা অভিনেতার তালিকায় মঙ্গলবার যুক্ত হল আদর্শ গৌরবের নাম ৷
প্রিয়াঙ্কা চোপড়া সোশাল মিডিয়ার মাধ্যমে শুভেচ্ছা জানান অভিনেতা আদর্শ গৌরব ও পরিচালক রামিন বহমনি সহ ছবির টিমকে ৷ প্রিয়াঙ্কা লেখেন,ভারতীয় তারক-তারিকাদের জন্য এটি একটি গর্বের মুহূর্ত,এরপর তিনি অভিনেতা আদর্শ গৌরব, ছবির পরিচালক রামিন বহমনি ও ছবির প্রযোজক সহ পুরো টিমকে অভিনন্দন জানান ৷
-
What a proud moment for Indian talent with 2 BAFTA nominations for an ALL INDIAN STAR CAST!! Ecstatic for you @_GouravAdarsh, you are so deserving of this recognition, and congratulations #RaminBahrani, so well deserved.
— PRIYANKA (@priyankachopra) March 9, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
(1/2) pic.twitter.com/lKcz678mof
">What a proud moment for Indian talent with 2 BAFTA nominations for an ALL INDIAN STAR CAST!! Ecstatic for you @_GouravAdarsh, you are so deserving of this recognition, and congratulations #RaminBahrani, so well deserved.
— PRIYANKA (@priyankachopra) March 9, 2021
(1/2) pic.twitter.com/lKcz678mofWhat a proud moment for Indian talent with 2 BAFTA nominations for an ALL INDIAN STAR CAST!! Ecstatic for you @_GouravAdarsh, you are so deserving of this recognition, and congratulations #RaminBahrani, so well deserved.
— PRIYANKA (@priyankachopra) March 9, 2021
(1/2) pic.twitter.com/lKcz678mof
অভিনেতা আদর্শ গৌরব তাঁর প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, তাঁর কাছে এটা অবিশ্বাস্য ৷ তিনি ছবির পরিচালককে ধন্যবাদ জানান তাঁর উপর ভরসা করার জন্য ৷
'দ্য হোয়াইট টাইগার' ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া ও রাজকুমার রাওকে দেখাযায় প্রবাসী ধনী পরিবারজাত স্বামী-স্ত্রীর চরিত্রে ৷ আর আদর্শ ছিলেন গাড়ির চালক ৷ তাঁর চরিত্রের নাম ছিল- বলরাম হালওয়াই ৷ একদিন একটি দুর্ঘটনার শিকার হয়ে যান তিনি ৷ তারপর কিভাবে ওই গাড়ির চালক বদলে দিলো তাঁর জীবন, সেটা নিয়েই তৈরি হয়েছে ছবিটি ৷
ছবির গল্প টি যে অনুপ্রেরণামূলক সে কথাটি বলার আর অপেক্ষা রাখে না ৷ ছবির চরিত্রগুলির সঙ্গে যে সাধারণ মানুষ নিজেকে একাত্ম করতে পেরেছে এটা বলাই যায় ৷