ETV Bharat / sitara

370 ধারা প্রত্যাহারকে স্বাগত জানাল বি-টাউন - kashmir

ভারতীয় লোকতন্ত্রের জন্য আজ একটি ঐতিহাসিক দিন । বলিউডের তারকারাও কেন্দ্রের নেওয়া এই সিদ্ধান্তকে সমর্থন করলেন । জানালেন কাশ্মীরের বাসিন্দাদের কাছে এবার শান্তি আসবে ।

বি-টাউন
author img

By

Published : Aug 5, 2019, 10:19 PM IST

মুম্বই : কাশ্মীরের জন্য নেওয়া সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করলেন বলিউড তারকারা । কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন করে অনেক তারকা টুইটও করেন ।

যারা এই সিদ্ধান্তকে পুরোপুরি সমর্থন করেছেন তাঁদের মধ্যে রয়েছেন কঙ্গনা রানাওয়াত । তিনি বলেন, "370 ধারার ইশুটি বহুদিন ধরে আটকে ছিল । সন্ত্রাসমুক্ত রাষ্ট্রের প্রতি এটি প্রথম ঐতিহাসিক পদক্ষেপ । আমি অনেকদিন ধরে এর উপর জোর দিচ্ছিলাম । আমি জানতাম, যদি কেউ এই কাজটা করতে পারেন তো সেটা শুধু মিস্টার মোদিই পারেন ।"

টিভি অভিনেত্রী একতা কৌল নিজে একজন কাশ্মীরি । তিনি বলেন, "জম্মুর বাসিন্দা নয় এমন একজনকে বিয়ে করায় আমার সমস্ত অধিকার কেড়ে নেওয়া হয়েছিল । আমার মনে হচ্ছে, আমি আবার আমার রাজ্যের অংশ হয়ে গিয়েছি । এখন আমি আমার রাজ্যের যা খুশি কিনতে পারি ।"

  • Happy to be a part of my own state again!

    — Ekta Kaul (@ektakaul11) August 5, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

একতার মতো আরও অনেক তারকা কাশ্মীরের সঙ্গে জড়িত । তাঁরা সকলে এই সিদ্ধান্তে খুশি । র‍্যাপার কৃষ্ণা কৌলও কাশ্মীরি । তিনি বলেন, "সরকারের তরফে খুব বোল্ড পদক্ষেপ এটা । কাশ্মীরে বহুদিন ধরে চলে আসা স্টেটস্ সিস্টেমকে ভাঙবে এটা । আমি আশা করি এটা কাশ্মীরে ইতিবাচক পরিবর্তন আনবে ।"

সোনু নিগম ও মধুর ভান্ডারকারের মতো তারকারা কাশ্মীরি না হলেও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন । সোনু নিগম বলেন, "72 বছর পর সরকারের তরফে এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হল । এটি একটি বড় পদক্ষেপ । বছরের পর বছর কাশ্মীরে যে অশান্তি চলছিল তা এবার শেষ হবে ।"

মধুর ভান্ডারকর বলেন, "আমি খুব খুশি । ভারতীয় লোকতন্ত্রের জন্য এটি একটি ঐতিহাসিক দিন । 370 ধারা প্রত্যাহার করে নেওয়া হয়েছে । এই পুরোটার ক্রেডিট নরেন্দ্র মোদি ও অমিত শাহর পাওয়া উচিত । জম্মু ও কাশ্মীরের মানুষের বিকাশের জন্য এটি একটি ভালো পদক্ষেপ ।"

অভিনেতা শারিব হাশ্মী কাশ্মীরের উপর বানানো নোটবুকের জন্য় সংলাপ লিখেছিলেন । তিনি বলেন, "আমি আশা করি যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা কাশ্মীরের বাসিন্দাদের জন্য শান্তি আর ভালো কিছু নিয়ে আসবে ।"

  • Today is the true and complete independence of our https://t.co/CEekEmALtf in the true sense of the word INDIA becomes ONE !!! jai Hind .

