মুম্বই : আয়ুষ্মান আর তাহিরার সম্পর্ক বহুদিনের । অনেক উত্থান পতন এসেছে সম্পর্কে, তবে কেউ কারও হাত ছাড়েননি । তাই বলিউডের অন্যতম সফল দম্পতি মনে করা হয় তাঁদের । ডেটিংয়ের প্রথম বছরের ছবি শেয়ার করলেন তাহিরা ।
যুবক ও যুবতী আয়ুষ্মান ও তাহিরা । মাঝখানে একটু দূরত্ব রেখে বসে রয়েছেন দু'জনে । একটু অস্বস্তি একটু ভালোলাগা লেগে রয়েছে তাঁদের দৃষ্টিতে ।
ক্যাপশনে তাহিরা লিখেছেন, "ডেটিংয়ের প্রথম বছর । আর আমরা সামাজিক দূরত্বের বিশ্বাসী ছিলাম ।" তাঁর এই মজার পোস্ট বেশ পছন্দ করেছেন নেটিজেনরা ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
2008 সালে সাত পাকে বাঁধা পড়েন আয়ুষ্মান আর তাহিরা । তাঁদের দুই সন্তান, বিরাজবীর ও বরুষ্কা ।