ETV Bharat / sitara

'গুলাবো সিতাবো'-র শুটিং শেষ করলেন আয়ুষ্মান - soojit sirkar

বিগ-বির সঙ্গে এই প্রথম স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন অভিনেতা আয়ুষ্মান খুরানা । 'গুলাবো সিতাবো'-তে একসঙ্গে দেখা যাবে তাঁদের । আয়ুষ্মান ছবিতে নিজের অংশের শুটিং শেষ করলেন । সেই ছবিই সোশাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেতা ।

গুলাবো সিতাবো
author img

By

Published : Jul 30, 2019, 9:11 PM IST

মুম্বই : পরবর্তী ছবি 'গুলাবো সিতাবো'-র শুটিং শেষ করলেন অভিনেতা আয়ুষ্মান খুরানা । বিগ-বি অমিতাভ বচ্চনের সঙ্গে এই প্রথম অভিনয় করছেন আয়ুষ্মান ।

আয়ুষ্মান আজ ছবির পুরো কাস্ট ও ক্রুয়ের সঙ্গে ছবি শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় । ক্যাপশনে লিখেছেন, "It's a wrap ! #GulaboSitabo" ।

'গুলাবো সিতাবো' পরের বছর 24 এপ্রিল মুক্তি পাবে । ছবির গল্প লিখেছেন জুহী চতুর্বেদী । ছবিটি উত্তরপ্রদেশের 'পাপেট সিসটার্স'-র উপর তৈরি হচ্ছে ।

মুম্বই : পরবর্তী ছবি 'গুলাবো সিতাবো'-র শুটিং শেষ করলেন অভিনেতা আয়ুষ্মান খুরানা । বিগ-বি অমিতাভ বচ্চনের সঙ্গে এই প্রথম অভিনয় করছেন আয়ুষ্মান ।

আয়ুষ্মান আজ ছবির পুরো কাস্ট ও ক্রুয়ের সঙ্গে ছবি শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় । ক্যাপশনে লিখেছেন, "It's a wrap ! #GulaboSitabo" ।

'গুলাবো সিতাবো' পরের বছর 24 এপ্রিল মুক্তি পাবে । ছবির গল্প লিখেছেন জুহী চতুর্বেদী । ছবিটি উত্তরপ্রদেশের 'পাপেট সিসটার্স'-র উপর তৈরি হচ্ছে ।

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.