ETV Bharat / sitara

বাদশার ক্রাশ এক বলিউড অভিনেত্রী.. - badshah crush

বলিউডে এমন এক অভিনেত্রী রয়েছেন, যিনি বাদশার ক্রাশ । কে বলুন তো ?

badshah crush
badshah crush
author img

By

Published : May 4, 2020, 6:44 PM IST

মুম্বই : বাদশা বলিউডের অন্যতম জনপ্রিয় ব়্যাপার । তাঁর ফ্যান ফলোয়ার বিশাল । তবে তিনি নিজে একজন অভিনেত্রীর ফ্যান । শুধু ফ্যান বললে ভুল হবে, সেই অভিনেত্রীর উপর রীতিমতো ক্রাশ রয়েছে বাদশার ।

সম্প্রতি ইনস্টাগ্রামে ফ্যানেদের সঙ্গে একটা প্রশ্নোত্তর পর্ব খেলেছেন বাদশা । সেখানে এক ফ্যান তাঁকে প্রশ্ন করেন, "কোন অভিনেত্রীর উপর ক্রাশ আছে আপনার ?"

কোনও রাখঢাক না করে বাদশা উত্তর দেন, 'রবিনা ট্যান্ডন' ।

badshah crbadshah crushush
.

এরপর এক ফ্য়ান প্রশ্ন করেন যে, "আপনি কি নেপালি গান পছন্দ করেন ?" উত্তরে বাদশা বলেন, "আমার ভীষণ ভালো লাগে নেপালি গান ।"

কয়েকদিন আগে লোকশিল্পী রতন কাহারের সঙ্গে নাম জড়িয়ে বাদশাকে নিয়ে বেশ কিছু খবর হয় । 'গেন্দা ফুল' গানের কয়েকটি লাইন রতন কাহারের লেখা ছিল । কিন্তু তাঁকে সেই স্বীকৃতি দেননি বাদশা ।

তবে পরে পুরোটা মিটিয়ে দেন বাদশা । রতন কাহারের সঙ্গে ভিডিয়ো কলে কথা বলে তাঁর অ্যাকাউন্টে 5 লাখ টাকা দিয়ে স্বীকৃতি ও সাহায্য দুইই করেন বলিউডের এই ব়্যাপার ।

মুম্বই : বাদশা বলিউডের অন্যতম জনপ্রিয় ব়্যাপার । তাঁর ফ্যান ফলোয়ার বিশাল । তবে তিনি নিজে একজন অভিনেত্রীর ফ্যান । শুধু ফ্যান বললে ভুল হবে, সেই অভিনেত্রীর উপর রীতিমতো ক্রাশ রয়েছে বাদশার ।

সম্প্রতি ইনস্টাগ্রামে ফ্যানেদের সঙ্গে একটা প্রশ্নোত্তর পর্ব খেলেছেন বাদশা । সেখানে এক ফ্যান তাঁকে প্রশ্ন করেন, "কোন অভিনেত্রীর উপর ক্রাশ আছে আপনার ?"

কোনও রাখঢাক না করে বাদশা উত্তর দেন, 'রবিনা ট্যান্ডন' ।

badshah crbadshah crushush
.

এরপর এক ফ্য়ান প্রশ্ন করেন যে, "আপনি কি নেপালি গান পছন্দ করেন ?" উত্তরে বাদশা বলেন, "আমার ভীষণ ভালো লাগে নেপালি গান ।"

কয়েকদিন আগে লোকশিল্পী রতন কাহারের সঙ্গে নাম জড়িয়ে বাদশাকে নিয়ে বেশ কিছু খবর হয় । 'গেন্দা ফুল' গানের কয়েকটি লাইন রতন কাহারের লেখা ছিল । কিন্তু তাঁকে সেই স্বীকৃতি দেননি বাদশা ।

তবে পরে পুরোটা মিটিয়ে দেন বাদশা । রতন কাহারের সঙ্গে ভিডিয়ো কলে কথা বলে তাঁর অ্যাকাউন্টে 5 লাখ টাকা দিয়ে স্বীকৃতি ও সাহায্য দুইই করেন বলিউডের এই ব়্যাপার ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.