ETV Bharat / sitara

কবে সিনেমায় নামবেন ? যা বললেন বাবিল... - Babil Khan soon in film after graduates in May

মাঝে মধ্যেই সোশাল মিডিয়ায় অনুরাগীদের প্রশ্নের উত্তর দিতে দেখা যায় বাবিলকে । কবে তাঁকে সিলভার স্ক্রিনে দেখা যাবে সেই প্রশ্ন করা হলে তিনি বলেন, "মে মাস নাগাদ আমি স্নাতক হয়ে যাব । তারপর কোনও ছবির সুযোগ পাই কি না দেখব ।"

াী
ৈে
author img

By

Published : Jan 11, 2021, 7:07 PM IST

মুম্বই : শীঘ্রই অভিনয়ে ডেবিউ করবেন ইরফান খান পুত্র বাবিল । চলতি বছরের মে মাসে স্নাতক হওয়ার পরই সিনেমার কাজে জোর দেবেন । সম্প্রতি সোশাল মিডিয়ায় অনুরাগীদের একথা বলেন তিনি নিজেই ।

ইনস্টাগ্রামে একটি বইয়ের ছবি পোস্ট করেন বাবিল । বইটির নাম 'অ্যাক্টরস অন অ্যাক্টিং'। সেই বইয়ের কভারে প্রয়াত অভিনেতা ইরখানের সই রয়েছে ।

মাঝে মধ্যেই সোশাল মিডিয়ায় অনুরাগীদের প্রশ্নের উত্তর দিতে দেখা যায় বাবিলকে । আজ এই বই পোস্ট করার পরও একাধিক প্রশ্ন করা হয় তাঁকে । আর একে একে সব প্রশ্নের উত্তর দেন তিনি । তার মধ্যে একজন নেটিজ়েন তাঁকে জিজ্ঞাসা করেন, "স্যার, কবে আপনি অভিনয় জগতে পা রাখবেন ?"

এর উত্তরে বাবিল বলেন, "আমি অভিনয়ের জগতেই রয়েছি । কিন্তু, কবে সিনেমাতে দেখা যাবে সেটা আসল প্রশ্ন । মে মাস নাগাদ আমি স্নাতক হয়ে যাব । তারপর কোনও ছবির সুযোগ পাই কি না দেখব ।"

মাঝে মধ্যেই বাবার সঙ্গে কাটানো একাধিক মুহূর্তের ছবি ও ভিডিয়ো সোশাল মিডিয়ায় শেয়ার করতে দেখা যায় বাবিলকে । 7 জানুয়ারি ইরফানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন তিনি ।

সেখানে বাবিলকেই ভিডিয়ো কল করার চেষ্টা করছিলেন ইরফান ও সুতপা । এই ভিডিয়োর ক্যাপশনে বাবিল লেখেন, "চুক্তিবদ্ধ বিয়ে বা জন্মদিন পালনে তুমি বিশ্বাস করতে না । আর হয়তো সেই কারণেই আমার কারও জন্মদিন মনে নেই । তুমিও আমার জন্মদিন মনে রাখতে না আর আমিও তোমার জন্মদিন মনে রাখি সেই বিষয়ে কোনওদিন জোর দিতে না । এটা আমাদের কাছে স্বাভাবিক হলেও, বাইরের মানুষদের কাছে এটা বড়ই অদ্ভুত ছিল । আমরা প্রতিটা দিন আনন্দ করতাম । মা আমাদের দু'জনকে জন্মদিন মনে করিয়ে দিত । কিন্তু, এইবার চেষ্টা করেও আমি তোমার জন্মদিন ভুলতে পারছি না । আজ তোমার জন্মদিন বাবা । সব প্রযুক্তিগতভাবে পিছিয়ে থাকা বাবা-মাকে জানাচ্ছি যে, তাঁরা শেষ পর্যন্ত আমাকে মিস করার কথাটা বলেই উঠতে পারল না ।"

মুম্বই : শীঘ্রই অভিনয়ে ডেবিউ করবেন ইরফান খান পুত্র বাবিল । চলতি বছরের মে মাসে স্নাতক হওয়ার পরই সিনেমার কাজে জোর দেবেন । সম্প্রতি সোশাল মিডিয়ায় অনুরাগীদের একথা বলেন তিনি নিজেই ।

ইনস্টাগ্রামে একটি বইয়ের ছবি পোস্ট করেন বাবিল । বইটির নাম 'অ্যাক্টরস অন অ্যাক্টিং'। সেই বইয়ের কভারে প্রয়াত অভিনেতা ইরখানের সই রয়েছে ।

মাঝে মধ্যেই সোশাল মিডিয়ায় অনুরাগীদের প্রশ্নের উত্তর দিতে দেখা যায় বাবিলকে । আজ এই বই পোস্ট করার পরও একাধিক প্রশ্ন করা হয় তাঁকে । আর একে একে সব প্রশ্নের উত্তর দেন তিনি । তার মধ্যে একজন নেটিজ়েন তাঁকে জিজ্ঞাসা করেন, "স্যার, কবে আপনি অভিনয় জগতে পা রাখবেন ?"

এর উত্তরে বাবিল বলেন, "আমি অভিনয়ের জগতেই রয়েছি । কিন্তু, কবে সিনেমাতে দেখা যাবে সেটা আসল প্রশ্ন । মে মাস নাগাদ আমি স্নাতক হয়ে যাব । তারপর কোনও ছবির সুযোগ পাই কি না দেখব ।"

মাঝে মধ্যেই বাবার সঙ্গে কাটানো একাধিক মুহূর্তের ছবি ও ভিডিয়ো সোশাল মিডিয়ায় শেয়ার করতে দেখা যায় বাবিলকে । 7 জানুয়ারি ইরফানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন তিনি ।

সেখানে বাবিলকেই ভিডিয়ো কল করার চেষ্টা করছিলেন ইরফান ও সুতপা । এই ভিডিয়োর ক্যাপশনে বাবিল লেখেন, "চুক্তিবদ্ধ বিয়ে বা জন্মদিন পালনে তুমি বিশ্বাস করতে না । আর হয়তো সেই কারণেই আমার কারও জন্মদিন মনে নেই । তুমিও আমার জন্মদিন মনে রাখতে না আর আমিও তোমার জন্মদিন মনে রাখি সেই বিষয়ে কোনওদিন জোর দিতে না । এটা আমাদের কাছে স্বাভাবিক হলেও, বাইরের মানুষদের কাছে এটা বড়ই অদ্ভুত ছিল । আমরা প্রতিটা দিন আনন্দ করতাম । মা আমাদের দু'জনকে জন্মদিন মনে করিয়ে দিত । কিন্তু, এইবার চেষ্টা করেও আমি তোমার জন্মদিন ভুলতে পারছি না । আজ তোমার জন্মদিন বাবা । সব প্রযুক্তিগতভাবে পিছিয়ে থাকা বাবা-মাকে জানাচ্ছি যে, তাঁরা শেষ পর্যন্ত আমাকে মিস করার কথাটা বলেই উঠতে পারল না ।"

For All Latest Updates

TAGGED:

Babil Khan
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.