    — Paresh Rawal (@SirPareshRawal) August 5, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই সমস্ত তারকা ছাড়াও রবিনা ট্যান্ডন, পরেশ রাওয়াল, বিবেক ওবেরয়, ঋচা চড্ডা সহ আরও অনেকে কেন্দ্রের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন ।

মুম্বই : কাশ্মীরের জন্য নেওয়া সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করলেন বলিউড তারকারা । কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন করে অনেক তারকা টুইটও করেন ।

যারা এই সিদ্ধান্তকে পুরোপুরি সমর্থন করেছেন তাঁদের মধ্যে রয়েছেন কঙ্গনা রানাওয়াত । তিনি বলেন, "370 ধারার ইশুটি বহুদিন ধরে আটকে ছিল । সন্ত্রাসমুক্ত রাষ্ট্রের প্রতি এটি প্রথম ঐতিহাসিক পদক্ষেপ । আমি অনেকদিন ধরে এর উপর জোর দিচ্ছিলাম । আমি জানতাম, যদি কেউ এই কাজটা করতে পারেন তো সেটা শুধু মিস্টার মোদিই পারেন ।"

টিভি অভিনেত্রী একতা কৌল নিজে একজন কাশ্মীরি । তিনি বলেন, "জম্মুর বাসিন্দা নয় এমন একজনকে বিয়ে করায় আমার সমস্ত অধিকার কেড়ে নেওয়া হয়েছিল । আমার মনে হচ্ছে, আমি আবার আমার রাজ্যের অংশ হয়ে গিয়েছি । এখন আমি আমার রাজ্যের যা খুশি কিনতে পারি ।"

  • Happy to be a part of my own state again!

    — Ekta Kaul (@ektakaul11) August 5, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

একতার মতো আরও অনেক তারকা কাশ্মীরের সঙ্গে জড়িত । তাঁরা সকলে এই সিদ্ধান্তে খুশি । র‍্যাপার কৃষ্ণা কৌলও কাশ্মীরি । তিনি বলেন, "সরকারের তরফে খুব বোল্ড পদক্ষেপ এটা । কাশ্মীরে বহুদিন ধরে চলে আসা স্টেটস্ সিস্টেমকে ভাঙবে এটা । আমি আশা করি এটা কাশ্মীরে ইতিবাচক পরিবর্তন আনবে ।"

সোনু নিগম ও মধুর ভান্ডারকারের মতো তারকারা কাশ্মীরি না হলেও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন । সোনু নিগম বলেন, "72 বছর পর সরকারের তরফে এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হল । এটি একটি বড় পদক্ষেপ । বছরের পর বছর কাশ্মীরে যে অশান্তি চলছিল তা এবার শেষ হবে ।"

মধুর ভান্ডারকর বলেন, "আমি খুব খুশি । ভারতীয় লোকতন্ত্রের জন্য এটি একটি ঐতিহাসিক দিন । 370 ধারা প্রত্যাহার করে নেওয়া হয়েছে । এই পুরোটার ক্রেডিট নরেন্দ্র মোদি ও অমিত শাহর পাওয়া উচিত । জম্মু ও কাশ্মীরের মানুষের বিকাশের জন্য এটি একটি ভালো পদক্ষেপ ।"

অভিনেতা শারিব হাশ্মী কাশ্মীরের উপর বানানো নোটবুকের জন্য় সংলাপ লিখেছিলেন । তিনি বলেন, "আমি আশা করি যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা কাশ্মীরের বাসিন্দাদের জন্য শান্তি আর ভালো কিছু নিয়ে আসবে ।"

  • Today is the true and complete independence of our https://t.co/CEekEmALtf in the true sense of the word INDIA becomes ONE !!! jai Hind .

    — Paresh Rawal (@SirPareshRawal) August 5, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই সমস্ত তারকা ছাড়াও রবিনা ট্যান্ডন, পরেশ রাওয়াল, বিবেক ওবেরয়, ঋচা চড্ডা সহ আরও অনেকে কেন্দ্রের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন ।

Intro:Body:

Shilpa Shetty


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.