ETV Bharat / sitara

'বাগি ৩' Trailer : টাইগার ছাড়া বাকিদের অস্তিত্ব নগণ্য - টাইগার শ্রফের খবর

মুক্তি পেল 'বাগি 3'-এর ট্রেলার । ট্রেলার জুড়ে টাইগার শ্রফ ছাড়া আর কারো দেখা পাওয়া গেল না সেভাবে ।

Baaghi 3 trailer Tiger Shroff
Baaghi 3 trailer Tiger Shroff
author img

By

Published : Feb 6, 2020, 1:01 PM IST

মুম্বই : আহমেদ খান পরিচালিত 'বাগি 3' নিয়ে কৌতুহলের শেষ নেই দর্শকের, বিশেষত যেখানে এই ফ্র্যাঞ্চাইজ়ির আগের দু'টো ইনস্টলমেন্ট খুবই জনপ্রিয় হয়েছিল । আজ মুক্তি পেল 'বাগি 3'-এর ট্রেলার । ট্রেলারে টাইগার ছাড়া আর কারো অস্তিত্ব বোঝা গেল না সেভাবে ।

Baaghi 3 trailer Tiger Shroff
ছবির দৃশ্য..

অ্যাকশন ফিল্মে হিরোদের সবসময়েই একটু অ্যাক্টিভ দেখানো হয়, সাধারণ মানুষের থেকে তারা একটু বেশি শক্তিশালী, বেশি বুদ্ধিমান । তবে সেটা যখন বিশ্বাসযোগ্যতার মাত্রা ছাড়িয়ে যায়, তখন মেনে নিতে অসুবিধা হয় দর্শকের । 'বাগি ৩'-এর ক্ষেত্রে কিছুটা সেরকমই হল ।

Baaghi 3 trailer Tiger Shroff
ছবির দৃশ্য

টাইগার শ্রফকে বেশ কয়েকটি প্রায় অসম্ভব স্টান্ট করতে দেখা গেল ট্রেলারে । তাঁর যোগ্যতা প্রমাণের জন্য প্রতিদ্বন্দ্বীদের প্রায় পুতুলের মতো করে ব্যবহার করা হল ট্রেলারে, ঠিক যেমন অ্যানিমেশন ফিল্মের ক্ষেত্রে হয় ।

যদিও ট্রেলারে টাইগার ছাড়া অন্যদের স্ক্রিন প্রেজ়েন্স নগণ্য, তবুও শ্রদ্ধা কাপুর ও রীতেশ দেশমুখ রয়েছেন এই ছবিতে । সিরিয়ার ব্যাকড্রপে নিজের দাদা রীতেশকে উদ্ধার করার জন্য বেরিয়েছেন টাইগার, এটাই গল্পের প্লট ।

দেখে নিন ট্রেলার..

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

মুম্বই : আহমেদ খান পরিচালিত 'বাগি 3' নিয়ে কৌতুহলের শেষ নেই দর্শকের, বিশেষত যেখানে এই ফ্র্যাঞ্চাইজ়ির আগের দু'টো ইনস্টলমেন্ট খুবই জনপ্রিয় হয়েছিল । আজ মুক্তি পেল 'বাগি 3'-এর ট্রেলার । ট্রেলারে টাইগার ছাড়া আর কারো অস্তিত্ব বোঝা গেল না সেভাবে ।

Baaghi 3 trailer Tiger Shroff
ছবির দৃশ্য..

অ্যাকশন ফিল্মে হিরোদের সবসময়েই একটু অ্যাক্টিভ দেখানো হয়, সাধারণ মানুষের থেকে তারা একটু বেশি শক্তিশালী, বেশি বুদ্ধিমান । তবে সেটা যখন বিশ্বাসযোগ্যতার মাত্রা ছাড়িয়ে যায়, তখন মেনে নিতে অসুবিধা হয় দর্শকের । 'বাগি ৩'-এর ক্ষেত্রে কিছুটা সেরকমই হল ।

Baaghi 3 trailer Tiger Shroff
ছবির দৃশ্য

টাইগার শ্রফকে বেশ কয়েকটি প্রায় অসম্ভব স্টান্ট করতে দেখা গেল ট্রেলারে । তাঁর যোগ্যতা প্রমাণের জন্য প্রতিদ্বন্দ্বীদের প্রায় পুতুলের মতো করে ব্যবহার করা হল ট্রেলারে, ঠিক যেমন অ্যানিমেশন ফিল্মের ক্ষেত্রে হয় ।

যদিও ট্রেলারে টাইগার ছাড়া অন্যদের স্ক্রিন প্রেজ়েন্স নগণ্য, তবুও শ্রদ্ধা কাপুর ও রীতেশ দেশমুখ রয়েছেন এই ছবিতে । সিরিয়ার ব্যাকড্রপে নিজের দাদা রীতেশকে উদ্ধার করার জন্য বেরিয়েছেন টাইগার, এটাই গল্পের প্লট ।

দেখে নিন ট্রেলার..

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
Intro:Body:

 'বাগি ৩' Trailer : টাইগার ছাড়া বাকিদের অস্তিত্ব নগণ্য



মুক্তি পেল 'বাগি 3'-এর ট্রেলার । ট্রেলার জুড়ে টাইগার শ্রফ ছাড়া আর কারো দেখা পাওয়া গেল না সেভাবে ।



মুম্বই : আহমেদ খান পরিচালিত 'বাগি 3' নিয়ে কৌতুহলের শেষ নেই দর্শকের, বিশেষত যেখানে এই ফ্র্যাঞ্চাইজ়ির আগের দু'টো ইনস্টলমেন্ট খুবই জনপ্রিয় হয়েছিল । আজ মুক্তি পেল 'বাগি 3'-এর ট্রেলার । ট্রেলারে টাইগার ছাড়া আর কারো অস্তিত্ব বোঝা গেল না সেভাবে ।



অ্যাকশন ফিল্মে হিরোদের সবসময়েই একটু অ্যাক্টিভ দেখানো হয়, সাধারণ মানুষের থেকে তারা একটু বেশি শক্তিশালী, বেশি বুদ্ধিমান । তবে সেটা যখন বিশ্বাসযোগ্যতার মাত্রা ছাড়িয়ে যায়, তখন মেনে নিতে অসুবিধা হয় দর্শকের । 'বাগি ৩'-এর ক্ষেত্রে কিছুটা সেরকমই হল ।



টাইগার শ্রফকে বেশ কয়েকটি প্রায় অসম্ভব স্টান্ট করতে দেখা গেল ট্রেলারে । তাঁর যোগ্যতা প্রমাণের জন্য প্রতিদ্বন্দ্বীদের প্রায় পুতুলের মতো করে ব্যবহার করা হল ট্রেলারে, ঠিক যেমন অ্যানিমেশন ফিল্মের ক্ষেত্রে হয় ।



যদিও ট্রেলারে টাইগার ছাড়া অন্যদের স্ক্রিন প্রেজ়েন্স নগণ্য, তবুও শ্রদ্ধা কাপুর ও রীতেশ দেশমুখ রয়েছেন এই ছবিতে । সিরিয়ার ব্যাকড্রপে নিজের দাদা রীতেশকে উদ্ধার করার জন্য বেরিয়েছেন টাইগার, এটাই গল্পের প্লট ।



দেখে নিন ট্রেলার..  




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.